রৌমারী-চিলমারী নৌ রুটে যাত্রী পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়

কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌ-রুটে যাত্রী পারাপারে দ্বি-গুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। করোনাকালীন সময়ে কোনো প্রকার স্বাস্থ্যবিধি ও নিয়মনীতির তোয়াক্কা না করে একদিকে বহন করা হচ্ছে অধিক যাত্রী। অন্যদিকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এ নিয়ে সাধারণ যাত্রী ও ভাড়া আদায়কারীদের মধ্যে প্রায়ই ঘটছে বাগবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা। বিভিন্ন মহলে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ সাধারণ যাত্রীদের।
সরেজমিন ঘুরে দেখা গেছে, রৌমারী-চিলমারী নৌ-রুটের ফলুয়ারচর নামক নৌকা ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী নৌকায় গাঁদাগাদি করে যাত্রী নেওয়া হয়েছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি।
এসময় নৌকার যাত্রী সুজাউল ইসলাম সুজাসহ অনেকে বলেন, যাত্রীরা অভিযোগ করে বলেন, করোনাকালীন সময়ে সরকার নানা বিধি নিষেধ আরোপ করলেও তাতে কোনো কর্ণপাত করছেন না নৌকার মালিক ও ইজারাদাররা। মালিক ও ইজারাদাররা তাদের ইচ্ছা মাফিক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। করোনার আগে রৌমারী-চিলমারী নৌ রুটে প্রতিজনের ভাড়া ছিল ৭০টাকা এবং মোটরসাইকেল পরিবহণে ভাড়া ৫০টাকা। লকডাউনের এ সময়ে প্রতিজন যাত্রীর কাছ থেকে ১৫০-২৫০টাকা এবং প্রতি মোটরসাইকেল প্রতি ১৫০-২৫০টাকা ভাড়া আদায় করা হচ্ছে। যা নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ বেশী।
স্থানীয়রা কয়েক ব্যক্তি বলেন, জেলা শহর হতে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী উপজেলা। জেলা সদরের সাথে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা। জেলা সদরে দাপ্তরিক কাজ, কোর্ট-কাচারী, ব্যবসা-বানিজ্য,চিকিৎসাসহ নানা কাজের জন্য শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করে থাকেন। অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রী ও ভাড়া আদায়কারীদের মধ্যে প্রায়ই ঘটছে হাতাহাতির ঘটনা।
অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে রৌমারী নৌকা ঘাটের ইজারাদার নাসির উদ্দিন বলেন, করোনাকালীন সময়ে যাত্রী কম হওয়ায় প্রতি যাত্রীর কাছ থেকে ১২৮টাকার স্থলে (৬০শতাংশ বৃদ্ধি করে) ১৫০ টাকা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রতি নৌকায় ২৫জন যাত্রী নেওয়া হচ্ছে। আপনারা (সাংবাদিকরা) লেখালেখি করলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে প্রতি যাত্রীর কাছ থেকে ৮০টাকা করে নিয়ে ১০০জন যাত্রী না হওয়া পর্যন্ত কোনো নৌকা ছাড়া হবে না বলে হুশিয়ারি দেন ওই ইজারাদার।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইয়াছির আরাফাত নাহিদ/বার্তাবাজার/পি
Comments
Post a Comment