[১]তৃতীয় কোনও দেশ থেকে ইসরায়েল যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশিরা

সমীরণ রায়: [২] ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করেনি বাংলাদেশ। স্বাধীনতার পর দেশটির স্বীকৃতিও গ্রহণ করেনি। শুরু থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে।

[৩] স্বাধীনতার পর বাংলাদেশের ইস্যুকৃত পাসপোর্টের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল ‘বিশ্বের যেকোনো দেশের জন্য এই পাসপোর্ট কার্যকর থাকবে, শুধু ইসরায়েল ছাড়া।’

[৪] পাসপোর্ট গ্রহণকারীরা জানান, এবারের ঈদুল ফিতরের পর থেকে ইস্যু করা নতুন ই-পাসপোর্টে লেখা রয়েছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

[৫] এ নিয়ে বিস্তর কথা হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোন পদক্ষেপ কি না। অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

[৬] পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল’ না থাকলেও কোনো সমস্যা হবে না।

[৭] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আগে যে রকম ছিলো, এখনও তা-ই থাকবে। তবে আন্তর্জাতিক মান বজায় রাখতে আমরা পাসপোর্টে একসেপ্ট ইসরাইল শব্দ দুটি তুলে দিয়েছি। পৃথিবীর কোনও দেশের পাসপোর্টে এ রকম বাধা নেই।

[৮] তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় বাংলাদেশী পাসপোর্টধারীরা সরাসরি সেদেশে দেশে পারবেন না। তবে অন্য কোনও দেশ থেকে সেখানে যেতে পারবেন, যদি ইসরায়েল সম্মতি দেয়।

[৯] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পাসপোর্ট ইস্যু করার কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ফলে শব্দ দুটি কেনও তুলে দেওয়া হলো এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে। তবে বাংলাদেশ এখনও ইসরাইলকে স্বীকৃতি দেয়নি, মনে করিয়ে দেন তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত