পূর্বধলায় শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাবেচা

হাবিবুর রহমান : বছর ঘুরে আসে ঈদ উৎসব। পরিবারের প্রিয় মুখগুলোকে দিতে হয় সাধ্যমতো ঈদ উপহার।ঈদের আগের দিন নেত্রকোনার পূর্বধলায় যেন জনারণ‌্যে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে বাজার ঘুরে দেখা গেছে, জমজমাট কেনাবেচা হচ্ছে দোকানগুলোতে।

পূর্বধলা বাজার যেন মুখর ক্রেতাদের আনাগোনায়। দোকানগুলোতে উপচেপড়া ভিড়ে বিক্রেতাদের মুখেও হাসি, যারা অনেকদিন পর সুযোগ পেয়েছেন স্বস্তিতে ব্যবসা করার।

তবে এই কেনাবেচা যতটা মনোযোগ দিয়ে করছেন ক্রেতা আর বিক্রেতারা, স্বাস্থ্যবিধিই মানার ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন তারা।

শুক্রবার (১৪ মে) বাংলাদেশে পালিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষকে স্বাস্থ‌্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদ করতে অনুরোধ জানিয়েছে সরকার।

তবে উৎসবপাগল বাঙালি ভয়ঙ্কর করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলে দলে নেমে পড়েছেন কেনাকাটায়। অনেক মানুষের মুখে দেখা যায়নি মাস্ক।

যেখানে শরীরের সঙ্গে শরীর মিলে যায়, সেখানে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব মেনে চলা তো অসম্ভব। এর পরিণাম কী হবে, সে হিসাব-নিকাশ শিকেয় তুলে আপাতত কেনাকাটা ও ঈদ উৎসবের বাইরে আর কিছু ভাবছেন না তারা।

বাজারের বেশ কজন ব্যবসায়িক জানান, গত কয়েক দিনের তুলনায় আজ বেশি বিক্রি করেছেন। করোনার মধ্যেও এত ক্রেতা হবে, তা কখনো ভাবেননি তারা। গভীর রাত পর্যন্ত কেনাবেচা করতে পারবেন বলে মনে করছেন তার।

ঈদে ছেলেমেয়েদের জন্য শেষ মুহূর্তে জামা-কাপড় কিনতে আসা মো. মানিক মিয়া জানান, কাজের চাপে কেনাকাটা করার সময় পাননি। তাই, আজ এসেছেন পরিবারের জন্য কাপড় কিনতে।

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত