নিজেদের কেনাকাটার টাকায় এতিম বাচ্চাদের ঈদ উপহার ২ তরুণের

বেঁচে থাকা যেখানে দায়, ঈদের কেনাকাটা সেখানে বিলাসিতা এটা প্রমাণ করিয়ে দিলেন রংপুরের দুই তরুণ জিসান ও তাসিন।
মঙ্গলবার (১১ মে) রংপুর থেকে ৪০ কিলোমিটার দূরে লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তালিমুনাস দারুল উলুম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ৮০ জন ছাত্রের মাঝে ঈদ উপহার সামগ্রী দেন তারা।
মুহতাসিম আবশাদ জিসান এবং তানজিম আলম তাসিন দুজনের বেড়ে ওঠা রংপুুর নগরীর ইসলামবাগে। জিসান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাসিন ভর্তি প্রত্যাশী। এর পাশাপাশি তারা পরিচালনা করছেন উত্তরবঙ্গের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চলো স্বপ্ন ছুঁই। করোনার ক্রান্তিলগ্ন থেকে কাজ করে আসছে তারা। এবার ঈদে তারা শুভাকাঙ্ক্ষীদের থেকে আশানুরূপ সাড়া না পেয়ে দুইজনেই উদ্যোগ নেন, তাদের ঈদের কেনাকাটার টাকা দিয়ে তারা এতিম এই শিশুগুলোর খাবারের ব্যবস্থা করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন। নিজেদের উপার্জন নেই, কিন্তু ইচ্ছা শক্তি অনেক এই দুই তরুণের। তাদের এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছে চলো স্বপ্ন ছুঁই লালমনিরহাট জেলার সদস্যরা। আকশ্মিক উপহার পেয়ে খুশি মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা।
এ ব্যাপারে চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মুহতাসিম আবশাদ জিসান বলেন, “বিলাসিতা আমার পছন্দ না, করোনার এই সময় আমার সামনে কিছু মানুষ যখন না খেয়ে আছেন তখন এসব কাপড় চোপড় কেনা আমার কাছে অধিক বিলাসিতা ছাড়া আর কিছু না। গত বছরেও আমি আমার পরিবারের ঈদের কেনাকাটার বাজেট অসহায় মানুষের জন্য দিয়েছিলাম। এবার এই মাদ্রাসাটার বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে এরকম একটা উদ্যোগ নিয়েছে, সমাজের সকল স্তরের মানুষ যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা অনেক সহজ হবে”।
চলো স্বপ্ন ছুঁই এর সহ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ তানজিম আলম তাসিন বলেন “জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। সাংগঠনিক পরিবারে বেড়ে ওটায়, ছোট বেলাই সামাজিক কাজে জড়িয়ে পড়ি। নিজেদের কেনাকাটার টাকায় হাসি ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটিয়ে নিজেও আনন্দিত হতে পারি
তারা প্রত্যাশা করেন সমাজের বিত্তবান মানুষরা অসহায় ছিন্ন মূল মানুষের পাশে দাড়িয়ে তাদের মুখে হাসি ফোটাবে।
রকি আহমেদ/বার্তাবাজার/পি
Comments
Post a Comment