সোহরাওয়ার্দী উদ্যানের আরও ৫০ গাছ কাটা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের ৫০টি গাছ কাটা হয়েছে। আরও ৫০টি গাছ কাটা হবে। কাটা গাছগুলোর জায়গায় ১০০টি গাছ লাগানো হবে।
মঙ্গলবার (১১ মে) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে রোববার (৯ মে) আদালতের নির্দেশনার বাইরে রেস্টুরেন্ট স্থাপনে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটায় এক সচিবসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়।
সেই সঙ্গে গাছকাটা বন্ধ করে রেস্টুরেন্টের কার্যক্রম স্থগিত এবং যে নকশার ভিত্তিতে এ কার্যক্রম করা হচ্ছে তা আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে গত ৬ মে (বৃহস্পতিবার) আদালতের রায় ‘উপেক্ষা করে’ উদ্যানের গাছ কাটায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আকতার এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুর রহমানকে ইমেইল যোগে নোটিশ পাঠানো হয়েছিল।
বার্তাবাজার/নব
Comments
Post a Comment