ছাত্রলীগ নেতা সুমনকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলো ছাত্র-জনতা
মোঃআবুল বাশার, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হাজী মুহাম্মদ মহসিন হল শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি হেলাল উদ্দিন সুমনকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।আটক হেলাল উদ্দিন সুমন কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের শাহজাহান মাস্টারের ছেলে।
জানা গেছে, হেলাল উদ্দিন সুমন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহাম্মদ মহসিন হল শাখার সহসভাপতি। ঘটনার দিন বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় ছাত্র-জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা রয়েছে।
স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন সুমনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহাম্মদ মহসিন হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে শিবির আখ্যা দিয়ে নির্যাতন করার অভিযোগ রয়েছে। পরে ওই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে হলের চারতলা থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় তার দুই পা ভেঙে যায়।
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ
অভিযোগ রয়েছে, ঢাবির মহসিন হলে এসব নির্যাতনে হেলাল উদ্দিন সুমনসহ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে। তখন এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হেলাল উদ্দিন সুমন। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি হামলার ঘটনার সঙ্গেও জড়িত ছিল সুমন। পাশাপাশি লক্ষ্মীপুরে ৪ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলায় ৪ শিক্ষার্থী নিহত ও কয়েকশ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে জানায় পুলিশ।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হেলাল উদ্দিন সুমন ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যার ঘটনার সঙ্গে জড়িত। তাই তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
The post ছাত্রলীগ নেতা সুমনকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলো ছাত্র-জনতা appeared first on দৈনিক আমার বাংলাদেশ.
Comments
Post a Comment