স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন স্বামী বাবু মিয়া (১৮)। বুধবার (৫ মে) সকালে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানী মনিরাম গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্ত্রীর মৃত্যুর ১৫ দিন পর শোকে কাতর হয়ে তিনি আত্মহত্যার পথ বেঁচে নেন। নিহত বাবু মিয়া ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, প্রায় বছর খানেক আগে গাইবান্ধার সাদুল্যাপুরে পশ্চিম খামার দশলিয়া গ্রামের মৃত সমুর আলীর মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন বাবু। বিয়ের পর থেকে শশুড়বাড়িতে বউ নিয়ে থাকতেন তিনি। অন্যের বাড়িতে বিভিন্ন কাজকর্ম করে সংসার চালাতেন।

গত ২০ এপ্রিল দুপুরে সুমি আক্তার বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠে গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যায়। এসময় ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সুমি আক্তার। এতে মানসিকভাবে পুরো দমে ভেঙ্গে পড়েন বাবু।

পরে তিনি পীরগাছায় বাবার বাড়িতে ফিরে আসেন। তবে স্ত্রীর মৃত্যুর শোকে তিনি স্বাভাবিক ছিলেন না। বিয়ের এক বছরের মাথায় স্ত্রীর মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছিলেন না।

শোকে বিহব্বল অবস্থায় মঙ্গলবার (৪ মে) রাত ১১টার দিকে বাড়িতে সবার অজান্তে বিষপান করলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
এলাকাবাসীর ধারণা ধারণা স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে বাবু মিয়া আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়।

রকি আহমেদ/বার্তাবাজার/পি

Comments

Popular posts from this blog

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি