ভারত-পাকিস্তান পরিসংখ্যান: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণের প্রতীক্ষা
ভারত-পাকিস্তান পরিসংখ্যান: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণের প্রতীক্ষা
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত দ্বৈরথের একটি, ভারত-পাকিস্তান লড়াই, আবারও উত্তেজনার ঝড় তুলতে প্রস্তুত। আজ (রবিবার) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে দুই পরাশক্তি। ‘এল ক্লাসিকো’ খ্যাত এই প্রতিদ্বন্দ্বিতা যুগ যুগ ধরে ক্রিকেট বিশ্বকে মোহিত করেছে। যদিও সাম্প্রতিক সময়ে দ্বৈরথের তীব্রতা কিছুটা কমেছে, তবে উন্মাদনা এখনো তুঙ্গে।
বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে মহারণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হওয়া পাকিস্তান এই ম্যাচকে নিজেদের জন্য ...
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত দ্বৈরথের একটি, ভারত-পাকিস্তান লড়াই, আবারও উত্তেজনার ঝড় তুলতে প্রস্তুত। আজ (রবিবার) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে দুই পরাশক্তি। ‘এল ক্লাসিকো’ খ্যাত এই প্রতিদ্বন্দ্বিতা যুগ যুগ ধরে ক্রিকেট বিশ্বকে মোহিত করেছে। যদিও সাম্প্রতিক সময়ে দ্বৈরথের তীব্রতা কিছুটা কমেছে, তবে উন্মাদনা এখনো তুঙ্গে।
বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে মহারণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হওয়া পাকিস্তান এই ম্যাচকে নিজেদের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই হিসেবে দেখছে। অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজেই পরাজিত করে আত্মবিশ্বাসে টগবগ করছে।
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের তিক্ত স্মৃতি নিশ্চয়ই ভারতের মনে এখনো গেঁথে আছে। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুবর্ণ সুযোগ তাদের সামনে। বর্তমান ফর্মের বিচারে ভারতই এগিয়ে থাকলেও পাকিস্তান তাদের চিরাচরিত লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামবে।
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ওপেনার শুভমান গিল ম্যাচ নিয়ে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। কোটি কোটি মানুষ এই লড়াই উপভোগ করে। এটা কি ওভারহাইপড নাকি আন্ডারহাইপড, তা বলার কেউ নই, তবে এটা অবশ্যই বড় ম্যাচ।’
গিল মনে করেন, পাকিস্তানকে হারাতে হলে ৩০০-৩২৫ রানের লক্ষ্য দাঁড় করানো জরুরি। তার ভাষায়, ‘এই উইকেটে ৩০০-৩২৫ ভালো স্কোর হবে। মাঝের ওভারে যে দল ব্যাটিংয়ে এগিয়ে থাকবে, জয়ের সম্ভাবনাও তাদের বেশি থাকবে। আমরা ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলতে চাই।’
পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ তার দলকে স্মরণ করিয়ে দিয়েছেন বাস্তবতার কথা। তিনি বলেন, ‘প্রতিটি দল নিজেদের শক্তির ওপর নির্ভর করে খেলে। পাকিস্তানের প্রধান শক্তি পেস বোলিং, এবং আমরা সেটার সর্বোচ্চ ব্যবহার করব। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় বিশেষ কিছু, এবং এই ধরনের ম্যাচ থেকেই অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে।’
তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট কেবল খেলা নয়, এটি একটি পেশাও। এমন ম্যাচে অংশ নেওয়া গর্বের, তবে অতিরিক্ত চাপ নিলে পারফরম্যান্স ব্যাহত হয়। তাই আমাদের মনোযোগ শুধুই খেলায় থাকতে হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল ৫ বার মুখোমুখি হয়েছে, যেখানে পাকিস্তান জিতেছে ৩ বার, আর ভারত ২ বার। তবে আইসিসির অন্যান্য ইভেন্টের পরিসংখ্যানে ভারত সুস্পষ্টভাবে এগিয়ে।
আইসিসি ইভেন্টে মোট ২১ দেখায় ভারত জিতেছে ১৭ বার
ওয়ানডে বিশ্বকাপে ৮ বারের দেখায় ৮ বারই জয় ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচের মধ্যে ৭টিতে ভারত জয়ী
কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই পাকিস্তানের পাল্লা ভারী
সব মিলিয়ে, আজকের ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ভারত চাইবে তাদের সাম্প্রতিক আধিপত্য বজায় রাখতে, আর পাকিস্তান টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে শেষ বিন্দু পর্যন্ত লড়বে। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়, কে হাসবে শেষ হাসি?
ফারুক/
Comments
Post a Comment