পাবনায় ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গে ধান কাটার উৎসব

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের জমিতে শুরু হয়েছে ধান কাটা উৎসব। শুক্রবার সকালে ঠাকুর অনুকুলচন্দ্র আশ্রমের পাশে নিজস্ব জমিতে ধান কাটা শুরু হয়।

করোনাকালে শ্রমিক সংকটের কারণে এবার ধান কাটা নিয়ে বিপাকে পড়েন আশ্রম কর্তৃপক্ষ। তবে সেই দুশ্চিন্তা কাটিয়ে সৎসঙ্গের কর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কাটা উৎসবে অংশ নেন। তারা নিজেরা ধান কেটে আশ্রমে পৌঁছে দেন। ধান কাটা উৎসবে অংশ নেন আশ্রমের কর্মী অনন্ত সূত্রধর, তড়িৎ বর্মন, মলয় দেব, ধী শংকর, অনীশ ঢালী, ঋত্বিক দ্বিজেন, পিন্টু সহ অনেকে।

ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা জানান, এ বছর তারা নিজস্ব ৭০ বিঘা জমিতে ধান চাষ করেছেন। কিন্তু করোনা ও লকডাউনের কারণে ধান কাটা নিয়ে দেখা দেয় শ্রমিক সংকট। ফলে আশ্রমের নিবেদিত প্রাণ কর্মীরা স্বেচ্ছাশ্রমে জমির ধান কেটে ঘরে তুলছে। দল বেঁধে তারা উৎসবমুখর পরিবেশে ধান কাটায় অংশ নেন তারা।

রঞ্জন কুমার সাহা আরো জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। উন্নত প্রযুক্তির মাধ্যমে অল্প জমিতে অধিক ধান উৎপাদনে সরকারের যে মিশন-ভিশন রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ।

এ সময় ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সহ প্রতিঋত্বিক গোপিনাথ কুন্ডু, নির্বাহী সদস্য বলাই কৃষ্ণ সাহা, চিত্তরঞ্জন দাস, কোষাধ্যক্ষ সুনীল রায় উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

Comments

Popular posts from this blog

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা