মাওয়ায় স্পীড বোট দুর্ঘটনা মামলার আসামি কেরানীগঞ্জ হতে গ্রেফতার

সম্প্রতি মাওয়া বালুবাহী নৌযানের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতর মামলায় আসামি স্পিডবোটের মালিক চাঁন মিয়াকে(৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার দিবাগত রাত ২.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‌্যাব-১০ এর আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এজহার নামীয় ২নং আসামী স্পীড বোটের মালিক চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। পিতাঃমৃত আনুমৃধা, জেলাঃমুন্সিগঞ্জ।

রোববার (৯ মে) বিকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের সিগন্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, স্পীড বোট এর মালিক চান মিয়া অতিরিক্ত মুনাফা লাভের আশায় লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করে স্পীড বোটে যাত্রী পরিবহন ব্যবসা চালিয়ে যাচ্ছিল। স্পীড বোটের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছিল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত চাঁন মিয়া দীর্ঘ ০৫ বছর যাবৎ স্পীড বোটের মাধ্যমে যাত্রী পরিবহনের ব্যবসার সাথে জড়িত। তার ০৩টি স্পীড বোট রয়েছে। দূর্ঘটনা কবলিত স্পীড বোটের কোন প্রকার অনুমোদন ছিল না। দূর্ঘটনার পরপরই ভয়াবহতা জেনে সে আত্মগোপনে চলে যায়।

উল্লেখ্য, গত ৩ মে ২০২১ তারিখে মাওয়া ফেরি ঘাট এলাকার একটি যাত্রীবাহী স্পীড বোট দ্রত ও বেপরোয়া গতিতে
নোঙ্গরে থাকা বালু বোঝাই বাল্ক হেডের উপর আছড়ে পড়ে মারাত্মক দূর্ঘটনায় পতিত হয়। উক্ত দূর্ঘটনায় ২৬ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া ০৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ০৪ মে ২০২১ তারিখে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং- ০৭ এবং ধারা-২৮০, ৩০৪ (ক), ৩৩৮, ১৮৮, ১০৯, পেনাল কোড। উক্ত মর্মান্তিক দূর্ঘটনায় সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত