বালিয়াকান্দিতে সরকারি সড়কের মূল্যবান গাছ কর্তনের মহোৎসব

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দিনের আলোতেই বিভিন্ন সড়কের মুল্যবান সরকারী গাছ কর্তন করছে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রভাবশালী ও আমলার ভাইসহ এক শ্রেণীর গাছ খেকোরা। দিনের আলোতে সড়কের গাছ কর্তন করেও পাড় পেয়ে যাচ্ছেন এসব প্রভাবশালীরা।
জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর-বহরপুর সড়কের দু,পাশ থেকে প্রতিনিয়তই দিনে-দুপুরে মুল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকার প্রভাবশালী গাছ খোকেরা। গাছ খেকোরা গছ কেটে সাবাড় করলেও নেই কোন পদক্ষেপ। আর কিছুদিন গেলেই এ সড়কটি গাছ শুন্য হয়ে পড়বে। বিভিন্ন অজুহাতে সড়কটি গাছ শুন্য হচ্ছে।
রাজধরপুর এলাকা থেকে বিশাল আকৃতির শিশু গাছ কর্তন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও পিএসসির সদস্যের ভাই শামসুল মোল্যা। গাছটির মূল্যে প্রায় লক্ষাধিক টাকা। প্রকাশ্যে দিবালোকে গাছ কাটার কারণে এলাকার মানুষ বিষয়টি দেখে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। বুধবার গাছের ৮টি গুড়ি জব্দ করেছে প্রশাসন।
একই ইউনিয়নের সারুটিয়া গ্রামে সড়কের দু,টি রেন্টি কড়াই গাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছে কাঠ ব্যবসায়ী চঁাদ আলীর নিকট। সেটিও সরকারী গাছ হলেও প্রশাসনকে কিছু না জানিয়েই গাছ দু,টি পানির দরে বিক্রি করে দেন।
এ বিষয়ে কাঠ ব্যবসায়ী চাঁদ আলী বলেন, গাছ দু,টি আমার নিকট ৫৫ হাজার টাকায় বিক্রি করেছে। বিষয়টি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির আহম্মেদ মিনুসহ উপজেলা চেয়ারম্যান, ইউএনওকে অবগত করেই গাছ বিক্রি করেছেন। সারুটিয়া মসজিদ কমিটির সভাপতি সালাম প্রভাষকের নিকট ৪৫ হাজার টাকা এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্যার নিকট ১০ হাজার টাকা প্রদান করার পর গাছ কেটে এনেছি। তারা বলেছে আমরা প্রশাসনকে ম্যানেজ করেই গাছ বিক্রি করছি। কোন সমস্যা নেই।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্যা বলেন, গাছ দু,টি বিক্রি করেছে সারুটিয়া মসজিদের কমিটি। তারা মসজিদ উন্নয়নের জন্য কাজ করবে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, একটি গাছের ৮টি টুকরা জব্দ করা হয়েছে। পরে উপজেলা পরিষদে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে। আর বাকী দু,টি গাছের বিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি
Comments
Post a Comment