Posts

Showing posts from June, 2021

[১] বিশ্ব রেকর্ড গড়া হলো না, চোখের জলে মাঠ ছাড়লেন সেরেনা উইলিয়ামস

Image
স্পোর্টস ডেস্ক : [২] চোট পেয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন আসরের সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। অর্থাৎ এবারো মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের বিশ্ব রেকর্ড স্পর্শ করা হলো না যুক্তরাষ্ট্রের এই তারকার। কোর্ট ছাড়তে হলো কাঁদতে কাঁদতে। [৩] মঙ্গলবার (২৯ জুন) আসরের প্রথম রাউন্ডে ৩৯ বছর বয়সী সেরেনার প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে শুরুতে সার্ভিস ব্রেক করে ৩-১ গেমে এগিয়ে যান সেরেনাই। কিন্তু এরপরই হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে চোট পান। [৪] তখন চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান সেরেনা। এরপর ফিরে এসে দুটি গেম হারেন। ৩-৩ অবস্থায় তিনি পড়ে যান। চেয়ার আম্পায়ার তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। কিন্তু ওই অবস্থায় তার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। তাই চোখের জলে সেন্টার কোর্টকে বিদায় জানান এ বারের ষষ্ঠ বাছাই। [৫] সাসনোভিচ দ্বিতীয় রাউন্ডের টিকিট পেলেও সেরেনার জন্য ব্যথিত, ‘সত্যিই সেরেনার জন্য খারাপ লাগছে। সে গ্রেট চ্যাম্পিয়ন। টেনিসে কখনো কখনো এমন হয়। তার জন্য শুভ কামনা। – জি নিউজ/ দেশরূপান্তর The post [১] বিশ্ব রেকর্ড গড়া হলো না, চোখের জলে মাঠ ছাড়লেন সের...

[১] করোনায় চট্টগ্রামে আরো ১০ জনের মৃত্যু

Image
সালেহ্ বিপ্লব:   বুধবার সকাল সাতটা পর্যন্ত  সর্বশেষ ২৪ ঘণ্টার করোনা আপডেট থেকে এ তথ্য জানা গেছে। বিস্তারিত আসছে The post [১] করোনায় চট্টগ্রামে আরো ১০ জনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

বুলেটিন চালু করতে যাচ্ছে ফেসবুক

Image
প্রযুক্তি ডেস্ক: নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। বুলেটিন নামের এই ওয়েবসাইটের মাধ্যমে লেখকরা ফ্রি এবং পেইড নিউজলেটার তৈরি ও শেয়ার করতে পারবেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর (বুধবার) এক অডিও চ্যাটে এসব জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম সি-নেট এক প্রতিবেদনে জানায়, লেখকদের ছোট একটি গ্রুপ নিয়ে বুলেটিনের যাত্রা শুরু করছে ফেসবুক। তবে ধীরে ধীরে এর সঙ্গে আরও লেখককে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন ওয়েবসাইট বুলেটিন সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, আমাদের লক্ষ্য হলো সৃজনশীল কাজের মাধ্যমে লাখ লাখ মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে সেই বিষয়টিতে সমর্থন দেওয়া। বুলেটিনের লেখকরা তাদের সাবস্ক্রিপশন থেকে যে আয় আসবে তার পুরোটাই রাখতে পারবেন। লেখকদের লিখিত কাজের সঙ্গে অডিও জুড়ে দেওয়ার সুযোগও দিতে পারে ফেসবুক। এজন্য প্রয়োজনীয় ফিচার আনতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের বুলেটিন ওয়েবসাইটে রয়েছে বেশ কয়েকজন উঁচুমানের লেখক। ব্যবহারকারীরা বুলেটিনে নিউজলেটার সাবস্ক্রাইব করে ওই লেখকদের কনটেন্ট পড়তে পারবেন। ফেসবুক জান...

নাটকীয় ম্যাচে সুইডেনকে হারিয়ে ইউক্রেন শেষ আটে

Image
স্পোর্টস ডেস্ক: এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে রোমাঞ্চের পাশাপাশি উত্তেজনা কম ছিল না। বড় দলগুলোর মধ্যে যেমন সেয়ানে সেয়ানে লড়াই অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়িয়েছে, তেমনি নক আউট পর্বের শেষ ম্যাচেও ছড়িয়েছে সমান উত্তেজনা। ফেভারিটদের তালিকায় না থেকেও সুইডেন ও ইউক্রেনের মধ্যে জমাট লড়াই হলো। লাল কার্ডের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে হলো ম্যাচের নিষ্পত্তি। সেখানে ১০ জনের সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ইউক্রেন। কোয়ার্টার ফাইনালে আগামী শনিবার ইউক্রেন মুখোমুখি হবে ইংল্যান্ডের। অতিরিক্ত সময়ে নেমে আসে সুইডেনের দুর্ভাগ্য। ৯৮ মিনিটে তাদের ডেনিয়েলসন প্রতিপক্ষের বেসেদিনকে পা দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সুইডেন ১০ জনের দলে পরিণত। যদিও শুরুতে রেফারি ডেনিয়েলসনকে হলুদ কার্ড দেখিয়েছেন। পরে ভিএআর দেখে লাল কার্ড প্রদর্শন করতে হয়েছে। ১০ জনের সুইডেনের ওপর চাপ বাড়িয়ে দেয় ইউক্রেন। তাতে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সাফল্য আসে। সতীর্থের ক্রস থেকে দোভবিয়েক হেডে গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন। এর আগে হাম্পডেন পার্কের নির্ধারিত ৯০ ম...

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়ে বাংলাদেশ

Image
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগযোগ ইউনিয়নের (আইটিউ) সাইবার নিরাপত্তা সূচক–২০২০ এ বাংলাদেশের অবস্থান ৫৩তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম। মঙ্গলবার (২৯ জুন) ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে। ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির বিবেচনা করে এ সূচক প্রকাশ করা হয়। এতে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ ৮১ দশমিক ২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম। প্রকাশিত ওই সূচকে জানা গেছে, বাংলাদেশ, বেনিন, রুয়ান্ডা এবং তানজানিয়ার মতো বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে, যারা শক্তিশালী সাইবার নিরাপত্তা প্রতিশ্রুতিশীল অবস্থান দেখাতে পেরেছে। আইটিইউয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ পয়েন্ট পেয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৯৯ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব এবং ৯৯ দশমিক ৪৮ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে ইউ...

কোরবানি চামড়ার ন্যায্যদাম নিশ্চিত করবে সরকার

Image
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে আসন্ন কোরবানির কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে। ন্যায্যদাম নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কাঁচা চামড়া সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে কাঁচা চামড়ার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি এবং কাঁচা চামড়া সংরক্ষণ করতে হবে। এছাড়া দাম নিয়ে কারসাজি করা হলে অপরাধী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আসন্ন কোরবানির কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও অন্যান্য বিষয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে চামড়াখাতের ব্যবসায়ীরা ও সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন কোরবানির কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে। সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে কেনার কারসাজি করা হলে অভিযুক্ত ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে। মহামারী করোনার এই সময়ে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে এবং ন্যায্যদামে চামড়া বেচাকেনায় স্টেক হোল্ডারদের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়...

আফসান চৌধুরী: ধ্যানের শক্তিতে শূন্যে বসবাস ও মৃত্যু

Image
আফসান চৌধুরী: [১] পারিবারিক ইতিহাস থেকে বুঝেছি আমার বাবার দিকের পূর্বপুরুষের নারী-কেলেঙ্কারি ছিলো কম। তবে দুয়েকটা ঘটনার উল্লেখ পাওয়া যায়। তেমনি একজন আমার দাদার চাচা লেভেলে স্ত্রী থাকতে অন্য এক মহিলাকে বিয়ে করে। একটি বিবাহিত কন্যা ছিলো তাদের। সেই লোকের বাবা তাকে জমিদারিতে নিষিদ্ধ ঘোষণা করে এবং পুত্রবধূর দায়িত্ব নেয়। [২] পুত্রবধূ এর পরপরই ঘর থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেন এবং সারাদিন নামাজ কালামে ব্যস্ত থাকতেন। এক মহিলা ছিলো যে তার দেখা শোনা করতো। এছাড়া তিনি বের হতেন না এবং কারও সঙ্গে দেখা করতেন না। মেয়ের অনেক দূরে বিয়ে হয়েছিলো, বছরে একবারের বেশি দেখা হতো না। [৩] যে মহিলা তাকে দেখতেন তিনি একদিন শশুরকে জানান যে, সেই মহিলা চিল্লায় বসে মাটি থেকে ওপরে উঠে যেতেন। অর্থাৎ তিনি ধ্যানমগ্ন অবস্থায় ভাসমান থাকতেন। তার শশুর এই কথা শুনে বিভিন্ন আলেমদের সঙ্গে দেখা করেন। তারা জানান যে, ঐশী শক্তি এসেছে তার ভেতর, এই সময় যেন কেউ ডিসটার্ব না করে। তাই বিশেষ দারোয়ান বসানো হয় গেটে। [৪] তবে কাউকে কথাটা বলা হয়নি। একদিন, অনেকদিন পর মেয়ে মাকে দেখতে এসে, মা মা করে ঘরে ঢুকে যায়। তার মা তখন সাধনার শক্তিতে ছাদের ক...

চঞ্চল চৌধুরী: স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক

Image
চঞ্চল চৌধুরী: একটা সময় পর্দায় লেখা হতো সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ বা হুমায়ুন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ বা মামুনুর রশীদের নাটক বা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ ব্লা ব্লা ব্লা…এরকম মেনে নিতে আপত্তি নেই। কারণ যার লেখা, তারই ডিরেকশান হলে এটা লেখা যায়। কিন্তু ইদানীং দেখি, দেশী বা বিদেশি ওটিটি প্লাটফর্ম গুলোতে শিল্পীর নামে লেখা হয়, অমুকের নাটক বা ওয়েব সিরিজ যেহেতু শিল্পীদেরকেই দর্শকরা বেশি চেনেন, সেই ব্যবসায়িক সুযোগ টা নেবার জন্য এরকম লেখা হচ্ছে। এবার বলুন তো, একটি নাটক বা সিনেমার মালিকানা কার? আসলে প্রডিউসারের। প্রচারের স্বার্থে যদি ডিরেক্টরের নাম যায়, তাও মেনে নেয়া যায়। যেমন গিয়াস উদ্দিনের সিনেমা ‘মনপুরা’ বা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর ‘তাকদীর’। আমি বলবো, এটা ঠিক নয়। ‘তাকদীর’ সৈয়দ শাওকী’র বা হৈ চৈ এর আমি এতে অভিনয় করেছি মাত্র। লিখলে এটুকুই লিখবেন,চঞ্চল চৌধুরী অভিনীত,‘তাকদীর’। যার যার প্রাপ্তি তার তার হোক। নাম বেঁচা বন্ধ হোক। স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক। নাটক বা সিনেমা টিম ওয়ার্ক। এটা মনে রাখলেই চলবে। ফেসবুক থেকে The post চঞ্চল চ...

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

Image
নিউজ ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- দেবহাটার পুষ্পকাটির মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)। মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে কালিগঞ্জের নলতার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। The post সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

Image
গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ভ্যান গাড়ির সংঘর্ষে আবু মিয়া (২৬) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছে। [৩] মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘায়হাটি গ্রামের মহিউদ্দিনের ছেলে। [৪] জানা গেছে, গত সোমবার বিকেলে আশুগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সিলেট অভিমুখী একটি ট্রাকের সাথে একটি ভ্যান গাড়ির সংঘর্ষ হয়। ওই সময় আবু মিয়া গুরুতরভাবে আহত হয়। পরে এক পথচারী আবু মিয়াকে উদ্ধার করে অজ্ঞাত মনে করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন। [৫] হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আবু মিয়া আশুগঞ্জ শহরে ভাঙ্গারির ব্যবসা করতেন। সারাদিন বিভিন্ন এলাকায় ভ্যান নিয়ে ঘুরে বেড়াতেন। পুরনো টেলিভিশন, সব রকমের ইলেকট্রনিকস পণ্য, বোতল, প্লাস্টিকের জিনিসপত্র, পুরাতন রড, টিন, লোহা, স্টিল ও তামার পুরাতন দ্রব্য এমনকি কাগজ সংগ্রহ করতেন। সংগ্রহ করা এসব দ্রব্যাদি বিভিন্ন কোম্পানিত...

[১] ১ জুলাই থেকে প্রয়োজন ছাড়া বের হলেই কঠোর শাস্তি

Image
আনিস তপন: [২] বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ চলাকালে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। [৩] মঙ্গলবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। [৪] তথ্যবিবরণীতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ ‘এ সময় জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ [৫] বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও এতে জানানো হয়। মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তথ্যবিবরণীতে সবাইকে অনুরোধ জানানো হয়। [৬] এর আগে গত সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদে...

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা

Image
এমএস জাহান: যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতর এই অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় (২৯ জুন) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জানা যায়, উপহার হিসেবে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে মডার্নার যে ২৫ লাখ ডোজ টিকা দেবে তা আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে আসতে পারে। যুক্তরাষ্ট্র ওই টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। The post দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

শাহাবুদ্দিন ফারুকী: আবার ক’টা দিন ঘরে থাকি

Image
শাহাবুদ্দিন ফারুকী: লকডাউন, শাটডাউন নাকি সাধারণ ছুটি। কি নামে ডাকি তোমায়। তবে যে নামেই ডাকা হোক, আসল কথা বিধিনিষেধ। ১ তারিখ থেকে সেই বিধিনিষেধটা হবে প্রকৃত অর্থেই কঠোর। ভাবার কোন কারন নেই যে এ কঠোরতা মানুষের বিরুদ্ধে, বরং নিজেকে নিরাপদ রাখতেই এ কঠোর বিধিনিষেধ। নামে যতই কঠোর হোক, কাজটা খুবই সিম্পল। এ কঠোর বিধিনিষেধ পালন করতে আপনাকে কোন কঠোর পরিশ্রম করতে হবে না। কাজ শুধু একটাই। ঘরে থাকুন। তবে যারা দিন আনে দিন খায়, তাদের জন্য টানা কতদিন ঘরে থাকা সম্ভব, সেটি একটি কঠিন প্রশ্ন। এ কঠোর বিধিনিষেধে যেহেতু সব কিছু বন্ধ থাকবে, বাইরে গিয়েও কাজ পাওয়ার সম্ভবনা কতটুকু, সেটিও একটি কঠিন প্রশ্ন। তারপরও প্রতিদিনের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাটা যেহেতু অ্যালারমিং, আবার ক’টা দিন ঘরে থাকি। সাহস রাখি আর হাসি-খুশী থাকি। পারলে অভাবগ্রস্ত নিকটজনকে সাহায্য করি। The post শাহাবুদ্দিন ফারুকী: আবার ক’টা দিন ঘরে থাকি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

Image
মাহফুজুর রহমান: [২] সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে আক্রান্ত আর মৃত্যু দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। [৩] জেলার সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১’শ ৪৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ ভাগ। [৪] এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ২’শ ২৬ জনে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ জানান, বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৮৫ জন রোগি। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়তি রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টরা। সম্পাদনা: জেরিন আহমেদ The post [১] ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] ২৫ কর ও ৫ শতাংশ জরিমানা দিয়ে আরও ১ বছর প্রশ্নহীন কালো টাকা সাদা করা যাবে

Image
বিশ্বজিৎ দত্ত: [২] ২৫ শতাংশ কর ও ৫ শতাংশ জরিমানা দিয়ে আরও একবছর কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে অর্থবিল পাশ হয়েছে। তবে যারা নতুন বিনিয়োগ করবেন তাদের ১০ শতাংশ কর দিয়ে কারো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের অর্থবিলে এই সংশোধনী আনা হয়েছে। [৩] উল্লেখ্য, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল ১০ শতাংশ হারে কর দেওয়ার শর্তে। এই টাকা বিনিয়োগে বাধ্যবাধকতা ছিল শেয়ার মার্কেট, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, জমি, ফ্লাটসহ নির্ধারিত কিছু খাতে। এই টাকার উৎস্য সম্পর্কে দেশের কোন সংস্থাই প্রশ্ন করতে পারবে না। এই বিষয়টিও বহাল রাখা হয়েছে। কলো টাকা ২৫ শতাংশ কর দিয়ে সাদা করার মতো বৈধ আয়েও করদাতারা সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কর দিয়ে থাকেন। এ নিয়ে গত প্রায় এক মাসে অনেক সমালোচনা চলেছে সংসদের ভেতরে ও বাইরে। তবে নতুন শর্ত অনুযায়ী, শেয়ার মার্কেট, ব্যাংক ও সঞ্চয় পত্র এবং হাতের নগদ টাকা সাদা করলে ২৫ শতাংশ কর দিতে হবে। এর সঙ্গে মোট করের ওপর পাঁচ শতাংশ পেনাল্টি দিতে হবে। তবে, কেউ যদি শিল্প-কারখানায় বিনিয়োগ করেন তাহলে তিনি ১০ শতাংশ কর দিয়ে এই সুযোগ...

[১] রেস্টুরেন্ট খাতে সম্ভাবনাময় এক তরুণ উদ্যোক্তা জাবের হোসেন অয়ন

Image
শরীফ শাওন : [২] বর্তমান সমাজে সবাই যেখানে চাকরির পেছনে ছুটে চলেছে, সেখানে কিছু তরুণ হয়ে উঠেছে অদম্য। যারা নিজেদের তুলে নিয়ে যেতে চায় নিজের স্বপ্নের পথে। নিজেই গড়তে চাই নিজের ভুবন। ঝুকি আছে জেনেও হয়ে উঠছেন এক একজন উদ্যোক্তা। এমন এক উদ্যোক্তা আর এম জাবের হোসেন অয়ন। [৩] অয়ন বলেন, ব্যবসা শুরুর আগে শুধু একটাই চিন্তা ছিল, আমাকে কিছু একটা করতে হবে। পরিবার থেকে সাপোর্ট পেয়েছি। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কখনো চাকরি করবো না, মানুষকে চাকরি দেবো। নিজে উদ্যোক্তা হবো। এজন্য শুরুর দিকে ছোট ছোট কিছু ব্যবসা করতাম। প্রথমে এএফসি চাইনিজ রেস্টুরেন্ট দিয়ে শুরু করি। এরপর ২০২০ সালে ড্রিম ক্যাফে শুরু করি। [৪] ড্রিম ক্যাফে সম্পর্কে বলেন, শুরু থেকেই ক্রেতা ভালো পা”িছ। আমরা চেষ্টা করি ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভালো খাবার সরবরাহ করার। আরেকটি বিষয় বলে রাখি, ড্রিম ক্যাফেতে শুধু ক্রেতা সাধারণরা খেতে আসেন না, এখানে কিডস জোন আছে, ৫টি ফটো কর্নার আছে ছবি তোলার জন্য। কিডস জোনে বা”চারা ই”েছমতো আনন্দ করতে পারে। যে কারণে সব সময় ক্রেতা সাধারণের ভিড় থাকে। [৫] ছোটবেলা থেকেই অয়নের স্বপ্ন ছিল উদ্যোক্ত হওয়ার। প্রথমে অবশ্য ঝু...

[১] রংপুর বিভাগে করোনায় নতুন শনাক্ত ৪৬৭ জন, মৃত্যু ৭

Image
আফরোজা সরকার : [২] ভারতীয় ভ্যারিয়েন্টের প্রার্দূভাবে সীমান্ত বেষ্টিত রংপুর বিভাগে করোনা সংক্রমন এবং মৃত্যুর হার প্রতিদিন বেড়েই চলেছে। এ পর্যন্ত সংক্রমণ এবং মৃত্যুর শীর্ষে অবস্থান করছে দিনাজপুর, রংপুর এবং ঠাকুরগাঁও জেলা। [৩] মঙ্গলবার এই বিভাগে সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুরে ১ জন এবং ঠাকুরগাঁও জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০২ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৫৩ হাজার ৪শ’ ২৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৫ হাাজার ৫শ’ ৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৫শ’ ১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৯ হাজার ৬শ’ ৯৩ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় ¯^াস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ১৪৪, ঠাকুরগাঁয় ১০৩, রংপুরে ৫৯, কুড়িগ্রামে ৪৩, লালমনিরহাটে ৪৩, গাইবান্ধায় ৩৩, পঞ্চগড়ে ১৯ এবং নীলফামারী জেলায় ২৩ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। [৪] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৮ হাজার ৩শ’ ৩২ জন আক্রান্ত ও ১৮২ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেল...

[১] ১৫ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Image
মাসুদ আলম : [২] গ্রেপ্তারকৃতরা হলেন- কাওছার হোসেন, শাহেদ ইসলাম ও ওমর ফারুক। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। [৩] ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, সোমবার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টর একলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্ততার করা হয়।     The post [১] ১৫ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

১ জুলাই প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় ধাপের ঋণ বিতরণ শুরু

Image
বণিক বার্তা: করোনায় সৃষ্ট আর্থিক দুর্যোগ থেকে পরিত্রাণ দিতে এখন পর্যন্ত ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। অর্থের পরিমাপে প্রণোদনা প্যাকেজের আকার ১ লাখ ২৮ হাজার কোটি টাকার বেশি। বিশাল অংকের এ প্রণোদনার মধ্যে প্রায় ১ লাখ কোটি টাকাই ঋণ হিসেবে বিতরণের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এসব ঋণের সিংহভাগ বিতরণও হয়েছে। এখন দ্বিতীয় ধাপের ঋণ বিতরণের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১ জুলাই থেকে প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় ধাপের ঋণ বিতরণ শুরু হবে। ঋণ হিসেবে বিতরণযোগ্য প্রতিটি প্রণোদনা প্যাকেজের জন্য গত বছরের এপ্রিলে পৃথক নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালায় বলা হয়েছিল, প্রণোদনা প্যাকেজগুলোর মেয়াদ হবে তিন বছর। তবে একজন উদ্যোক্তা কেবল এক বছরের জন্য স্বল্প সুদের ঋণ সুবিধা ভোগ করবেন। ঋণ বিতরণের দিন থেকে এক বছর পার হলে সে ঋণের বিপরীতে সরকার থেকে কোনো সুদ ভর্তুকি দেয়া হবে না। ঋণটি আদায় না হলে সেটি বিতরণকারী ব্যাংকগুলোর স্বাভাবিক ঋণ বলে গণ্য হবে। কেন্দ্রীয় ব্যাংকের জারীকৃত নীতিমালার আওতায় এরই মধ্যে বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য ঘোষিত ৪০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ...

মান সনদ জালিয়াতি: ৫০ কনটেইনারের চালান আটকের নির্দেশ দিলো কাস্টমস

Image
কালের কণ্ঠ: মান পরীক্ষায় ফেল করার পর সনদ জালিয়াতির মাধ্যমে বিটুমিনের চালান ছাড় করে নেওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রাম কাস্টমসে। আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড ৫০টি কনটেইনারে প্রায় এক লাখ টন বিটুমিন নিয়ে আসে। ভুয়া সনদে গতকাল সোমবার ৯টি কনটেইনার ছাড় করে নেওয়ার পর আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের জালিয়াতি ধরা পড়ে। এরপর ছাড় হওয়া ৯টিসহ পুরো চালান আটকের নির্দেশ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বিদেশ থেকে নিম্নমানের বিটুমিন আমদানি ঠেকাতে মান পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। আগে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বিটুমিনের চালান দেশে ঢোকানো হতো। কিন্তু পরীক্ষা বাধ্যতামূলক করে দেওয়ায় নানা কৌশলের আশ্রয় নিচ্ছে আমদানিকারকরা। গতকালের জালিয়াতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, ‘অর্থবছর শেষ হতে সময় মাত্র তিন দিন। আমরা রাজস্ব লক্ষমাত্রা নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন পার করছি। ঠিক সেই সময়টাই বেছে নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ সানশাইন এজেন্সি।’ তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারির মান সনদ এমন সূক্ষ্মভাবে জালিয়াতি করা হয়েছে, সাদা চোখে ...

[১] গোপনে ইসরায়েল সফরে গিয়েছেন ইমরান খানের সাবেক এক সহকর্মী

Image
নুরে অলম: [২] তবে এ খবর অস্বীকার করেছেন ইমরান খানের সাবেক বিশেষ সহকারী সাইয়েদ জুলফি বুখারি। দ্য ডন [৩] ইসরায়েল হায়মের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত বুখারি তার ব্রিটিশ পাসপোর্টের সুযোগ নিয়ে গত নভেম্বরের শেষ সপ্তাহে বেন গুরিয়ান বিমানবন্দরে যান। এ সময় পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা তিনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি পাকিস্তান সেনাপ্রধানের আলাদা একটি বার্তা তৎকালীন মোসাদ প্রধানের কাছেও দেওয়া হয়। হিন্দুস্থান টাইমস [৪] প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যে বসবাসকারী বুখারি ইসলামাবাদ থেকে বিমানে ইসরায়েলে এসেছিলেন। তিনি তেল-আবিবেও গিয়েছিলেন। আরব দেশগুলোর চাপে পাকিস্তান-ইসরাইলের মধ্যে ওই বৈঠক হয়েছিল। কিন্তু বুখারি বিষয়টি অস্বীকার করেছেন। [৫] প্রসঙ্গত, ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। ২০২০ সালের ডিসেম্বরে ইসরাইলি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছিলো মুসলিম অধ্যুষিত একটি দেশ থেকে একজন সিনিয়র পরামর্শদাতা ইসরায়েলে গোপন বৈঠকে এসেছেন। কিন্তু দু’দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ...

করোনায় সীমান্তবর্তী জেলাগুলোয় আশঙ্কাজনক হারে মৃতের সংখ্যা বাড়ছে

Image
নিউজ ডেস্ক: করোনায় মৃত ১০৪ জনের মধ্যে ৩৫ জন খুলনা বিভাগে। রাজশাহী বিভাগে সাত আর রংপুর বিভাগে নয়জন মারা গেছেন। সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। লকডাউন দিয়েও লাগাম টানা যাচ্ছে না সীমান্তবর্তী জেলার সংক্রমণ ও মৃত্যু হারে। এদিকে করোনা সংক্রমণে এপ্রিলের পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি বলছে, যেখানে সংক্রমণ হার বেশি সেখানে মৃত্যুও বেশি হচ্ছে। সীমান্তবর্তী প্রায় সব জেলায় যেখানে সংক্রমণ বেশি সেখানে মৃত্যুও বেশি হচ্ছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. রোবেদ আমিন স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন। তিনি বলেন, ‘সংক্রমণ হার যদি এভাবেই গুনতে থাকি তাহলে অচিরেই যেসব বেড খালি আছে তা আর থাকবে না। আইসিইউ বেডও পূর্ণ হতে বেশি সময় লাগবে না। এজন্য আমাদের যেসব স্থান দিয়ে বিদেশ থেকে মানুষ আসছে সেখানে হাউস ট্রেনিং করা জরুরি। তাহলে অনেক বেশি উপকার পেতে পারি।’ গতকাল স্বাস্থ্য অধিদফতরসূত্রে জানা যায়, ঢাকা বিভাগে ২৭, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে সাত, খুলনায় ৩৫, বরিশালে দুই, রংপুরে নয় ও ময়মনসিংহে পাঁচজন মারা গেছেন। তবে আমাদের নিজস্ব প্রতিবেদক সামছুজ্জামান শাহীন জানিয়েছেন, গত ২৪ ঘণ্ট...

ভালো নেই কবির সুমন, বাড়ানো হয়েছে অক্সিজেনের মাত্রা

Image
নিউজ ডেস্ক: রবিবার রাতে শরীরের যে পরিস্থিতি নিয়ে ভর্তি হয়েছিলেন, বর্তমানে তাঁর থেকে অনেকটাই ভাল রয়েছেন কবির সুমন। হাসপাতাল সূত্রে খবর, খ্যাতনামা গায়ক তথা তৃণমূলের প্রাক্তন সাংসদের করোনা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে চিকিৎসকদের। আপাতত ন্যাজাল ক্যানাল লাগানো রয়েছে তাঁর। খুবই আস্তে আস্তে কথা বলছেন তিনি। বর্তমানে তাঁর দেহে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৬ শতাংশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই একবার কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল কবির সুমনের। তাঁর আপার রেসপিরেটরি ট্র্যাকে সংক্রমণ রয়েছে। এ দিন তাঁর বুকের সিটি স্ক্যান করা হলে তার রিপোর্টে দেখা যায়, প্রবীণ গায়কের সিওপিডির সমস্যা রয়েছে। সেই চিকিৎসাই এখন চালানো হচ্ছে হাসপাতালের তরফে। তবে শ্বাসকষ্টের সমস্যা এখনও রয়েছে। সন্ধ্যার পর বাড়ানো হয়েছে অক্সিজেনের মাত্রা। বর্তমানে তাঁকে প্রতি মিনিটে ৬ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, এ দিন রাতে তাঁকে সুজি গলিয়ে খাওয়ানো হয়। কবির সুমন নিজে সন্দেশ খাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন। উল্লেখ্য, সোমবার বিকেলেই অসুস্থ কবির সুমনকে দে...

[১] ভালোবেসে ঘর ছেড়ে আইসক্রিম বিক্রেতা থেকে হলেন পুলিশ কর্মকর্তা

Image
নুরে আলম: [২] অল্প বয়সে ভালোবাসার মানুষকে বিয়ে করে ঘর ছাড়েন অ্যানি। পরিবারের সদস্যরাও দূরে সরিয়ে দেন তাকে। ইন্ডিয়া টাইমস [৩] এক সন্তান হওয়ার পরে স্বামীও ছেড়ে চলে যায় অ্যানির। পরিবার থেকে বিতাড়িত হওয়ার জন্য ফিরতে পারেননি তাদের কাছে। [৪] জীবন চালাতে লেবুর শরবত, আইসক্রিম, হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি শুরু করেন। এভাবে একযুগ কঠোর পরিশ্রম করে অবশেষে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হন তিনি। কেরালা পুলিশে যোগ দেন অ্যানি। [৫] অ্যানি শিবার বয়স ৩১ বছর।গণমাধ্যমকে নিজের সাফল্যের গল্প শুনিয়েছেন অ্যানি। তিনি জানিয়েছেন, পদোন্নতি পেয়ে আমি কেরালার ভালকারা থানায় দায়িত্ব পেয়েছি। এখানেই আমার সংগ্রামের শুরু। এটা সেই জায়গা যেখানে আমি ছয়মাস বয়সী সন্তানকে নিয়ে দিনের পর দিন কাঁদেছি। কেউ ছিল না আমাকে সহায়তা করার মতো। [৬] জীবিকার প্রয়োজনে ভালকারা শিবগিরি আশ্রমে আমি ছোট একটা দোকান দেই। সেখানে আমি লেবুর শরবত, আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন হাতের তৈরি জিনিসসহ অনেক ছোটখাট ব্যবসা করার চেষ্টা করেছি। কিন্তু কোনোটাই সফলতার মুখ দেখেনি।তখন এক ব্যক্তি আমাকে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য টাকা দেন। তিনিই আমাকে পুলি...

[১] সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৩০

Image
নুরে আলম: [২] সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত গালমুদুগে রাজ্যর একটি শহরে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় এই ঘটনা ঘটেছে। রয়টার্স [৩] সোমালিয়া সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আওয়াল জানান, হামলায় আল-শাবাবের সদস্যরা দুটি গাড়ি বোমা ব্যবহার করেছে। পরে এই জঙ্গিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ হয়। লড়াইয়ে ১৭ সৈন্য ও ১৩ বেসামরিকসহ মোট ৩০ জন নিহত হয়েছেন বলে আওয়াল জানিয়েছেন। [৪] এদিকে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব নিজেদের পরিচালিত রেডিও আল-আনদালুসে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। তারা বলে, এই বন্দুকযুদ্ধে সোমালিয়ার সরকারি বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। [৫] উল্লেখ্য, সোমালিয়ায় ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় জঙ্গিগোষ্ঠী শাবাব। সোমালিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে দেশটিতে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি এই জঙ্গিগোষ্ঠীটি। The post [১] সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৩০ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

৩ হাজার কিলোমিটারের বেশি সড়ক নাজুক, খারাপ বা খুব খারাপ: সওজের সমীক্ষা

Image
নিউজ ডেস্ক: গত বছরের তুলনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে থাকা সড়কের অবস্থার কিছুটা উন্নতি হলেও, এখনো তিন হাজার কিলোমিটারের বেশি সড়ক ‘নাজুক, খারাপ বা খুব খারাপ’ অবস্থায় আছে বলে সওজের এক সমীক্ষায় জানা গেছে। বেহাল দশায় থাকা এ তিন হাজার কিলোমিটার সড়ক সওজের মোট সড়কের ১৬ দশমিক ২৬ শতাংশ। মেইনটেনেন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন নিডস রিপোর্ট ২০২১-২২ এর তথ্য অনুযায়ী, বর্তমান অর্থবছরে এগুলো মেরামত করতে প্রায় ১৫ হাজার ৬০৬ দশমিক ছয় কোটি টাকা প্রয়োজন হবে। কিন্তু, সরকার বাজেটে এ বাবদ তিন হাজার ১১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা প্রয়োজনীয় অর্থের প্রায় পাঁচ ভাগের একভাগ মাত্র। তার ওপর, এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সারাদেশের সব সড়ক ও সেতু মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ। ফলে জরাজীর্ণ সড়ক, বিশেষ করে জেলা পর্যায়ের জরাজীর্ণ সড়কগুলোর অবস্থা আরও খারাপের দিকে যাবে বলে মনে করছেন সওজের প্রকৌশলীসহ বিশেষজ্ঞরা। কারণ, তহবিল সংকট থাকায় মেরামতের ক্ষেত্রে এসব সড়ক অগ্রাধিকার পাবে না। সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হিসেবে ধরা হয় সড়কের বেহাল দশাকে। আর এ বেহাল অবস্থার জন্য অতিরিক্ত পণ্যবাহী পরিবহন , জলাবদ্ধতা ও দুর্বল নির্মাণ কাজকে ...

জলবিদ্যুৎ আনতে আগামী মাসে নেপালের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

Image
নিউজ ডেস্ক: নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আগামী মাসে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তির খসড়াও তৈরি করা হয়েছে। এর আগে সরকার নেপালের সঙ্গে জলবিদ্যুৎ আমদানির জন্য এমওইউ সই করে। এর ফলে নেপালের জলবিদ্যুৎ খাতে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে নেপালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছিলেন। নেপাল ও ভুটানে এই অর্থ বিনিয়োগ করা গেলে দেশের বাইরে বিদ্যুৎ খাতে এটি বাংলাদেশের প্রথম বিনিয়োগ হবে। এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ভারতীয় কোম্পানি জিএমআর-এর সঙ্গে যে চুক্তি করা হয়েছে, তার ভিত্তিতে ওই কোম্পানিটি ভারতে সঞ্চালন লাইন নির্মাণ করছে। আমরা এখন নেপালের সঙ্গে যে চুক্তি করছি, তা বিদ্যুৎ আমদানির, ভবিষ্যতে বিদ্যুৎ রফতানির চুক্তি করবো। ২০১৬ সালের ডিসেম্বর মাসে নেপালের জ্বালানি মন্ত্রী জনার্দন শর্মা ঢাকা সফরে আসেন। ওই সময়ের আলোচনায় নেপাল-বাংলাদেশ জলবিদ্যুৎ উৎপাদনের বিষয়টি চূড়ান্ত করা হয়। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং গত মার্চে বাংলাদেশে এলে সেখানে জলবিদ্যুৎ নির্মাণের প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে করোনাকালীন বিষয়টি খুব বেশ...

[১] চলনবিলে সিংড়ায় ২টি করোনা বুথ স্থাপন

Image
জাকির আকন : [২] চলনবিলের মহামারী করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষ ও পথচারীদের সুরক্ষা এবং জনসচেতনতার লক্ষ্যে সোমবার (২৮ জুন) নাটোরের সিংড়ায় উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। [৩] স্থানীয় সাংসদ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়। সোমবার বেলা ২টায় সিংড়া বাসষ্ট্যান্ড ও জয়বাংলা মোড়ে দুটি বুথ স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সামিরুল ইসলাম। করোনা প্রতিরোধক এই বুথে হাত পরিস্কার সহ পুরাতন মাস্ক রেখে বিনা মুল্যে নতুন মাস্ক নেওয়ার সু-ব্যবস্থা আছে। [৪] উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সাংবাদিক সহ আরও অনেকে। The post [১] চলনবিলে সিংড়ায় ২টি করোনা বুথ স্থাপন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] ফাইলে সই না করায় অফিস ভাঙচুর করল ইউপি চেয়ারম্যান!

Image
রিংকু কুমার রায়: [২] কাজ না করেই ফাইলে সই করতে না চাইলে কর্মকর্তার অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলী। আবু বক্কর সিদ্দিক মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান-সিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান। [৩] ঠিকঠাক মতো কাজ না করেই রোববার (২৭ জুন) তিনি হতদরিদ্রদের কাজের (ইজিপি) টাকা উত্তোলনের ফাইলে জোর করে সই নিতে আসবাবপত্র ভাঙচুর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বরাবর রোববার লিখিত অভিযোগ করেছেন পাট কর্মকর্তা মোহাম্মদ আলী। [৪] তাঁর লিখিত অভিযোগে উল্লেখ্য, গত রোববার অসুস্হ অবস্থায় উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক অফিসে ঢুকে ইজিপিপি’র কাজের ফাইলে সই নেয়ার জন্য চাপ দেয়। কিন্তু ওইসব কাজ ঠিকমতো করা হয়নি। কোনো কোনো রাস্তা শ্রমিক না নিয়ে এসকেভটর দিয়ে মাটি কাটা হয়েছে। ফলে এসব অবৈধ ফাইলে সই দিতে অসম্মতি জানান ওই কমর্কতা। এতেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে অফিসে থাকা চেয়ার ভাঙচুর ক...

[১] ব্রাজিলের জয়রথ থামিয়ে টিকে থাকলো একুয়েডর

Image
স্পোর্টস ডেস্ক : [২] ব্রাজিলের গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘বি’ গ্রুপে ব্রাজিল ও একুয়েডর ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। দুই দলের অবস্থান পয়েন্ট টেবিলের দুই প্রান্তে। ব্রাজিল আগেই নিশ্চিত করেছে কোয়ার্টার-ফাইনাল। অন্য দিকে একুয়েডরের সামনে শঙ্কা ছিটকে যাওয়ার। তাই সাধ্যের সবটুকু দিয়েই শুরু থেকে লড়াই করলো দলটি। থামিয়ে দিল ব্রাজিলের জয়রথ। [৩] ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে একুয়েডরের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল। [৪] নেইমার-কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের সঙ্গে একুয়েডর লড়াই করে সমানে-সমান। আগেই শীর্ষ স্থান নিশ্চিত করা ব্রাজিল ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। [৫] একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারানো পেরু ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। ৪ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই একুয়েডর। ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিল ভেনেজুয়েলা। – গোল ডটকম/ বিডিনিউজ The post [১] ব্রাজিলের জয়রথ থামিয়ে টিকে থাকলো একুয়েডর appeared first on বিডি২৪ট...

[১] ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি বাস স্টপেজে!

Image
রাশিদুল ইসলাম : [২] রাশিয়ার ক্রিমিয়া উপকূল অতিক্রমকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডার-এর তথ্য সম্বলিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি কেন্টের একটি বাস স্টপেজে পাওয়া গেছে। এসব নথির একটিতে ক্রিমিয়া উপকূল অতিক্রমের সময় রাশিয়া সম্ভাব্য কী প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তা বর্ণনা করা হয়েছে। প্রেসটিভি [৩] অন্য একটি নথিতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে সম্ভাব্য ব্রিটিশ সেনা উপস্থিতির বিশদ বিবরণ দেয়া হয়েছে। ব্রিটিশ সরকার বলছে, গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। [৪] ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মন্ত্রণালয়ের একজন কর্মী নথি হারিয়ে যাওয়ার বিষয়ে রিপোর্ট করেছিল। ওই মুখপাত্র এর বেশি আর কিছু বলতে অস্বীকৃতি জানান। [৫] ৫০ পৃষ্ঠার এই গোপন সামরিক নথি গত মঙ্গলবার ব্রিটেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেন্ট শহরের একটি বাস স্টপেজের পেছনে পাওয়া যায়। এসব নথি খুঁজে পাওয়া ব্যক্তি যখন বুঝতে পারেন এগুলো গোপন কাগজপত্র তখন তিনি বিবিসিকে ফোন করেন। নথিগুলো যাচাই করে বিবিসি বুঝতে পারে এগুলো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের...

[১] শ্রীলঙ্কা ক্রিকেটের খুবই খারাপ দিন যাচ্ছে, টুইটারে জয়াসুরিয়া

Image
স্পোর্টস ডেস্ক : [২] ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি ক্রিকেট। কোনো ফরম্যাটেই ভালো সময় কাটছে না শ্রীলঙ্কার। টেস্ট চ্যাম্পিয়নশিপও শেষ করেছে তলানীতে থেকে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে হবে বাছাইপর্ব। [৩] সব মিলে বেশ বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ’৯৬ বিশ্বকাপ জয়ী দলটি। দলের অভিজ্ঞদের ছাঁটাই করা থেকে নতুন অধিনায়ক। তবুও নেই পারফরম্যান্সের পরিবর্তন। সবশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলটা ইংল্যান্ড সফর করছে এখন। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। [৪] আর এটা বেশ পুড়িয়েছে লঙ্কানদের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সানাথ জয়সুরিয়াকে। টি-টোয়েন্টি সিরিজে দল হোয়াইটওয়াশ হবার পর টুইটে জয়সুরিয়া লিখেছেন, খুবই খারাপ দিন শ্রীলঙ্কা ক্রিকেটের। বর্তমান সময়টা খুব কঠিন। আ,অরা চাই, এখনই ক্রিকেটকে বাঁচাতে কঠিন পদক্ষেপ। [৫] এর আগে বাংলাদেশের কাছে তিন ওয়ানডের সিরিজে ২-০ ব্যবধানে হারের পর জয়সুরিয়া বলেন, আমি একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ায় বাংলাদেশের কাছে প্রথমবার সিরিজ হার মেনে নিতে কঠিন হয়ে যাচ্ছে। জাতীর সম্মান ঝুঁকিতে রয়েছে, শেয ম্যাচ লড়াই চালাও ছেলেরা।   The post [১] শ্রীলঙ্ক...

[১] নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক

Image
স্পোর্টস ডস্ক : [২] অনেক চেষ্টা করেও পারলো না নেদার ল্যান্ডস। ১১ জনের বিরুদ্ধে ১০ জন নিয়ে লড়ে হারতেই হলো তাদের। রোববার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে চেক রিপাবলিক। তমাস হোলেস প্রথমে এগিয়ে দেন দলকে। পরে ব্যবধান দ্বিগুণ করেন পাত্রিক শিক। [৩] ৫৫ মিনিটে ম্যাথিয়াস দি লিখটের লাল কার্ডে এলোমেলো নেদারল্যান্ডস আর গুছিয়ে উঠতে পারেনি। দি লিখট লাল কার্ড দেখেন ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করে। রেফারি ভিএআরে দেখে সিদ্ধান্ত জানান। এর ১৩ মিনিটের মাথায় গোল হজম করেন নেদারল্যান্ডস। তমাস হোলেস বল জালে জড়ান। ৮০ মিনিটে তার এসিস্ট থেকেই ব্যবধান ২-০ করেন শিক। [৪] আধ ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলা নেদারল্যান্ডস এর আগে সুযোগ তৈরি করেছে বেশ ক’টি। কিন্তু কাজে লাগাতে পারেনি কোনোটাই। প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করে চেক রিপাবলিকও। কোনো মতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। শেষ আটে শনিবার ডেনমার্কের মুখোমুখি হবে চেক রিপাবলিক। – গোল ডটকম The post [১] নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক appeared firs...

লকডাউনে ঢাকা ছাড়ার হুড়োহুড়িতে বাড়ছে করোনা সংক্রমণ

Image
নিউজ ডেস্ক: লকডাউনের খবরে আবারও ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে। দুই দিন ধরেই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক বা পিকআপে চড়ে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। লকডাউনে আশপাশের জেলাগুলো থেকে রাজধানী বিচ্ছিন্ন থাকায় ঢাকার প্রবেশপথগুলো হেঁটে বা রিকশায় পার হয়ে উঠছেন এসব যানবাহনে। এর পর গাদাগাদি করে বারবার যানবাহন বদলে ফিরছেন বাড়িতে। ঘরমুখো এ যাত্রায় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। ঢাকা ছাড়ার এই হুড়োহুড়িতে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত ঈদেও লকডাউনের মধ্যে একইভাবে ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ। মানুষের চাপে গাড়ি উঠতে না পারায় শুধু যাত্রী নিয়েই পদ্মা পাড়ি দেয় ফেরি। ঘরমুখো মানুষের এই হুড়োহুড়িতে জুন-জুলাইয়ে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে তখন শঙ্কা প্রকাশ করেছিলেন জনস্বাস্থ্যবিদরা। সেই শঙ্কাই এখন বাস্তবে রূপ নিয়েছে। শনাক্ত হার ৭ শতাংশ থেকে বাড়তে বাড়তে ২২ শতাংশ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হয়েছে দেশ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, গত ঈদুল ফিতরের পর থেকেই দেশে...

[১] আগস্টে ‘বায়োপিক’ সিনেমার শুটিংয়ে ফিরছেন পরীমনি

Image
নিউজ ডেস্ক: [২ে] সময়ের সব প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়াই জীবন। কোনোকিছুতেই গতিশীল সময় থেমে থাকে না। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও ঘুড়ে দাঁড়াবেন সম্প্রতি তার সঙ্গে ঘটে যাওয়া আলোচিত ঘটনার ঝড়-উত্তাপ কাটিয়ে এই প্রত্যাশা ভক্তদের। [৩] শিগগিরই হয়তো আবারও লাইট-ক্যামেরার টানে শুটিংয়ে ফিরবেন পরী। তবে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেল, আগামী ১ আগস্টে সিনেমার শুটিং শুরু করবেন এই নায়িকা। সঞ্জয় সমাদ্দারের ‘বায়োপিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এ খবর পুরনো। ছবিটিতে তার নায়ক সিয়াম। [৪] দেশের একটি নামি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ছবিটির জন্য সিয়াম ও পরী গেল মার্চ মাসে চুক্তিবদ্ধ হন। এরপর থেকেই চলছে এ ছবির শুটিংয়ের প্রস্তুতি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের প্রথম দিন থেকেই এর ক্যামেরা চালু হবে। ঢাকাসহ দেশের নানা লোকেশনে ‘বায়োপিক’র দৃশ্যায়ন হবে বলে নিশ্চিত হওয়া গেছে। [৫] সিয়াম-পরী জুটিকে সর্বপ্রথম পর্দায় দেখা যায় ‘বিশ্বসুন্দরী’ সিনেমাতে। চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ছবির গানগুলো পেয়েছে জনপ্রিয়তা। আশা করা যাচ্ছে, নতুন সিনেমা দিয়ে প্রথম ...

বাবা আমাকে পানি খাওয়ান, পরানডা বারাইয়া যায়

Image
সুজন কৈরী: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু পথযাত্রী আহত এক বৃদ্ধের আবেদন বাবা আমাকে বাঁচান , আমাকে একটু পানি খাওয়ান। সারা শরীরে রক্ত, মনে হচ্ছে রক্ত সাগরে মাত্র ই ডুব দিয়ে উঠেছেন। আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম কি করবো ভেবে পাচ্ছিলাম না। লোকটার একটি হাত আমি ধরলাম এবং পাশেই একটা বেসরকারি হাসপাতাল সেদিকে ছুটলাম, লোকটা হাঁটতে পারছেনা হাঁটু ভেঙ্গে বসে পরে বলল “বাবা আমাকে পানি খাওয়ান পরানডা বারাইয়া যায়”। বৃদ্ধের এই আর্তনাতে আমি সত্যি র্নিবোধ হতোবাগ হয় কোথায় পাব পানি ভেবে পাচ্ছি না। এরকম অবস্থায় তাকে ফেলে আমি যেতেও পারছি না। হঠাৎ আরও তিন চার জন মানুষ ছুটে আসলে আমিও চিৎকার করে আবেদন করা শুরু করলাম যে পানি পানি পানি তবে কেউ পানি নিয়ে আসছে না। তখন আমার মনে পরে দোকানে পানি পাব কিছুদূর দৌড়ে গিয়ে একটি দোকান থেকে আধা লিটার পানির বোতল নিয়ে আসলাম, বোতলের মুখ খুলে আমি পানিটা খাওয়ালাম আহত ওই বৃদ্ধকে। পুরো পানি খেয়ে বৃদ্ধ বলে উঠল, আল্লাহ তোমার ভাল করুক বাজান। আমি সকলের নিকট আবেদন করতে লাগলাম সবাই ধরাধরি করে একটু হাসপাতালের দিকে নিয়ে চলেন। এর মধ্যেই তিন চার জন...

[১] মোহনগঞ্জে যুবতীকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করলো থানা পুলিশ

Image
রিংকু কুমার রায়: [২] নেত্রকোণার মোহনগঞ্জে ৯৯৯ নম্বরে কল পেয়ে পলি আক্তার (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে গভীর রাতে নির্জন রাস্তা থেকে উদ্ধার করার ৩ দিন পর অনুষ্ঠানিকভাবে আজ রবিবার বিকেলে মেয়েটিকে তার পরিবারের হাতে তোলে দিয়েছে মোহনগঞ্জ থানা পুলিশ। [৩] শুক্রবার রাত ২টার দিকে উপজেলার মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের গাড়াউন্দ নামক এলাকায় ওই মেয়েটিকে একা ঘুরাফেরা করতে দেখে জনৈক এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করলে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। তবে পুলিশ মেয়েটিকে উদ্ধার করার পর থেকেই তার কাছ থেকে নাম ঠিকানা পরিচয় কিছুই জানতে পারেনি। রোববার সকালে পুলিশ মেয়েটিকে ট্রলার যোগে উপজেলার গাগলাজুর বাজারে নিয়ে গেলে সোনাবানু (৬০) নামে এক নারী মেয়েটি চিনতে পেরে মেয়েটির পরিবারের লোকজনদেরকে খবর দিলে তারা ওইদিন বিকেলে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে থানায় আসার পর আনুষ্টানিকভাবে পুলিশ মেয়েটিকে তার পরিবারের হাতে তোলে দেয়। [৪] পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গাগলাজুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে পলি আক্তারদের চার বোনের মধ্যে পলি সবার ছোট। তার অন্য তিন ...

যশোরে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৩ গরু ব্যবসায়ীসহ নিহত ৪

Image
জাহিদুল কবির: ট্রাকায় চাকায় পিষ্ঠ হয়ে চট্টগ্রামের তিন গরু ব্যবসায়ীসহ চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক ব্যবসায়ী। রোববার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি চট্টগ্রামের মুরাদনগর এলাকার বাসিন্দা। নিহত প্রাইভেট চালকের পরিচয় পাওয়া যায়নি। এসময় আহত গরু ব্যবসায়ী শাহাবুদ্দিন (৩০) চট্টগ্রামের বটতলার আকাশইন গ্রামের জহির আহমেদের ছেলে। পুলিশ জানায়, রোববার চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী যশোর থেকে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৫-৭০৫৪) নিয়ে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৯২৬৭) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালকসহ ৩ জন এবং যশোর হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘গরুব্যবসায়ীরা প্রাইভেটকার নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চারজন নিহত...

এম আমির হোসেন: দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে

Image
এম আমির হোসেন: স্মৃতি রোমন্থন করে সুখ পাওয়ার জন্য কিংবা দুঃখ-বিলাসিতা করার জন্য হলেও জীবনে একটা লেভেলের সাফল্য লাগে। হোক তা বৈষয়িক সাফল্য বা সৃষ্টির সাফল্য কিংবা খ্যাতিলাভের সাফল্য। হাসন রাজা প্রাসাদে বসেই বুঝেছিলেন, ‘ঘর-বাড়ি ভালা না আমার’! শোনা যায়, লালন ফকিরের মৃত্যুর পর তাঁর ঘরে নগদ আড়াই হাজার টাকা পাওয়া গিয়েছিল, যা সেই সময়ে পরিমাণে কম ছিলো না। এটা কি ‘জাতে মাতাল তালে ঠিক’ অবস্থা? আমি তা মনে করি না। সাফল্যহীন জীবন মূলত হতাশার জীবন। হতাশ মানুষের ভাবনা তার হতাশাকে কেন্দ্র করেই ঘূর্ণি খেতে থাকে। হতাশ মানুষের সৃষ্টি মূলত তার হতাশারই বিলাপ। শিল্প-সাহিত্য মানে কেবল ডিপ্রেশড মানুষের বিলাপ নয়। তাই মোটামুটি মানের হলেও জীবনে সাফল্যের একটা পথ খুঁজুন। কর্মজীবনের সাফল্য, সৃষ্টির সাফল্য কিংবা খ্যাতিপ্রাপ্তির সাফল্য যা-কিছু হোক একটা কিছু খুঁজে নিন। একবারের জন্যই এই মানবজন্ম। যা করার তা করতে হবে এক জীবনেই, তা-ও আবার বয়স থাকতে থাকতে। সুস্থ থাকা অবস্থাতেই তা করার চেষ্টা করুন। শরীর বিগড়ে গেলে তো সব শেষ! দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে। ক্রমাগত দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকলে...

রাজধানীর মগবাজারে বিস্ফোরণ ঘটনায় ৬০ জনের বেশি আহত: ফায়ার ডিজি

Image
সুজন কৈরী: মগবাজার ওয়ারলেস এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে ৬০ জনের বেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন। কিভাবে এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন আগামী সাত কার্যদিবসের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর মহাপরিচালক সাজ্জাদ হোসাইন বলেন, ৭টা ৩৪ মিনিটে আমরা খবর পাই। আমাদের টিম এখানে আসে। এটি একটি তিন তলা বিল্ডিং। এর নিচতলায় ফাস্টফুডের দোকান, দ্বিতীয় তলায় সিঙ্গারের একটি গোডাউন ছিল। বিস্ফোরণের কারণটা আসলে কি তা প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। বিস্ফোরণের কারণ জানতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। ভবনটি আগে থেকেই ঝুকিপূর্ণ ছিল কিনা এবং ঘটনাটি কোনো ধরনের নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান, তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে। তিনি বলেন, ‘আমরা কোন বড় এভিডেন্স পাইনি। আমারা ধারণা করছি, গ্যাস বা এ জাতীয় কোনো কিছুর মাধ্যমে বিস্ফোরণ ঘটতে পারে। আমরা পরীক্ষা করছি। আসলে এখানে কি ঘটেছিল তদন্ত করার পরে আমর...

সিনহা হত্যা মামলা: সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামীকে আদালতে হাজির করা হয়েছে

The post সিনহা হত্যা মামলা: সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামীকে আদালতে হাজির করা হয়েছে appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] ইংলিশদের কাছে লঙ্কানরা হোয়াইটওয়াশ

Image
স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশদের বিরুদ্ধে একটি ম্যাচও জিততে পারলো না শ্রীলঙ্কা। এক এক করে তিনটি ম্যাচই হেরে হোয়াইটওয়াশ হওয়ার অপবাদ নিয়ে মাঠ ছাড়তে হলো লঙ্কানদের। [৩] শনিবার (২৬ জুন) রাতে সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটি ৮৯ রানে জিতে নেয় ইংলিশরা। ফলে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেতে হয় সফরকারী শ্রীলঙ্কাকে। ১৮১ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু দলটি ১৮.৫ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায়। বিনুরা ফার্নান্দো সর্বোচ্চ ২০ ও ওসাদা ফার্নান্দো ১৯ রান করেন। ইংলিশদের পক্ষে ডেভিড উইলি ২৭ রানে সর্বাধিক ৩ উইকেট নেন। স্যাম কারেন ২ উইকেট নিয়েছেন ১৪ রান খরচায়। [৪] এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড দারুণ শুরু পায় দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের ব্যাটে। ১১.৪ ওভারে ১০৫ রান যোগ করেন দুজন। ৫১ রান করা বেয়ারস্টোকে ফিরিয়ে জুটি ভাঙেন ইসুরু উদানা। বেয়ারস্টোর ৪৩ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। [৫] এরপর অবশ্য হঠাৎ ধস নামে ইংল্যান্ড ইনিংসে। দুশমন্ত চামিরার ছোবলে ১৬ থেকে ১৯ ওভারের মধ্যে ১৯ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এর মধ্যে ছিলেন সর্বোচ্চ ৭৬ রান করা মালানও। ১৯তম ওভারে ফের...

প্রতি সিনেমায় কত টাকা আয় করেন ‘বাহুবলী’খ্যাত প্রভাস?

Image
বিনোদন ডেস্ক: ভারতের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা ‘বাহুবলী’। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। দেশে বিদেশে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে এই সিনেমার দুটি কিস্তির আয়। সেই প্রভাস প্রতি সিনেমায় কত টাকা আয় করেন? এই কৌতুহল তার ভক্ত মাত্রই আছে। ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রে জানা যায়, প্রতি সিনেমায় ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন প্রভাস। সঙ্গে নেন সিনেমার লাভের ১০ শতাংশও। অর্থাৎ, কোনো সিনেমা ১০০ কোটি টাকা লাভ করতে পারলে প্রভাস নেন ১০ কোটি! ভারতে দ্বিতীয় দফার লকডাউন শেষ হতেই নতুন সিনেমা ‘রাধে শ্যাম’র শুটিং শুরু করে দিয়েছেন অভিনেতা প্রভাস। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে পূজা হেজকে। ২৫ জুন হায়দরাবাদে শুরু হয়েছে ছবির শেষ দফার শুটিং। এই খবর সামনে আসতেই খুশির জোয়ার প্রভাসভক্তদের মনে। সারা দিন তাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকল #RadheShyam, #Prabhas এবং #Pooja হ্যাশট্যাগগুলো। তারা অনেকদিন ধরেই অপেক্ষা করে আছেন ছবিটির জন্য। এ অভিনেতাকে আগামীদিনে দেখা যাবে আরও দুটি বিগ বাজেটের সিনেমায়। সেগু...

[১] এভিন লুইস ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

Image
স্পোর্টস ডেস্ক :[২] দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি- টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করলো ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ঝড়ে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬১ রানের লক্ষ্য মাত্র ১৫ ওভারেই টপকে গেল দলটা। ৮ উইকেটের বড় জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো ক্যারিবীয়দের। [৩] শনিবার (২৬ জুন) রাতে গ্রেনাদার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। নির্ধারিত ওভারে প্রোটিয়ারা ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। সেটা রাসি ফন ডার ডুসেনের সৌজন্যে। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন তিনি। [৪] এছাড়া কুইন্টন ডি কক ২৪ বলে ৩৭ ও অধিনায়ক তেম্বা বাভুমা ২০ বলে ২২ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন ফাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো। [৫] জবাব দিতে নেমে লুইস তাণ্ডব শুরু করেন। তাতে মাত্র ৪ ওভারেই দলীয় ৫০ রান পেয়ে যায় উইন্ডিজ। লুইস ২২ বলে ফিফটি পূরণ করেন। আন্দ্রে ফ্লোচারের সঙ্গে ৭ ওভারেই যোগ করেন ৮৫ রান। [৬] ফ্লেচার ১৯ বলে ৩০ রান করে রান আউট হন। ১২তম ওভারে লুইস যখন ফেরেন, ক্যারিবীয়দের দলীয় রান তখন ১২৪। তাবরাইজ সামসির শিকার হওয়ার আগে ৩৫ বলে ৭১ রান করে...

[১] কোহলিদের দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ

Image
স্পোর্টস ডেস্ক : [২] সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে ঘোষিত হল আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি। আবার কবে মুখোমুখি হবে কোহলি ও উইলিয়ামসন? [৩] মহামারীর জেরে চলতি বছরের শুরুতে বিঘ্ন ঘটলেও আগস্ট থেকে ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট দিয়েই দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে। ট্রেন্ট ব্রিজে পাঁচ টেস্টের সিরিজ শুরু ৪ আগস্ট। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই আবার স্থগিত হওয়া আইপিএলে ব্যস্ত হয়ে যাবেন ক্রিকেটাররা। [৪] চলতি বছর করোনার জেরে স্থগিত আইপিএল শুরু সেপ্টেম্বরেই। অক্টোবরে সেই টুর্নামেন্টে ইতি ঘটলেই বসবে টি-২০ বিশ্বকাপের আসর। তারপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোহলি অ্যান্ড কোং। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। ডিসেম্বর–জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার গিয়ে তিনটি টেস্ট খেলবে ভারত। [৫] এরপর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২০২২ সালের মাঝামাঝি আবার বর্ডার–গাভাসকর ট্রফিতে সম্মুখ সমরে ভারত–অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ...

[১] উইম্বলডনের পরেই অলিম্পিক নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন রজার ফেডেরার

Image
স্পোর্টস ডেস্ক : [২] ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হতে চলেছে এই বছরের অলিম্পিক উৎসব। বর্তমান পরিস্থিতিতে বহু তারকা অ্যাথলিটই এইবারের অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই দলে সামিল টেনিস তারকারাও। [৩] রাফায়েল নাদাল এবং ডমিনিক থিয়েম আগেই টোকিও অলিম্পিকে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। চোট আঘাতে জর্জরিত ফেডেরার এই বছর এখনও অবধি মাত্র আটটি ম্যাচই খেলেছেন। চোটের কথা মাথায় রেখেই জিতেও রোলাঁ গারো থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। সকল অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি নাদালদের পথেই হাঁটতে চলেছেন ফেডেরার? [৪] ফেডেরার জানান, আমি যদি এখানে খুব ভাল বা খুব খারাপ খেলি, তবে নিঃসন্দেহে তার প্রভাব এই গ্রীষ্মে আমার সিদ্ধান্তের ওপর পড়বে। এখনও আমি আশা করছি যে অলিম্পিক্সে অংশ নিতে পারব। যতগুলি সম্ভব টুর্নামেন্টে খেলাই আমার লক্ষ্য। তবে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আগে উইম্বলডন শেষ করে তারপরেই আমরা সকলে মিলে ভবিষ্যতে কী করা সম্ভব-অসম্ভব এই নিয়ে আলোচনায় বসব। – হিন্দুস্তানটাইমস The post [১] উইম্বলডনের পরেই অলিম্পিক নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন রজার ফেডেরার appeared first on বিডি২৪টাইম.কম...

ড্রাগন চাষে সফলতা অর্জন

Image
নিউজ ডেস্ক: কাজের প্রতি আন্তরিকতা থাকলে যেকোনো কাজে সফলতা পাওয়া যায়, তা প্রমাণ করেছেন সুরত আলী নামে ঝিনাইদহের এক ফলচাষি। চাষ শুরুর মাত্র চার বছরে পেয়েছেন সফলতা। তিনি জেলার কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর গ্রামের মৃত মনিরুদ্দীন মন্ডলের ছেলে। সুরত আলী বলেন, ‘আমার স্বপ্ন ছিল ড্রাগনসহ বিদেশি ফলের এক বাগান গড়ে তুলব। তাই ২০০৭ সালের অক্টোবরে এক একর জমিতে ড্রাগনের চাষ করি। মাত্র এক বছরের মাথায় স্বপ্ন বাস্তবায়ন হয়। সফলতা আসতে শুরু করে। দ্বিতীয় বছর অনেক বেশি ফল আসে, যা বিক্রি করে বেশ লাভ হয়। ফলে এ চাষ আরও বৃদ্ধি করি। বর্তমানে প্রায় ৪০ বিঘা জমিতে ভিয়েতনামের শরিফা, সৌদি খেজুর, কফি, অ্যাভোকাডো, মালটা, বিভিন্ন দেশি-বিদেশি আম ও উন্নত জাতের লিচুর চাষ করছি। এসব নানা প্রজাতির দেশি-বিদেশি ফলের সমন্বয়ে গড়ে তুলেছি বাণিজ্যিক ফলের বাগান। যেখানে প্রায় ১০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বাগান থেকে বছরে খরচ বাদে আমার লাভ হয় প্রায় দেড় কোটি টাকা।’ যায়যায় দিন সুরত আলীর দৃষ্টিনন্দন এই বাগান প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে কৃষি কর্মকর্তারা পরিদর্শন করছেন। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস অফিসার শিকদার মো. মোহায়মেন ...

রাজধানীতে চাঁদাবাজরা যেনো ধরা ছোঁয়ার বাইরে, পুলিশী অভিযান অব্যাহত

Image
ইনকিলাব:  করোনা মহামারির মধ্যেও থেমে নেই রাজধানীর ফুটপাথের চাঁদাবাজরা। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক কোটি টাকার চাঁদা আদায় করা হয়। ‘লাইনম্যানদের’ মাধ্যমে তোলা চাঁদার এ টাকা যাচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, কিছু দুর্নীতিবাজ পুলিশ এবং ধরাছোঁয়ার বাইরে থাকা গডফাদারদের পকেটে। গবেষণার তথ্য মতে, অবৈধ এ টাকার জোরেই ফুটপাথ কখনোই পুরোপুরি হকারমুক্ত হয় না। অনুসন্ধানেও এমন তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, গুলিস্তান, মতিঝিল এলাকাসহ রাজধানীর প্রতিটি এলাকার ফুটপাথের হকারদের তদারকি করার জন্য পুলিশ লাইনম্যান নামধারী একশ্রেণির দালাল নিয়োগ করে থাকে। এসব দালাল আবার প্রভাবশালী নেতাদের আশীর্বাদপুষ্ট। এই দালালরাই সরকারি রাস্তা ‘ভাড়া’ দিয়ে মাসে হাতিয়ে নিচ্ছে কয়েক কোটি টাকা। জানা যায়, রাজধানীর পল্টনে বাসসের সামনের ফুটপাথের চাঁদা আদায় করেন আদালত থেকে নিষিদ্ধ হকার্স সংগঠনের সভাপতি আবুল হাসেম কবির ও তার সহযোগী মুকিদুল ইসলাম শিমুল, হযরত আলী ও সেকেন্দার হায়াত। পল্টন থানার পুলিশের ক্যাশিয়ার পরিচয়কারী বায়তুল মোকাররম পূর্ব গেটে বন্ধ রাস্তায় হকার্সদের কাছ থেকে চাঁদা আদায় করেন দুলাল, সেকেন্দার হায়...