নাইম পারভেজ অপু: জীবনে প্রথম হাসপাতালে ঈদ করছেন খালেদা জিয়া
নাইম পারভেজ অপু: জীবনের প্রথম বেগম খালেদা জিয়া এবার হাসপাতালে থেকে ঈদ উদযাপন করবেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। অনেকটাই নিঃসঙ্গ তিনি। আশা করবো স্বজনরা সারাটা দিন তাঁকে সময় দিয়ে রাখেন। পশে থাকেন। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন। আমিন। ফেসবুক থেকে
Comments
Post a Comment