কুড়িগ্রামে গরিবদের টাকা আত্মসাত, চেয়ারম্যান আটক

ডেস্ক রিপোর্ট: ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে পুলিশ তাকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, গুনাইগাছ ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দের মালামাল সঠিকভাবে বিতরণ মনিটরিংয়ের জন্য নিয়োজিত আছেন ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী। তিনি অভিযোগ করেছেন, ভিজিএফ কর্মসূচির বরাদ্দের টাকা ২ হাজার ৯৬৫ জন উপকারভোগীদের জনপ্রতি ৪৫০ টাকা করে বিতরণ না করে ১৩ লাখ ৩৪ হাজার ২৫০ টাকা আত্মসাত করেছেন চেয়ারম্যান। পরে তার অভিযোগের ভিত্তিতে ওই চেয়ারম্যানকে আটক করা হয়।

ওসি আরও জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডের প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি জানান, ঈদ উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় মাথাপিছু নগদ ৪৫০ টাকা করে দেওয়ার জন্য গুনাইগাছ ইউনিয়নে ৬ হাজার ১৭৮ জন উপকারভোগীর জন্য ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অবস্থায় গত শুক্রবার (৭ মে) থেকে ৩ হাজার ২১৩ জনকে টাকা দেওয়ার পর অন্যদের রোববার (৯ মে) দেওয়ার কথা বলে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা টাকা বিতরণ বন্ধ করে দেন। এরপর বৃহস্পতিবার (১৩ মে) পর্যন্ত সময়ে টাকা বিতরণ না করে অবশিষ্ট ২ হাজার ৯৬৫ জনের টাকা ঈদের পর দেওয়া হবে বলে উপকারভোগীদের জানান।

ইউএনও আরও জানান, এ খবর জানার পর বৃহস্পতিবার দুপুরের পর গুনাইগাছ ইউনিয়ন পরিষদে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় অবশিষ্ট টাকা তার সামনে বিতরণের জন্য বলা হলে উক্ত চেয়ারম্যান তা করেননি। এমনকি অবশিষ্ট টাকা দেখাতে এবং কোথায় রেখেছেন তার সদুত্তর দিতে পারেননি। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সময়টিভি

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত