নিজস্ব গাড়ি চান উপজেলা নির্বাচন কর্মকর্তারা

যাতায়াতের জন্য নিজস্ব গাড়ি ও সিনিয়র সহকারি সচিব (ষষ্ঠ গ্রেড) পদ চান নির্বাচন কমিশনের অধীনে বিভিন্ন উপজেলা ও থানায় কাজ করা নির্বাচন কর্মকর্তারা। বর্তমানে তাদের পদ নবম গ্রেডের সহকারি সচিব পর্যায়ে থাকায় এই বিষয়ে একটি রেজুলেশন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপকালে এই তথ্য জানা গেছে।

থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দাবি, নির্বাচনের সময়ে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে উপজেলার বিভিন্ন দফতরের সিনিয়র সহকারি সচিব পদমর্যাদার কর্মকর্তার সাথে সমন্বয় করে কাজ করতে হয় বিধায় উপজেলা নির্বাচন কর্মকর্তার পদটি সহকারি সচিব থেকে সিনিয়র সহকারি সচিব পদমর্যাদায় উন্নীত করা প্রয়োজন।

তারা বলছে, নির্বাচনের রিস্ক-ফ্যাক্টর মাথায় নিয়ে, ইভিএম পরিবহনের স্বার্থে, সর্বোপরি এনআইডি সম্পর্কিত তদন্ত সম্পন্ন করার প্রয়োজনে উপজেলা পর্যায়ে গাড়ি সুবিধা অত্যাবশ্যক হয়ে পড়ছে।

এ বিষয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল বলেন, গাড়ি ও সিনিয়র সহকারি সচিব (ষষ্ঠ গ্রেড) পদ আমাদের ন্যায্য দাবি। এটা সময়েরও দাবি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তাহসিন রহমান বলেন, আগের তুলনায় আমাদের কাজের পরিধি অনেক বেড়েছে। একই সংগে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও এনআইডি সেবা দেওয়া দুইটি কাজ যৌথভাবে করার জন্য হলেও আমাদের একটি গাড়ি প্রয়োজন।

তিনি বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ যদি সিনিয়র সহকারি সচিব (ষষ্ঠ গ্রেডে) পদে নিয়ে আসা হয়, তাহলে আমাদের কাজের গতি আরো বাড়বে। এতে আমরা নিজেরা সন্তুষ্ট থাকবো এবং আমাদের কাছে যারা সেবা নিতে আসবেন তাদেরকেও সন্তুষ্ট রাখতে পারবো।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার বলেন, এখনতো অফিস বন্ধ। অফিস খুললে বিষয়টি দেখবো।

বার্তা বাজার/এসজে

Comments

Popular posts from this blog

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা