এবার হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

হেফাজতে ইসলামের নেতা জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

শুক্রবার (৭ মে) ভোর রাতে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন।

তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

পুলিশ জানায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকে এক নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় হয়। এরপর সে ওই নারীর সঙ্গে যোগাযোগ করে এক প্রকার সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে হাটহাজারীর ভাড়া বাসায় নিয়ে আসেন নোমান ফয়েজী।

পুলিশ আরো জানায়, ওই ভাড়া বাসায় নোমান ফয়েজী তাকে প্রায় এক বছর ধর্ষণ করেন। এরপর চট্টগ্রাম শহরের বিভিন্ন হোটেলেও তিনি ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন।

এসব কর্মকাণ্ড ফয়েজীর প্রতারণা, বুঝতে পেরে ভুক্তভোগী নারী শুক্রবার ভোররাতে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, বুধবার (৫ মে) বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছিল। পরদিন বৃহস্পতিবার তাকে তিন মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করে পুলিশ। শুনানি শেষে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত