শওগাত আলী সাগর: জাস্টিন ট্রুডোর সোজাসাপ্টা বয়ান

শওগাত আলী সাগর: এই বিষয়ে রাজনীতিবিদদের মতামত দেয়া উচিৎ না‘- কথাটা বলতে একটুও সময় নেননি জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রশ্ন করা হয়েছিলো- যারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ অন্য ভ্যাকসিন দেয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা সম্পর্কে। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, এটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যকর্মকর্তারা দেখছেন।

একদিন আগেই অন্টারিও এবং আলবার্টা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেয়া স্থগিত করেছে। যাদের প্রথম ডোজ অ্যাষ্ট্রেজেনেকার ভ্যাকসিন দেয়া হয়েছে তাদের দ্বিতীয় ডোজের কি হবে এবং যুক্তরাজ্যে ভ্যাকসিনের ‘ম্যাচ অ্যান্ড মিক্সিং’ এর গবেষণার আলোচনার সূত্র ধরে প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করাটা যৌক্তিক। কিন্তু ভ্যাকসিন বা স্বাস্থ্যবিধি বিষয়ে মতামত দেয়া রাজনীতিবিদদের এখতিয়ারের মধ্যে পরে না, প্রধানমন্ত্রীরও না- সেটি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন।
তবে তিনি তাঁর নিজের বিষয়ে কথা বলেছেন। জানিয়েেছেন, তার চিকিৎসক তাকে দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিতে পরামর্শ দিয়েছেন। ভ্যাকসিনটি অন্টারিওর স্বাস্থ্য বিভাগ নাগরিকদের প্রয়োগ করলে তিনি শিগগিরই আ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন নেবেন। কিছুদিন আগেই তিনি অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন।
অধিকতর পর্যালোচনার জন্য প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেয়া স্থগিত করলেও আগামী সপ্তাহে আরো ২৫৪,৫০০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন আসছে অন্টারিওতে। এগুলো দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহারের জন্য আনা হচ্ছিলো। প্রভিন্সের হাতে থাকা আরো ৫০ হাজার ডোজ আগামী জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। প্রভিন্সিয়াল স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন ইলিয়ট অবশ্য বলেছেন অ্যাস্ট্রেজেনেকার ব্যাপারে চলমান পর্যালোচনা শেষ হতে হতে কিছু ডোজ হয়তো মেয়াদউত্তীর্ণ হয়ে যাবে। কিন্তু নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে।

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত