[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চরম ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে যাত্রীরা

কামাল হোসেন:[২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের ৫ম দিনেও নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষগুলো চরম ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে কর্মস্থলগামী যাত্রীরা। এ রুটে সবকটি ফেরি চলাচল করায় মানুষ স্বস্তিতে পারাপার হলেও তাড়াহুড়ো করতে গিয়ে ফেরির ডালা ওঠানোর সময় চরম ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছেন তারা।

[৩] এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা। এ ছাড়াও ফেরিগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে যে যেভাবে পারছেন ফেরিতে উঠছেন।

[৪] এদিকে গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে ফিরতে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। মহাসড়কগুলোতে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভেঙে ভেঙে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, মিনি পিকআপ এবং ইজিবাইক, মাহেন্দ্র, অটোরিক্সা ও অটোভ্যানে করে ঘাটে এসে ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকাসহ আশপাশের জেলায় ফিরছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিঘাট গুলো এবং ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

[৫] ঢাকাগামী মোসুমী বলেন, অনেক কষ্ট করে ঈদের আগে ঢাকা থেকে বাড়ি এসেছি এবং আজকেও পথে পথে গাড়ি পাল্টে অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাটে এসেছি। ফেরি ছেড়ে যাচ্ছে তাই তারাহুড়ো করে ফেরিতে উঠেছি। আসলে এভাবে ফেরিতে ওঠা আমার ঠিক হয়নি। তাড়াহুড়ো করতে গিয়ে ভুলটা করে ফেলেছি।

[৬] গাজীপুরগামী গার্মেন্টসকর্মী রবিউল বলেন, বাড়িতে আসার সময়কার দূর্ভোগ বেশী থাকলেও ঢাকায় যাওয়ার সময় তেমন কোন ভোগান্তির স্বীকার হতে হয়নি। তবে পথে পথে অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে।

[৭] বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফিরোজ খান জানান, যাত্রীরা কোন বাধাই মানে না, বাধা সত্ত্বেও যে যার মতো ঝুঁকি নিয়ে ফেরিতে উঠে যাচ্ছে। আজও ঘাটে যাত্রীদের চাপ রয়েছে। তবে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় থাকতে হচ্ছে না। নাই কোন সিরিয়াল। এরুটে ছোট বড় মিলে ১৬ টি ফেরি চলাচল করছে।সম্পাদনা:অনন্যা আফরিন

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত