স্বচ্ছ প্রক্রিয়ায় অসহায়রা পাচ্ছেন ভিজিএফের টাকা

প্রতিবছর ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হতো। কিন্তু এবারের ঈদে চালের বদলে অসহায় মানুষের মাঝে নগদ ৪৫০ টাকা করে বিতরণ শুরু হয়েছে। তালিকা প্রস্তুত করে উপকার ভোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে টাকা। কিন্তু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।

বিশেষ কৌশল অবলম্বন করায় প্রকৃত ‍অসহায় মানুষের হাতে পৌছে দেওয়া হচ্ছে উপহারের টাকা।

ঈদের আগ মুহুর্তে চাল গ্রহণ করতে গিয়ে নানা ঝুকির মধ্যে পড়তে হতো উপকার ভোগীদের। তালিকা প্রস্তুতে ও বিতরণে নানা জটিলতা দেখা দেয় প্রতিবছর। চালের বদলে নগদ টাকা বিতরণেও সেই ধরণের জটিলতা হতে পারে এমন শঙ্কা থেকে প্রযুক্তির সহায়তা নেয় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।

১১টি ইউনিয়ন ও পৌর সভার ৭৩ হাজার ৫৮৮ জন দুস্থ বাছাই করা হয়। ইউনিয়ন কমিটির মাধ্যমে দুস্থদের তালিকা প্রস্তুত করে তা সংরক্ষণের একটি একটি সফটওয়্যার তৈরি করে উপজেলা প্রশাসন। সুষ্ঠু ভাবে সরকারি সহায়তা বিতরণের লক্ষ্যে ‘মানবিক সহায়তা কর্মসূচি ঈশ্বরগঞ্জ’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এতে মোবাইল নাম্বার ও এনআইডি সহ নাগরিকদের সকল তথ্য উপাত্ত সংরক্ষণ করা হয়েছে। ভিজিএফ নীতিমালার শর্ত অনুযায়ী কমপক্ষে ৭০ শতাংশ নারী উপকারভোগী নির্বাচন করা হয়েছে। সফট ওয়ারের মধ্যেমে তালিকা প্রস্তুত করায় একই ব্যক্তি একাধীকবার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পায়নি। এতে অনেক এলাকায় উপকার ভোগী পাওয়া নিয়ে সংকটও তৈরি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ভিজিএফ প্রাপ্যতা রয়েছে এমন সকল পরিবার থেকে কমপক্ষে একজনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উপকারভোগীগণ পূর্ব থেকে মাষ্টাররোলে তাঁর ক্রম নাম্বার জানা থাকায় বিতরণও খুব সহজভাবে করা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলাটির সোহাগী, সরিষা, আঠারবাড়ী ও মাইজবাগ ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু হয়। গ্রাম ভিত্তিক উপকার ভোগীরা এসে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে নিজের ক্রমিক সংগ্রহ করে সহজেই টাকা সংগ্রহ করে নিচ্ছেন ঈশ্বরগঞ্জ উপজেলায়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, অনিয়ম ঠেকাতে উকার ভোগীদের তথ্য সংগ্রহ করে একটি সফটওয়্যার তৈরি করা হয়।প্রকৃত উপকার ভোগীদের মাঝে ঈদ উপলক্ষে সরকারের বিশেষ উপহার বিতরণ করা হচ্ছে।

বার্তাবাজার/পি

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত