পাঁচ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মিজানুর

লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন এর কালমাটি মন্ডলপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম মন্ডল এর ছেলে ১৪ বছরের মাদ্রাসা ছাত্র মিজানুর গত পাঁচ দিন থেকে নিখোঁজ।
গত শুক্রবার(৩০ এপ্রিল) বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা কিশোর মিজানুরকে।
পরিবারের লোকজন জানায়, শুক্রবার বিকেলে তার মায়ের সাথে কথা কাটাকাটি হলে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়।এসময় মিজানুর কোন কাপড় ও মোবাইল ফোন সাথে নেয়নি।
পরিবারসূত্রে আরো জানা যায়, আত্মীয় স্বজনদের বাসায়ও যায়নি মিজানুর।সে এর আগে লালমনিরহাটের বাইরে কোথাও যায়নি তাই হঠাৎ বাসা থেকে কোথাও বেরিয়ে যাবে এমনটা ভাবতেও পারেনি তারা।
মিজানুর এর ভাই মোকসেদুল মন্ডল বলেন, আমার ছোট ভাই মায়ের সাথে রাগ করে শুক্রবার বিকেলে বাসা থেকে বেরিয়ে গেছে।অনেক খোঁজাখুঁজি করেও কোথাও খুজে পাচ্ছিনা।তার কোনপ্রকার মানসিক সমস্যা নাই। সে যথেষ্ট চালাক আছে।
মিজানুর খুনিয়াগাছ মাদ্রাসায় পড়ালেখা করে।তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ ফিট।
তাকে কোথাও খুঁজে পাওয়া গেলে নিম্নোক্ত নাম্বারে জানানোর অনুরোধ করছি।
০১৭৯২৩৬০৮৮৯
০১৭৮৩২০৭৭৭৩
০১৭০১৫৯৮৬৪০
বার্তাবাজার/পি
Comments
Post a Comment