আবু রুশদ: বঙ্গবন্ধু হত্যাসহ সব বড় অপকর্ম সাংবাদিকরা করেনি
আবু রুশদ: বঙ্গবন্ধু হত্যাসহ সব বড় অপকর্ম করেছে কারা? সাংবাদিকরা না—!!!:::
ইদানিং কয়েকটি ঘটনার প্রেক্ষিতে কিছু মানুষ, বিশেষ করে যাদের শরীর জনগণের করের টাকায় চলে এসেছে তারা কথায় কথায় পুরো সাংবাদিক সমাজকে নিয়ে যা খুশি বলে বেড়াচ্ছেন। কেউ কেউ বলছেন যে দেশের সব দুরবস্থার জন্য নাকি ‘ লোভী’, ‘দুর্নীতিপরায়ণ’ সাংবাদিকরাই দায়ি! এদের কথা শুনে মনে হয় সাংবাদিকতায় যারা আছেন তারা সব খারাপ আর ওনারা সব ফেরেশতা! ওনারা সোনার বাংলা তৈরি করতে কতোই না পরিশ্রম করেছেন ও করছেন কিন্তু সাংবাদিকদের জন্য সব শেষ হয়ে যাচ্ছে! বেশি কথা বলছি না, দেখা যাক এদেশের বড় কোন অপকর্মে সাংবাদিক জড়িত ছিল কিনা? কয়েকটি প্রসঙ্গের উদাহরন টানছি মাত্র:
১। বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করেছিল কে বা কারা? সাংবাদিকরা? না এদের কেউ ষড়যন্ত্রে জড়িত ছিল?
২। সশস্ত্রবাহিনীতে ১৯৭৫-৮১ পর্য়ন্ত ২২ টি সামরিক অভ্যুত্থান করেছিল কারা? সাংবাদিকরা?
৩। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে কারা? সাংবাদিকরা?
৪। ১৯৮২ সালে বড় আব্বাদের কথায় একটি জনপ্রিয় সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করেছিল কারা? সাংবাদিকরা?
৫। সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম এস কিবরিয়াকে হত্যা করেছিল কে? সাংবাদিক কেউ?
৬। সংবিধানে ইনডেমনিটি বিল এনেছিল ও পাশ করেছিল কারা? সাংবাদিকরা?
৭। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? সাংবাদিকরা?
৮। আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছিল কারা? সাংবাদিকরা?
৯। ০১ জুলাই ২০১৬ তারিখে ঢাকার গুলশানে হলি আর্টিজানে জঙ্গী হামলা চালিয়েছিল কারা? এবং সেটার কোন আগাম সতর্কবার্তা পেতে ব্যর্থ হয়েছিল কারা? সাংবাদিকরা?
১০। শত শত বিচার বহির্ভূত হত্যাকান্ড যার জন্য পৃথিবীতে বাংলাদেশকে অনেক জবাব দিতে হয় সেগুলো করে কারা? সাংবাদিকরা?
১১। ২০০৪ সালে সিলেটের শাহজালাল মাজারে বৃটিশ হাইকমিশনারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছিল কারা? সাংবাদিকরা?
১২। সর্বপরি এই জাতির সবচেয়ে বড় ক্ষতি করেছে যেই ঘটনা সেই ওয়ান ইলেভেন করেছে কারা? সাংবাদিকরা?
সহায়ক হিসাবে সাথে ছিল এসব বলবেন না। মূল শয়তানরা পরিকল্পনা করে সাথে নেয় বান্দরদের…
সব পেশায় বান্দর আছে। স্বীকার করেন আগে, তারপর কথা বইলেন। পেনশন পান, বাড়ি করেছেন, রুফ টপ বাগানে সবজী লাগিয়েছেন, কাশ্মীর থেকে গোলাপের চারা এনে তার ছবি দিচ্ছেন ফেসবুকে, আরাম আয়াশে বসে নেটফ্লিক্সে ছবি দেখছেন আর ক্রান্তিকালের ঝড় ঝাপটা মোকাবিলা করছি কিন্তু আমরা… আবার এসে হুমকিও দেয়া হচ্ছে কোন কোন বিশেষ জায়গা থেকে ওটা ছাপানো যাবে না… নেমে আসুন দেখি সরকারি পয়সা দিয়ে চলা বাদ দিয়ে! কয় মিনিট টিকতে পারেন দেখা যাবে…কয়টা শব্দ কলমে আসে তাও দেখবো…আমার গায়ে লাগে অসভ্যের মতো আপনাদের কথা শুনলে… ফেসবুক থেকে
Comments
Post a Comment