[১] যুক্তরাষ্ট্রে কোভিড টিকার সচেতনতা বাড়াতে ডেটিং অ্যাপগুলো সক্রিয় হচ্ছে

রাশিদুল ইসলাম : [২] টিকাদান কর্মসূচিকে এবার অন্য মাত্রা দিচ্ছে বাইডেন প্রশাসন। ম্যাচ, টিন্ডার, বাম্বেলের মতো জনপ্রিয় অ্যাপ কিছুদিনের মধ্যেই টিকা দিতে মার্কিনীদের উদ্বুদ্ধ করতে সক্রিয় হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে বেশ কিছুটা এসেছে কোভিডের সংক্রমণ। অফিস, রেস্তোরাঁ, যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। সেই সঙ্গে থমকে থাকা ডেটিং পরিষেবাও নতুন করে সক্রিয় হচ্ছে। সামাজিক দূরত্ববিধি মানা, মাস্ক পরার গাইডলাইন এখনো মেনে চলতে হচ্ছে মার্কিন নাগরিকদের।

[৪] আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই দেশটির ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কদের অন্ততপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে হোয়াইট হাউজ। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে, এই কর্মসূচির অন্যতম বাধা হচ্ছে, ভ্যাকসিন নিতে যুবক-যুবতীদের নেতিবাচক মনোভাব। তাদের অনেকেই টিকা নেওয়াকে গুরুত্ব দিয়ে দেখছে না। এর অন্যতম কারণ সচেতনতার অভাব।

[৫] এ কারণে আপাতত ডেটিং অ্যাপকেই পাখির চোখ করা হয়েছে। ম্যাচ, টিন্ডার খুলে ডানদিকে সোয়াইপ করলেই জানা যাবে পছন্দের মানুষটি ভ্যাকসিন নিয়েছেন কিনা। এর জন্য আবার অনেক সংস্থা আলাদা অফারও এনেছে। হোয়াইট হাউজের করোনা ভাইরাস উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট জানান, ডেটিং সাইট ওকেকিউপিড ইতিমধ্যে ব্যাবহারকারীদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দিতে চলেছে। কেউ প্রোফাইলে ভ্যাকসিন নিয়ে ফেলার তথ্য জানালেই তিনি তার উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা অগ্রাধিকার পাবেন। স্লাভিটের বক্তব্য, নিউ নর্মালের নয়া নিয়ম। এখন আকর্ষণীয় দেখানোর একটাই মন্ত্র করোনার ভ্যাকসিন নেওয়া।

[৬] ডেটিং অ্যাপগুলিতে এবার থেকে ভ্যাকসিনেশনের স্ট্যাটাস জানান দেওয়ার ব্যাজ দেওয়া থাকবে। টিকা নেওয়া ব্যক্তিরা বুস্ট, সুপার লাইক, সুপার সোয়াইপের মতো প্রিমিয়াম সুযোগ-সুবিধা নিখরচায় উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে বিএলকে, চিসপা, ম্যাচ, টিন্ডার, বাম্বল এই উদ্যোগে নাম লিখিয়েছে। প্রাথমিক কর্মসূচি আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এবং চলবে ৪ জুলাই পর্যন্ত।

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত