বান্দরবানে তিন খুনের ঘটনায় পরিবারের ৪ সদস্যসহ পুলিশ হেফাজতে ৫ জন
ডেস্ক নিউজ: শনিবার ভোররাতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। এদের মধ্যে রয়েছেন প্রবাসীর শ্যালিকা, তিন ভাই এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মরদেহ তিনটির গলায় গামছা ও ওড়না পেঁচানো ছিল- তাদের ধারনা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতদের মধ্যে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম ও দুই মেয়ে রাফি ও নূরী। শুক্রবার লামা উপজেলার চম্পাতলী এলাকার বাড়ি থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাদের মুখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে রাতে ঘটনাস্থলে পরিদর্শন হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পিবিআই। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সূত্র: ডিবিসি টিভি
Comments
Post a Comment