অক্সিজেন বা বেড, যে কোন বিপদে পাশে আছেন মিমি

করোনার দ্বিতীয় ঢেউ কাঁপিয়ে দিচ্ছে ভারতকে, সেই ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্যেও। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, হন্যে হয়ে ঘুরছে মানুষ। এমতাবস্থায় করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।

আনন্দবাজার পত্রিকার খবর, ক;রোনায় আক্রা;ন্ত হয়ে পশ্চিমবঙ্গে দৈনিক মৃ;;ত্যু;র সংখ্যা প্রায় ১০০ জনের কাছাকাছি পৌঁছেছে। শুক্রবা;র রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৯৬ জন কোভি;ড রোগীর মৃ;ত্যু; হয়েছে, যা দৈনিক মৃ;ত্যু;র নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। কলকা;তায় একদিনে মারা গেছে ২৮ জন। নতুন করে আ;ক্রা;ন্তের সংখ্যাও ফের ১৭ হাজারের গণ্ডি পেরিয়েছে।

শুক্রবার রাতে যাদবপুরবাসীদের জন্য তৃণমূলের সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তী চালু করলেন বিশেষ সাহায্যকারী নম্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একাধিক চিকিৎসকের নম্বর, যাঁরা বাড়িতে নিভৃ;তবাসে থাকা করোনা রোগীদের পরামর্শ দেবেন মুঠোফোনে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মিমি বলেন, ‘বেড, অক্সিজেন ও ওষুধের জন্য আমরা ব্যবস্থা করব। ফোন করুন হেল্প লাইন নম্বরে। ৭৬৮৮০-১২৮১১ এটা হলো আমাদের হেল্প লাইন নম্বর।

মিমি

আপনারা যেকোনো দরকারে ফোন করুন, আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব। আপনাদের পাশে আছি, আমরা একসঙ্গে লড়ব। সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই মাস্ক পরুন।’ সেইসঙ্গে এ নায়িকা আশ্বাস দিয়েছেন, আগেও সবার পাশে ছিলেন। এই যুদ্ধেও তিনি পাশেই আছেন।

কিছুদিন আগে ক্যানসারে আক্রান্ত হয়ে সন্তানসম পোষ্য চিকু মারা গেছে। তার শেষকৃত্য করে আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছিলেন মিমি। সেই শোক ধীরে ধীরে কাটিয়ে উঠে কাজে ফিরেছেন মিমি।

Comments

Popular posts from this blog

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা