[১] ইংল্যান্ড সফরের আগে কোহলিদের জন্য তৈরি ভারতীয় বোর্ডের রক্ষাকবচ

স্পোর্টস ডেস্ক : [২] প্রথমে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পরে ইংল্যান্ড সিরিজ, ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে নিজেদের পরিকল্পনা তৈরি করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কী ভাবে ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠান হবে সব বিষয় থেকে পর্দা তুলতে চলেছে বিসিসিআই। কী ভাবে ইংল্যান্ড বোর্ড ভারতীয় ক্রিকেটারদের ভ্যাকসিন দিতে সাহায্য করবেন সকল বিষয় থেকে পর্দা উঠতে চলেছে।

[৩] জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ড সফরের জন্য বিরাট কোহলিদের নিয়ে একটি ফুল প্রুফ প্ল্যান তৈরি করে নিয়েছে। বোর্ডেও ভেতরের খবর, ইংল্যান্ড সফরের জন্য যেই ক্রিকেটাররা নির্বাচিত হয়েছেন তাদের বাড়িতেই আরটি পিসিআর টেস্ট চলছে। ১৯শে মে দল একত্রিত হওয়ার আগে পর্যন্ত তিনটি পর্যায়ে এই পরীক্ষা চলবে। দলের প্রত্যেকটি সদস্যের উপর এই পরীক্ষা চালান হবে। যখন তারা এই পরীক্ষা নেগেটিভ পাওয়া যাবে তখনই তাঁরা দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এরপর প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপরে ২রা জুন ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল।

[৪] ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে কোভিডের প্রথম ডোস নিতেই হবে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোস তারা ইংল্যান্ডে গিয়েই নিতে পারবেন। সেই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এসিবি-র সঙ্গে কথা চালাচ্ছে। ইংল্যান্ড ও ওয়াল্স ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে। ইসিবি জানিয়েছে তারা ভারতীয় ক্রিকেটারদের দ্বিতীয় ডোস তাদের দেশে নিতে দেবেন।

[৫] ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ফুল প্রুফ প্ল্যানের উপর ভরসা করছেন প্রত্যেকেই। তাদের আশা এরফলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ড সফরের উপর করোনা কোনও ভাবে প্রভাব ফেলবে না। ভারতীয় দলের পুরুষদের সঙ্গে এই নিয়ম লাগু হবে ভারতীয় ক্রিকেটের মহিলা দলের সঙ্গেও। আইপিএল থেকে শিক্ষা নিয়েই কাজ করতে চায় বিসিসিআই। – জি নিউজ/ হিন্দুস্তানটাইমস

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত