রাজধানীতে নকল তালমিছরি-গুড় তৈরির কারখানায় পুলিশের অভিযান

রাজধানীর উত্তরখান থানা এলাকায় নকল তালমিছরি ও গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ভেজালতালমিছরি ও গুঁড়সহ কয়েকজনকে আটক করা হয়। জব্দ করা হয় ভেজাল তালমিছরি ও গুড়।
রবিবার (৯ মে) বিকেলে এ অভিযান চালানো হয়। উত্তরখান থানাধীন বড়বাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) বিপ্লব কুমার গোস্বামী এ অভিযানটি পরিচালনা করেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এখানে অভিযানে আসে এবং নকল তালমিছরি তৈরির কারখানা থেকে পাঁচ জনকে গ্রেফতারসহ নকল তালমিছরি ও গুড় তৈরির সকল উপকরণ জব্দ করা হয়।
বার্তাবাজার/পি
Comments
Post a Comment