মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী
আকতার হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অরাজনৈতিক, মানবতার সংগঠন ‘মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র ২০২৫-২০২৭ কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। আজমান শহরের আল হেলিওতে আল শামসি ফার্ম হাউজে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী মীরসরাইবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছালাহ উদ্দিন হেলাল এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম সাইফ। অনুষ্ঠানে নুরুল আনোয়ারকে সভাপতি, সাইফুল ইসলাম সাইফকে সাধারণ সম্পাদক এবং নুর উদ্দিন আসিফকে সাংগঠনিক সম্পাদক করে ১৯৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। জমকালো আয়োজনে মীরসরাইয়ের প্রায় দেড় হাজার প্রবাসী ও তাদের পরিবার অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রীতিভোজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে বক্তারা মীরসরাই সমিতির মানবকল্যাণমূলক ভূমিকা তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
The post মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী appeared first on দৈনিক আমার বাংলাদেশ.
Comments
Post a Comment