‘ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছেগা? ” নোবেলের এ কেমন স্ট্যাটাস!!!

ডেস্ক রিপোর্ট : ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পাওয়া বাংলাদেশি শিল্পী মাঈনুল ইসলাম নোবেল জেমসকে কটাক্ষ করে তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে একটি পোস্ট দেন। শুধু তাই না, গীতিকার ও সুরকার ইথুন বাবুকে নিয়েও একটি আপত্তিকর স্ট্যাটাস লিখেন তিনি।

এই সিলিব্রেটি বিতর্কে থাকতেই যেন পছন্দ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি।

সম্প্রতি এক বৃদ্ধকে বাঁচাতে দুর্ঘটনায় মাথায় ও মুখে ৩০ টি সেলাই পড়েছে তার এমন ঘটনা ফেসবুকে জানান তিনি যদিও বৃদ্ধকে বাঁচানোর কাহিনীটি বানোয়াট দাবি করেন অনেকে।

সেই বিতর্কের অবসানের পর কিছুদিন চুপ থাকলেও ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন নোবেল।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই ঘণ্টায় দশটিরও বেশি স্ট্যাটাস দিয়েছেন নোবেল যার বেশিরভাগই ছিলো বাংলা সঙ্গীতাঙ্গনের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘নগরবাউল’ জেমসকে নিয়ে।
জেমসকে নিয়ে একটি স্ট্যাটাসে নোবেল লিখেন, ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছেগা?

আরেকটি স্ট্যাটাসে নাম উল্লেখ না করে জেমসকে ইঙ্গিত করে বলেন, সারা জীবন মার্জুকের, প্রিন্সের, রেন্ডিয়ার প্রিতমের গান গায়া হিট হইছো! নিজে কি ছিড়ছো?

অন্য একটি স্ট্যাটাসে তার ফেসবুক ফলোয়ারদের প্রশ্ন করেন, তোদের সো কল্ড লেজেন্ড জেমসের কয়ডা গান রিলিজ হইসে গত কয়েক বছরে? ঝিমায় গেছে নাকি? লুল!

নোবেলের এমন লেখা দেখে বিস্মিত নেটিজেন। তার লেখা এসকল অবজ্ঞাপূর্ণ স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সংগীতপ্রেমীরা ক্ষুব্ধ; নোবেলকে বয়কটের দাবি জানিয়েছেন তাদের অনেকেই। অনেকের মতে, তরুণ এই শিল্পী মানসিক সমস্যায় ভুগছেন।

তবে কেউ কেউ অবশ্য বলছেন, নোবেলের ফেসবুক পেজ হ্যাক হয়ে থাকতে পারে।

সাখাওয়াত হোসেন নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, একটা নোবেল যেকোন সময়ে তৈরি করা যায়। একটা জেমস তৈরি করা অসম্ভব।

সাদনান শরীফ নামে অন্য একজন লিখেছেন, নোবেলের উদ্দেশ্য তিনি সবসময় শিরোনাম হয়ে থাকবেন।হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ যেভাবে হোক না কেনো, তার মোটকথা শিরোনামে থাকতেই হবে।’

গাজি মোহাম্মদউল্লাহ ফরহাদ লিখেছেন, ‘মানবিক দৃষ্টি আকর্ষণ ,ভাইটিকে (নোবেল) কেউ টাকা দিয়ে সাহায্য করে উন্নত মানসিক হসপিটালে ভর্তি করার সুযোগ করে দিন।’

জেমসকে নিয়ে আপত্তিজনক নোবেলের সব স্ট্যাটাসে এমন সব নেটিজেন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নোবেলের পেজ থেকে কেন এমন সব পোস্ট দেওয়া হচ্ছে বা পেজটি হ্যাক হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নোবেলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত