কুড়িগ্রামে ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ

কুড়িগ্রামে রোজাদার ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠন। সংগঠনটির কুড়িগ্রাম জেলা টিমের সহযোগিতায় সোমবার(১০ মে) বিকেলে জেলার চরের ও পথচারীদের মধ্যে ১০০ জন মানুষকে বিতরণ করা হয় এই ইফতার সামগ্রী।

এছাড়াও ঈদ উপলক্ষে ছিন্নমূল মানুষ ও শিশুদের মাঝে নতুন জামা দেওয়া হবে এ সংগঠনের পক্ষ থেকে। কুড়িগ্রামসহ আরও ১০টি জেলায় এ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।সংগঠনটির উদ্যোগে গত পহেলা রমজান থেকে শুরু হয় এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম যা চলবে শেষ রমজান পর্যন্ত । প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার দুস্থ মানুষ পাচ্ছেন এই ইফতার সামগ্রী ।

শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, গত ৭ বছর ধরে টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ১১ জেলায় প্রায় ৫ শতাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়ে আসছে এ সংগঠনটি। তারই ধারাবাহিকতায় নিজেরা রান্না করে টাঙ্গাইলের রাস্তায় ছিন্নমূল অসহায় ও দরিদ্র খুঁজে খুঁজে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ১১টি জেলায় প্রায় ৯ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

কুড়িগ্রাম জেলা টিমের আহ্বায়ক সুজন মোহন্ত বলেন,”কুড়িগ্রাম জেলায় গত ৩ বছর ধরে সংগঠনটির উদ্যোগে আমরা চরের মানুষদের বন্যার সময় ত্রান সামগ্রী,সবজি বীজ,শীতের সময় কম্বল বিতরণসহ নানা কাজ করছি । এরই অংশ হিসেবে কুড়িগ্রামে আজ আমরা চরের কিছু মানুষ ও পথচারী রোজাদার ব্যক্তিদের ইফতারের খাবার হিসেবে ভুনা খিচুরী ও মুরগীর মাংশ বিতরণ করলাম।

উল্লেখ্য,শিশুদের জন্য ফাউন্ডেশন গত ৭ বছর ধরে দেশের ১১টি জেলায় অসহায় মানুষদের দ্রারিদ্র বিমোচন,শিশুদের সহায়তা,শিশু সুরুক্ষা,বানভাসীদের ত্রান বিতরণ,শীর্তাতদরর কম্বল বিতরণ,স্বাবলম্বী প্রকল্পসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছ।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত