নিবন্ধন পুনর্বহাল দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ
মোঃআবুল বাশার, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
নিবন্ধন পুনর্বহালসহ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের ব্যানারে মিছিলটি চকবাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর চত্বর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন- জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, এআর হাফিজ উল্যাহ, সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম সুমন প্রমুখ।
জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছে, যারা মিথ্যা মামলায় আটক হয়েছে তারা মুক্তি পাবে। তার পতনের পর অনেকেই মুক্তি পেয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় ৬ মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামসহ অনেককেই মুক্তি দেওয়া হয়নি। কেউ মুক্তি পাবে কেউ পাবে না- এ তামাশা দেখে জাতি আজ বিস্মিত।
জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে আজহার ভাইয়ের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। তা না হলে আমরা রাজপথ ছাড়ব না।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৮ অক্টোবর কেএম নূরুল হুদার কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। আওয়ামী লীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সংগঠনের তখনকার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে জামিনে বের হয়ে বাসায় অবস্থানকালে ২০১২ সালে ২২ অগাস্ট তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আবার গ্রেপ্তার করা হয়।
The post নিবন্ধন পুনর্বহাল দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ appeared first on দৈনিক আমার বাংলাদেশ.
Comments
Post a Comment