ভাকুর্তায় ৫ শতাধিক কর্মহীনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় ৫ শতাধিক মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে ভাকুর্তা উচ্চ বিদ্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসব ঈদ উপহার সামগ্রীর ভিতরে ছিলো- নারীদের জন্য শাড়ি, পুরুষের জন্য লুঙ্গি, খাদ্য সামগ্রীর ভিতরে ছিলো চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, চিনি, সেমাই ও মুড়ি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন, সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আপনারা ইতোমধ্যে সকলে অবগত হয়েছেন যে, আমাদের প্রিয় নেতা, আপনাদের ভোটে বার বার নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই করোনাকালীন সময়েয়ে আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এসবের ভিতর আছে খাদ্য সামগ্রী এবং পরনের জন্য নতুন বস্ত্র। আমরা এই ঈদ উপহার গ্রহন করবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো যেন তিনি দীর্ঘজীবী হন এবং আমাদের দেশের জন্য আরও কাজ করে যেতে পারেন। পাশাপাশি অ্যাডভোকেট কামরুল ইসলাম এর জন্যও আপনারা দোয়া করবেন, যাতে করে তিনিও দীর্ঘজীবী হন এবং এই এলাকার জন্য কাজ করে যেতে পারেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত