Posts

Showing posts from May, 2021

[১] গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরব আমিরাতে কুলাউড়ার যুবকের মৃত্যু

Image
স্বপন দেব: [২] আগুন লেগে কুলাউড়ার মাহবুব আলম আলফু (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। [৩] তিনি জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের মহব উল্ল্যার ছেলে। নিহত মাহবুব আলম আলফুর বন্ধু সৈয়দ আবুল হাসান জানান, প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে আলফু সংযুক্ত আরব আমিরাতের সারজায় আসেন। তিনি প্রায় আট বছর থেকে প্রবাসে বসবাস করছেন। [৪] গত সোমবার (২৪ মে) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে অগ্নিদগ্ধ হন তিনি। [৫] পরে সারজার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রোববার (৩০ মে) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহবুব আলম আলফুর মৃত্যুর খবরে পরিবারে এবং বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।   The post [১] গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরব আমিরাতে কুলাউড়ার যুবকের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

ভারতের কৃষি খামার পণ্য রফতানি ৬ বছরে রেকর্ড বৃদ্ধি ১৯ বিলিয়ন ডলার

Image
রাশিদ রিয়াজ : ভারতে এধরনের পণ্য রফতানি বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশের কাছাকাছি এবং এর আর্থিক মূল্য ১৫.৯ বিলিয়ন ডলারের বেশি। দেশটির চাল ও গম রফতানি বৃদ্ধি পেয়ে তা পরিমাণে ২০ মেট্রিক টন অতিরিক্ত হচ্ছে। কৃষি ও প্রক্রিয়াজত খাদ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ বলছে কোভিড মহামারি সত্ত্বেও চালের রফতানি রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩.৯ মিলিয়ন টনে। এর পাশাপাশি বাসমতি চাল রফতানি বৃদ্ধি পেয়েছে ৪.৬ মিলিয়ন টন। গম উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২.০৮ মিলিয়ন টন। বিশেষজ্ঞরা বলছেন, বাম্পার ফলন ও অন্য রফতানি দেশগুলোর তুলনায় এসব পণ্যের কম মূল্যের কারণে তা রেকর্ড রফতানি বৃদ্ধি সম্ভব হয়েছে। আই গ্রেইন ইন্ডিয়ার বাজার গবেষক রাহুল চৌহান বলেন গত ৬ বছর ধরে প্রতিযোগিতামূলক দরে ভারত এসব পণ্য রফতানি করতে সমর্থ হওয়ায় তা সহজেই বৃদ্ধি পাচ্ছে। দি প্রিন্টকে তিনি আরো বলেন ভারত সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের আওতায় প্রচুর খাদ্যশস্য বিতরণ করায় বাজার স্থিতিশীল রয়েছে এবং একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তা প্রতিযোগিতামূলক কম দামে রফতানি করা সম্ভব হচ্ছে। ভূকৌশলগত অবস্থানের দিক থেকে ভারত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার খুব ক...

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রেরও বাঁক পরিবর্তন করলেন শাহনূর

Image
ইমরুল শাহেদ: মডেল ও অভিনেত্রী শাহনূর বর্তমানে পরিচালক সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে কাজ করছেন। শুটিং চলছে এফডিসিতে। এ রিপোর্টারকে তিনি জানান, ২০১৩ সালে এই ছবিটির কিছু কাজ করেছিলেন। তারপর দীর্ঘদিন ছবিটির কাজ বন্ধ ছিল। এখন আবার সময়োপযোগী করে নতুনভাবে ছবিটির কাজ শুরু হয়েছে। এছাড়া তার হাতে বর্তমানে আরো ছয়টি ছবি রয়েছে। তিনি বলেন, তবে ছবিগুলোর কাজ থেমে থেমে হচ্ছে। শাহনূর ক্যারিয়ার শুরু করেছেন ১৯৯৯ সালে। সেই হিসেবে তার ক্যারিয়ার ২২ বছরের। এই সময়ে তার মুক্তি পেয়েছে মাত্র ১৪টি ছবি। এর মধ্যে রয়েছে ফাঁসির আদেশ, জিদ্দি সন্তান, স্বপ্নের বাসর, হাজার বছর ধরে, মায়ের জন্য যুদ্ধ, শেষ যুদ্ধ, রাজধানী, নয়ন ভরা জল, প্রেম সংঘাত, কারাগার, সাহসী মানুষ চাই, লাভ স্টেশন, অপহরণ ও ইন্দুবালা। প্রেম প্রীতির বন্ধন ছবিতে তিনি মিশা সওদাগরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি রোমান্টিক নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। এখন কি তিনি ক্যারিয়ারের বাঁক পরিবর্তন করছেন? তিনি অকপটে বলেন, ‘আমার বয়স তো বাড়ছে। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যারিয়ারের বাঁকতো পরিবর্তন হবেই। আমা...

[১] করোনার ক্ষতি কাটাতে বাজেটে শিক্ষা খাতে গুরুত্ব দেয়ার দাবি শিক্ষকদের

Image
মিনহাজুল আবেদীন: [২] করোনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ১৪ মাস। অ্যাসাইনমেন্ট, টিভি, অনলাইনসহ বিভিন্ন উপায়ে শিক্ষাকে এগিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তেমন সুফল আসেনি। বন্ধ হয়ে গেছে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বেকার হয়েছেন অনেক শিক্ষক কর্মচারি। [৩] জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মতে, একটি দেশের শিক্ষা বরাদ্দ জাতীয় বাজেটের ন্যূনতম ২৫ শতাংশ হওয়া জরুরি। যা হবে জিডিপির আকারের ৬ শতাংশ। অথচ দেশের বাজেটে তা কখনই মানা হয় না। গেল চার অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দের হিসাবে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও শতাংশ হিসেবে কমছে। [৪] তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরে শিক্ষায় বরাদ্দ ছিলো ৪৩ হাজার ৬২৯ কোটি টাকা। যা মোট বাজেটের ১৩.২৪ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ বাড়লেও মোট বাজেটের আনুপাতিক হারে তা কমে দাঁড়ায় ১২ দশমিক ৫৫ শতাংশে। ২০১৯-২০ অর্থবছরেও টাকার অঙ্কে বাড়লেও আনুপাতিক হারে আরও কমে দাঁড়ায় ১১ দশমিক ৬৮ শতাংশে। আর চলতি অর্থবছরে করোনা মহামারীর মধ্যেও শিক্ষায় আগের বছরের তুলনায় বেড়েছে মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ। [৫] সোমবার (৩১ মে) ডিবিসি টিভির এক প্রতিবেদনে গণস্বাক্ষরতা অভিযান...

[১] বোয়ালমারীতে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

Image
সনত চক্রবর্ত্তী :[২] ফরিদপুরের বোয়ালমারীতে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। স্টেশন রোডস্থ ব্যাংকটির কার্যালয়ে এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। [৩] ব্যাংকটির ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যাপক হাফেজ মো. মনিরুল ইসলাম, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাবু প্রমুখ। [৪] ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান জানান, ফরিদপুর জেলাতে ব্যাংকটির ১৮টি উপশাখার উদ্বোধন করা হবে। বোয়ালমারী উপজেলাতে চারটি উপশাখা শীঘ্রই উদ্বোধন করা হবে। The post [১] বোয়ালমারীতে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] রোহিঙ্গাদের মাঝে করোনার বিস্তারে শঙ্কিত উখিয়াবাসী

Image
ফরিদুল মোস্তফা:[২] করোনায় ভয়াবহ রূপ নিচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে।গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত করোনা আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা ৩ শতাধিক। চলতি বছরের এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত এ সংখ্যা প্রায় সাড়ে ৭ শতাধিক। [৩] সংক্রমনের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত এক সপ্তাহের ব্যবধানে রোহিঙ্গা মারা গেছেন ৬ জন। রোহিঙ্গাদের মাঝে করোনা সংক্রমণের ঊর্ধগতিতে কক্সবাজারের উখিয়ায় লোকজনের মাঝে আতংকের পাশাপাশি উদ্বেগ বিরাজ করছে।রোহিঙ্গা সংশ্লিষ্ট সরকারী প্রশাসনকে রোহিঙ্গাদের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্প গুলোতে লকডাউনের মত পদক্ষেপ নিতে হয়েছে। গত ২০ মে থেকে ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে উখিয়ার ২/ওয়েষ্ঠ, ২,৪ ও ১৫ নং ক্যাম্পে এবং টেকনাফের ২৪ নং ক্যাম্পে ৩১ মে পর্যন্ত লকডাউন চলছে। [৪] পাশাপাশি অনান্য ক্যাম্প গুলোতে কঠোর বিধি নিষেধ আরোপ রয়েছে।২০ মে লকডাউন ও বিধি নিষেধ কার্যকরের পরও রোহিঙ্গাদের মাঝে করোনা সংক্রমণ বাড়ছে বৈ কমছে না। মূলত এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে, ক্যাম্প অভ্যন্তর ও সংলগ্ন আশপাশের হাট- বাজার গুলোতে রোহিঙ্গাদের যাতায়াত, ভ্রমণ, স্বাস্থ্য বিধি প্রতিপালন মেনে চলা কোন কিছুতে...

[১] দুই সচিবের দপ্তর বদল, এক সচিবের পদোন্নতি

Image
আনিস তপন: [২] রোববার (৩০ মে) পৃথক দুই আদেশে এসব নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। [৩] তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। [৫] পৃথক আদেশে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মকবুল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু   The post [১] দুই সচিবের দপ্তর বদল, এক সচিবের পদোন্নতি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১]গণতন্ত্রের আবেগে জ্বলছে মিয়ানমার

Image
লিহান লিমা: [২] গত ১ ফেব্রুয়ারি পর থেকে সোমবার পর্যন্ত মিয়ানমারের সামরিক জান্তা সরকারের হাতে ৮০২জন প্রাণ হারিয়েছেন। জান্তা সরকার অধিকার কর্মী ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনীতিবিদদের গ্রেপ্তার করলেও স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিকখাতে কাজ করা কর্মীরা জান্তাবিরোধী প্রতিবাদ অব্যাহত রাখতে দলে দলে সিভিল ডিজঅবিডিয়েন্স মুভমেন্ট (সিডিএম) বা নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দিচ্ছেন। [৩] রাজপথ, প্রাত্যহিক জীবন, স্কুল, শিল্প-প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংক, ট্রেন ও সরকারী অফিসসহ সবখানেই চলছে নাগরিক আন্দোলন। জান্তা সরকার কাজে ফিরতে চাপ প্রয়োগ করলেও জনগণ হুমকি প্রত্যাখ্যান করেছেন। বেতন ও বাসস্থান হারিয়েও প্রায় ১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারি সিডিএম’ এ যোগ দিয়েছেন। [৪] ইয়াঙ্গুনের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দম্পতি জানান, সিডিএম’এ যোগ দেয়ায় গত ৭ মে তাদের পদচ্যুত করা হয়েছে। তারা সরকারি বাসভবনও হারিয়েছেন।’ ওই দম্পতি বলেন, ‘আমরা এখন কোথায় থাকবো জানি না। তবে প্রতিদিন নিরীহ মানুষের ওপর গুলি চালানো জান্তা সরকারের অধীনে কাজ করবো না।’ [৫] জান্তা সরকার ৫ মে থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পুনরায় খুলে শিক্ষকদের য...

আম খাওয়ার পর যা খেতে মানা

Image
ডেস্ক নিউজ: তীব্র তাপদাহে জীবন অতীষ্ট হলেও গ্রীষ্মকালের জন্য অধীর আগ্রহে বসে থাকা মানুষের সংখ্যা নেহাতই কম নয়। কারণ এই সময় লোভনীয় সব ফল চলে আসে হাতের কাছে। পাকা পাকা ফলের গন্ধে ম ম করে চারিদিক। বিশেষ করে গরম যত বাড়তে থাকে, ফলের রাজা আম খেতে আর তর সয় না কারও কারও। রসালো আমের তৃপ্তি যেন ভুলিয়ে দেয় গরমের কষ্ট। নানা জাতের আমের স্বাদে হারিয়ে যান অন্য ভুবনে। কিন্তু এই আম আপনার স্বাদ আর শান্তির এই মুহূর্তকে করে দিতে পারে বিষাদের, যদি আম খাওয়ার পর এই পাঁচটি জিনিস আপনি খান। দই পাকা আম টক কিংবা মিষ্টি দইয়ের সঙ্গে মেখে ভাত অথবা চিড়া দিয়ে খেতে অনেকেরই ভালো লাগে। এমন মেন্যু বাঙালির খাবারের তালিকায় দেখা যায় হরহামেশা। কিন্তু এতে নিজেরই ক্ষতি করছেন। আম-দই একসঙ্গে খাওয়া বা আম খাওয়ার পর পরই দই খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ আম আর দই একসঙ্গে হলে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যাতে শরীরের বিভিন্ন সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। মরিচ ও মশলাদার খাবার অনেক সময় পাকা আম একটু টক-টক লাগলে মরিচ-লবণ দিয়ে মেখে স্বাদ বাড়ান। এতেও হতে পারে সমস্যা। আম খাওয়ার পর মরিচ ও মশলাদার খাবার পেটে সমস্যা তৈরি করতে...

[১] মোদির রাজনৈতিক জীবনের সবচেয়ে খারাপ বছর এটি, তাই নেই কোনো উদযাপন

Image
রাশিদুল ইসলাম : [২] ভারতের উপুর্যুপুরি কোভিড সংক্রমণ ও আচমকা লকডাউন এবং পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ ভাল চোখে নেয়নি দেশটির নাগরিকরা। শত শত কিলোমিটার হেঁটে যেতে বাধ্য হওয়ার মাঝেই প্রাণহানি হয়েছিল একাধিকের। ইন্ডিয়ান এক্সপ্রেস [৩] ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিল নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। কিন্তু ক্ষমতার দ্বিতীয় বার্ষিকীতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে পদ্ম শিবির। যদিও সরকার স্থাপনের দ্বিতীয় বছরে মোদি ভক্তরা ছবি থেকে পোস্ট শেয়ার করেছেন। কিন্তু নেই কোথাও কোনও উদযাপনের বিজ্ঞাপন। মোদি শাসনের সাত বছরের বার্ষিকীতে গত সপ্তাহে অনলাইনে প্রকাশ করা হয়েছে একটি রিপোর্ট। [৪] সেই রিপোর্টে মোদিকে ‘কোভিড চলাকালীন দৃঢ় ও সংবেদনশীল নেতৃত্বের’ জন্য প্রশংসা করা হয়েছে। প্রাক-কোভিড মাসে মোদি দূর-দূরান্তের দেশগুলিতে ভ্রমণ করেছিলেন। সবচেয়ে স্মরণীয়ভাবে হিউস্টনে ‘হাওডি মোদি’ ছিল যেখানে তিনি আশা করেছিলেন যে নিউ ইয়র্কের ভারতীয় প্রবাসীরা তাঁকে সমর্থন করবেন। কিন্তু ২০১৪ সালের মতো সেই অনুষ্ঠানে ভিড় থাকলেও স্বতঃস্ফূর্ততা অনুপস্থিত ছিল। [৫] এর বেশ কিছু কারণও রয়েছে। দ্বিতীয় বার ক্ষমতায় এসে তিন ...

[১] মিডিয়া বয়কটে ১৫ হাজার ডলার জরিমানা হল ফ্রেঞ্চ টেনিস তারকা নাওমি ওসাকার

Image
রাশিদুল ইসলাম : [২] মানসিক স্বাস্থ্য ভাল নেই বলে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকারে যোগ দিতে চাননি ফ্রান্সের টেনিস তারকা নাওমি ওসাকা। ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডে খেলার আগে এ সিদ্ধান্ত নেন তিনি। এর পরিণামে চারবারের গ্রান্ড স্লাম সিঙ্গেল চ্যাম্পিয়ন ও বিশ্বের টেনিস তারকাদের শীর্ষে দুই নম্বর স্থানে থাকা নাওমিকে জরিমানা করা হয়েছে। সিএনএন [৩] নাওমিকে সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে যদি তিনি ফের সাংবাদিক সম্মেলন এড়িয়ে যান তাহলে ফ্রেঞ্চ ওপেনে খেলার যোগ্যতা হারাতে পারেন তিনি। বিস্তারিত আসছে… The post [১] মিডিয়া বয়কটে ১৫ হাজার ডলার জরিমানা হল ফ্রেঞ্চ টেনিস তারকা নাওমি ওসাকার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] কুমিল্লার গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পবিবারে দাবি হত্যা

Image
কুমিল্লা প্রতিনিধি : [২] বরুড়া উপজেলার ৬নং চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা (শীতলপুর) গ্রামে শিউলী আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) সকাল সাড়ে ৮ টায় নিজ ঘর থেকে শিউলী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ। [৩] শিউলি আক্তার বরুড়া উপজেলার মুড়িয়ারা (শীতলপুর) গ্রামের জয়নাল মিয়ার পুত্র মোঃ সীমারের স্ত্রী ও একই গ্রামের পূর্বপাড়ার জয়নাল মিয়ার মেয়ে। [৪] পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে ঘরের তীরের সাথে শিউলীকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে প্রতিবেশীরা থানায় ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। [৫] শিউলীর পিতা জয়নাল মিয়া জনুর দাবি, শিউলিকে যৌতুকের জন্য তার স্বামী হত্যা করেছে। এটা পরিকল্পিতভাবে হত্যাকান্ড। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই”। [৬] স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। [৭] এ বিষয় জানতে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার বলেন, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।সুরতহাল তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্...

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Image
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ধরন ঢুকে পড়ার শঙ্কায় স্থানীয়দের চাপের মুখে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ থেকে ৩রা জুন পর্যন্ত ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা। এ বিষয়ে তার স্বাক্ষরিত একটি চিঠিতে সব ব্যবসায়ীকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। তিনি জানান, করোনার ভারতীয় ধরণ ও ব্ল্যাক ফাঙ্গাসের প্রাদুর্ভাব বাড়ায় স্থানীয়রা বন্দরের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়ে আসছিল। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি হয়। করোনাকালে বন্দরটি দিয়ে যাত্রী আসা বন্ধ থাকলেও পণ্য আমদানি-রপ্তানি চালু ছিল। উল্লেখ্য, গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এই মহামারি ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ...

[১] ৪০ তম মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

Image
মহসীন কবির: [২] রোববার (৩০ মে) সকাল পৌঁনে ১০টার দিকে শের-ই-বাংলা নগরে জিয়ার সমাধিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যমুনা টিভি The post [১] ৪০ তম মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] বিশ্বের সেরা মার্শাল আর্ট শিল্পীর তালিকায় বিদ্যুৎ জামওয়াল

Image
হ্যাপি আক্তার: [২] বলিউডের অ্য়াকশন হিরোর তকমা রয়েছে বিদ্যুৎ জামওয়ালের গায়ে। ফিটনেস উৎসাহী হিসেবেও পরিচিত তিনি। তবে চমকে দেওয়ার মতো বিষয় হলো, বিশ্বের সেরা মার্শাল আর্ট শিল্পীদের নাম গুগলে সার্চ করলে ভেসে উঠছে অন্যতম সেরা হিসেবে এই বলি তারকার নাম। ইতোমধ্যেই বিদ্যুৎ অনুরাগীরা প্রিয় তারকার কৃতিত্বকে উদযাপন করছে। হিন্দুস্থান টাইমস [৩] সামাজিম মাধ্যমের পেজে বিদ্যুৎ গুগুলের পেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে জনপ্রিয় মার্শাল আর্ট শিল্পী জেট লি, জনি ত্রি গুয়েন, স্টিভেন সেগাল, ডনি ইয়েন, টোনি জা-সহ বেশ কিছু নামের পাশে রয়েছে বিদ্যুতের নাম। সেই স্ক্রিনশট বিদ্যুৎ নিজের ইনস্টাগ্রামের পেজে শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লেখেন, ‘দেশের ছেলে’। [৪] জনপ্রিয় এই বলিউড তারকা মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন। তিন বছর বয়স থেকে কালারিপায়াত্ত-র সমস্ত শিক্ষা নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর দৃষ্টিভঙ্গি ভারতীয় সিনেমাতে দেশীয় মার্শাল আর্টকে আরও জনপ্রিয় করে তোলা। [ ৫] বিদ্যুৎ আগেই ব্যাখ্যা করেছিলেন, তিনি স্বপ্ন দেখেন একদিন মানুষ ভারতীয় ছবিতে কলারিপায়াত্তু সম্পর্কে কথা বলবে। এটি আসল ভারত...

[১] আইওসির বিশেষ ব্যবস্থাপনায় টোকিও অলিম্পিকে বাকীর অংশগ্রহণ নিশ্চিত

Image
স্পোর্টস ডেস্ক : [২] দেশের অন্যতম সেরা শুটার আব্দুল্লাহ হেল বাকীর টোকিও অলিম্পিকে যাওয়ার ব্যাপারটা শনিবার (২৯ মে) শুটিং ফেডারেশনকে নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আসরে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়বেন কমনওয়েলথ গেমসে দুইবারের রুপাজয়ী এই শুটার। এর আগে বাকী ২০১৬ রিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন। ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইপর্বে হয়েছিলেন ২৫তম। [৩] রিওর প্রতিযোগিতায় ৬৫৪ পয়েন্টের মধ্যে বাকীর স্কোর ছিল ৬২১.২। তবে এবার বাকীর চাওয়া আরও ভালো স্কোর করা। তিনি বলেন, আমি এবার অলিম্পিকে অন্তত ৬২৭ স্কোর করতে চাই। এই স্কোরে আশা করি বাছাইপর্ব পার হতে পারবো। [৪] ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক থেকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশ নিয়ে আসছিলেন বাংলাদেশের শুটাররা। কিন্তু এবার সেই সুযোগ ছিলো না। তাই বিশেষ ব্যবস্থায় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাকীর। এর আগে বাংলাদেশ থেকে টোকিও অলিম্পিক নিশ্চিত হয়েছে সাঁতারু আরিফুল ও জুনাইনা, অ্যাথলেট জহির রায়হান ও আর্চার রোমান সানার। এরমধ্যে শুধু রোমান সানা সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছেন। – বিওএ The post [১] আইওসির বিশেষ ব্যবস্থাপনায় টোকিও অলিম্পিকে বাকীর অ...

[১] সিলেটের ওসমানী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন নবীগঞ্জে গৃহবধূ

Image
আবুল কাশেম: [২] হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আজলপুর গ্রামে শনিবার (২৯ মে) বিকালে স্বামীর ধারালা অস্ত্রের আঘাতে স্ত্রী ক্ষতবিক্ষত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংখাজনক ভাবে তাকে সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশংখ্যাজনক বলে জানা গছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসির নির্দের্শে পুলিশ হাসপাতালে আহত গৃহবধূকে দেখতে ছুটে যান ও ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী ছালাম মিয়াকে আটক করা হয়। [৩] স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের ছালাম মিয়া দীর্ঘদিন পূর্বে একই উপজেলার বাদে রায়ঘর গ্রামের মৌসুমি আক্তারকে বিবাহ করেন। তাদের দাম্পত্য জীবনে ৩টি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে কারনে অকারণে স্বামী ছালাম মিয়া প্রায়ই তার স্ত্রী মৌসুমি আক্তারকে মারপিট করত। এ বিষয় একাধিকবার শালিস বৈঠক করেন স্থানীয় মুরুবীয়ান। [৪] এরই দ্বারাবাহিকতায় শনিবার বিকালে অজ্ঞাত কারনে স্বামী ছালাম মিয়া তার স্ত্রী মৌসুমি আক্তার (৩০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয় গুরুতর জখম করেন। রক্তাক্ত অবস্থায় প্রাণ রক্ষার্থে মৌসুমি পাশে...

লুৎফর রহমান রিটন: ভেন্টিলেশন আপনাকে মানায় না, আলী ইমাম ভাই!

Image
লুৎফর রহমান রিটন: শিশুসাহিত্যিক আলী ইমাম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, এটা আমরা সবাই জানি। মৃদু স্ট্রোকসহ আরও কিছু শারীরিক জটিলতার কারণে ২০ মে তাকে ইবনেসিনায় ভর্তি করা হয়েছিলো। হাসপাতালে শ্বাসপ্রশ্বাসের সমস্যার সঙ্গে নিউমোনিয়া ও লো ব্লাডপ্রেসার জনিত জটিলতায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্ট্যাবল থাকলেও একপর্যায়ে ভেন্টিলেশনে নিতে হয় তাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি হাত পা নাড়াতে পারছেন। চোখ মেলে তাকাচ্ছেন। তবে ব্লাড ইনফেকশনের মাত্রাটা একটু বেশি। চিকিৎসকদের মতে, এটা ঠিক হওয়া সম্ভব। তবে কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার। তাছাড়া ভেন্টিলেশন সব সময়ই একটু ক্রিটিক্যাল। বর্তমানে এক ঘণ্টা করে অক্সিজেন খুলে রাখা হচ্ছে এবং দেখা হচ্ছে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন কিনা। এদিকে কিছু অর্বাচীন ফেসবুকে আলী ইমামকে নিয়ে মনগড়া বানোয়াট এবং মিথ্যে তথ্যসমৃদ্ধ স্ট্যাটাস দিয়ে আলী ইমামের মৃত্যুর গুজব রটনায় লিপ্ত হয়েছেন। তালিকায় অতিউৎসাহী তরুণ ফেসবুকারের পাশাপাশি মাঝবয়েসী নারী পুরুষ এমনকি বুড়োহাবড়া কথাসাহিত্যিকও রয়েছেন। এই বদমাশ মানসিক রোগীদের অপতৎপরতা বিপন্ন একটি পরিবার ও  স্ব...

শালসা:দরবেশ বাবার কেরামতি!

Image
শালসা: পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম,  কতো দিন লাগবে? বললেন, সাধারণত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো, ‘হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কী লাগবে আমাকে বল।’ বললাম, বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু তারা বলছে, ১ মাসও লাগতে পারে। হক মাওলা, দেখি তোর কাগজপত্রগুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজগুলো নিয়ে ফচাৎ করে ছিঁড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন, এটা পূরণ কর। বললাম, বাবা আমি তো অরিজিন্যাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাটি ফার্স্টক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার  গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়? বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছেরে এই জগতে। তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন, হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি। বলেন কী বাবা, মাত্র ৪ দিন, এ কী করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত অলি! পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস ল...

শেষ হয়ে যাচ্ছে অর্থবছর: স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও ব্যয়ের সক্ষমতা বাড়েনি

Image
নিউজ ডেস্ক: বাজেটে বরাদ্দ পাওয়া টাকার বড় অংশই খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে বড় বড় প্রকল্প পেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে হাতাশাজনক অবস্থায় রয়েছে স্বাস্থ্যসেবা খাতটি। চলতি অর্থবছরে বরাদ্দ পাওয়া ১১ হাজার ৯৭৯ কোটি টাকার মধ্যে মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে মাত্র তিন হাজার ৪৯ কোটি টাকা, শতাংশের হিসাবে যা মাত্র ২৫.৪৬। এখনো অব্যয়িত রয়ে গেছে আট হাজার ৯৩০ কোটি টাকা। তবে অর্থবছরের শেষ প্রান্তে এসে টনক নড়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। এখন টাকা খরচের চাপে পড়েছেন তাঁরা। অর্থনীতিবিদরা বলছেন, মহামারিকালে টিকা কেনার ক্ষেত্রে ক্রয়সংক্রান্ত বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেলেও স্বাস্থ্যসেবা খাতে অর্থ ব্যয়ের এমন অদক্ষতা গ্রহণযোগ্য নয়। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনা মহামারিতে যেখানে বেড়েছে স্বাস্থ্যসেবা ব্যয়, সেখানে উল্টো ছবি সরকারি স্বাস্থ্যসেবা খাতে। এই খাতে গত অর্থবছরের (২০১৯-২০) চেয়ে প্রকল্পের সংখ্যা ও বরাদ্দ বাড়লেও বাস্তবায়নের হার বাড়েনি। বরং গত অর্থবছরের চেয়ে কমেছে ৪.৫৫ শতাংশ। গত অর্থবছরের এপ্রিল-জুলাইয়ে স্বাস্থ্যসেবা খাতে এডিপি ...

নিকট ভবিষ্যতে ব্যাংক খাতে বড় সংকটের আশঙ্কা নেই

Image
বণিক বার্তা: মহামারীতে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতির প্রতিটি খাতে করোনার অভিঘাত নিয়ে গবেষণা চালিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিতে করোনার প্রভাব ও আগামী কয়েক বছরে সম্ভাব্য গতিপ্রকৃতি নিয়ে করেছে তাদের প্রক্ষেপণ। এ নিয়ে ধারাবাহিক আয়োজনের শেষ পর্ব আজ: ঊর্ধ্বমুখী খেলাপি ঋণ, মূলধন ও সঞ্চিতি ঘাটতিসহ বিভিন্নমুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছিল দেশের ব্যাংক খাত। এর মধ্যেই বিশ্বব্যাপী শুরু হয় কভিড-১৯-এর সংক্রমণ। মহামারীর প্রাদুর্ভাবে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশের অর্থনীতিতেও স্থবিরতা নেমে আসে। এর ধারাবাহিকতায় দেশের ব্যাংক খাতের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে। তবে করোনা সংক্রমণের এক বছর পর দেখা যাচ্ছে, অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছে দেশের ব্যাংক খাত। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের এক-তৃতীয়াংশই বাস্তবায়ন হচ্ছে খাতটির মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকও বলছে, ব্যাংক খাত এখন পর্যন্ত কভিডের ধাক্কা মোকাবেলায় সক্ষমতা দেখিয়েছে। নিকট ভবিষ্যতেও খাতটিতে বড় ধরনের কোনো সংকট দেখা দেয়ার আশঙ্কা নেই। মহামারীকালীন এক বছরের আমানত ও ঋণের ...

সিলেটে ভূমিকম্পে হেলে পড়লো বহুতল ২ ভবন

Image
ডেস্ক রিপোর্ট : কয়েক দফা ভূমিকম্পের পর সিলেট নগরীর পণিটুলা এলাকায় দুটি বহুতল ভবন হেলে পড়ার সংবাদে রাতের মধ্যেই লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার রাত ১০টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পনিটুলার পল্লবী আবাসিক এলাকায় আহাদ টাওয়ারসহ আরও একটি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিল্ডিং পরিদর্শন করেছি। রাতেই মানুষ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, ভবন নির্মাণে নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না তাও যাচাই করে দেখা হচ্ছে। ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ না ভূমিকম্পে হেলে পড়েছে তা তদন্ত করা হবে। আরও পড়ুন: বড় ভূমিকম্পে ঢাকার অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এসময় তিনি বলেন, এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। নগরীতে ঝুঁকি এড়াতে রবিবার থেকে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করবে। বিল্ডিং পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর আজবাহার আলী শেখ, জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানসহ সিলেট সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল শনিবার সকালে সিলেটে ক...

[১] সরকার পতনে দরকার ১০০ জীবন: ডা. জাফরুল্লাহ

Image
শিমুল মাহমুদ: [২] রাজনীতিক আবদুস সালামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘গণতন্ত্র ও গণমানুষের সরকার প্রতিষ্ঠা কোন পথে?’ শীর্ষক এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক প্রয়াত আবদুস সালামের মতো ১০০ জন জীবন দিলেই সরকারের পতন হবে। তাদের জন্য আমার প্রস্তাব হলো, আমরা সব রাজনৈতিক দল মিলে একটি তহবিল গঠন করে তাদের পরিবারকে দেখাশোনা করব। [৩] তিনি বলেন, ‘এই সরকারকে ছুড়ে ফেলতে হবে। নতুন সুশাসনের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই কাজ। আমরা এমন কোনো তহবিল করতে পারি কি না, যারাই জীবন দেবে, তাদের পরিবারকে আমরা দেখাশোনা করব। [৪] ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন বলেন, আমরা আর কত দিন ছোট ছোট দল করব। আমরা অনেক দিন সময় কাটিয়েছি। চারটি সংগঠন বসে আলোচনা করে। আর কত বসবেন, বসে বসে কোমরে ব্যথা হয়ে গেছে। এবার একটা সিদ্ধান্তে আসেন। ঐক্যে ভুলভ্রান্তি থাকবে, তবে তা সংশোধন করবেন। জনগণ আপনাদের একসঙ্গে দেখতে চায়। তাদের সঙ্গে নিয়ে আমরা দেশের পরিবর্তন করব। [৫] জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির রাস্তায় নামা উচিত। তিনি...

[১] গ্রামে শহরের সুযোগ-সুবিধা দিতে কাজ করছি: পরিকল্পনামন্ত্রী

Image
সমীরণ রায়: [২] এম এ মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের উন্নয়নের পাশাপাশি গ্রামের উন্নয়নে মনোনিবেশ করতে আমাদের নির্দেশ দিয়েছেন। গ্রামকে শহরের সুযোগ-সুবিধা দিতে তিনি কাজ করছেন। গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য ও গ্রামের পিছিয়ে থাকা মানুষকে উন্নয়নের আওতায় আনতে আমরা কাজ করছি। [৩] তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুনামগঞ্জে বিমানবন্দরসহ আরও বড় বড় উন্নয়ন হবে। ইতিমধ্যে হাওরবাসীর স্বপ্নের মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হতে চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না। তাই শেখ হাসিনার প্রতি আস্থার রাখার আহ্বান জানান। [৪] মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি উন্নয়ন কার্যক্রমকে কিছুটা স্থিমিত হলেও আমরা উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান। [৫] শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। [৬] ...

[১] কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

Image
শরীফ শাওন: [২] জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম যৌথ বিবৃতিতে এ দাবি জানান। [৩] শনিবার বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়ছে। তাদের নৈতিক পদস্খলন ঘটছে। এ থেকে উত্তরণের পথ হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। এভাবে চললে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে এবং জাতীয় জীবনে নেমে আসবে চরম অবক্ষয়। The post [১] কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

(১) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরইউএমডব্লউএ-৩২-এর যাত্রা শুরু

Image
নিজস্ব প্রতিবেদক: (২) রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবস্থপনা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-৩২ (আরইউএমডব্লউএ-৩২) ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কমিটির সভাপতি হয়েছে মো. নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক এরশাদ রাফি তুহিন। (৩) শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৮৪ -৮৫ সেশন ব্যাচ-৩২ ব্যবস্থাপনা বিভাগের বন্ধুদের সংগঠন আরইউএমডব্লউএ-৩২ এর কমিটির চূড়ান্ত অনুমোদন ভার্চুয়াল জুম মিটিংয়েল মাধ্যমে নির্বাচন করা হয়। (৪) সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম রনজুসহ সর্বমোট ২৯ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি জাফর সাদিক হিরোন, সাইফুল ইসলাম (নাটোর), প্রিন্সি. মাহবুজ্জামান রিটন এবং মাহবুবা ইয়াছমীন রীতা, সাধারণ সম্পাদক এরশাদ রাফি তুহিন, যুন্ম সম্পাদক খলিল উদ্দিন হায়দার শান্ত খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম রনজু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, অর্থ সম্পাদক আফরোজা রুমি সহ-অর্থ সম্পাদক সুলতান ওকতাই বাবু, তথ্য প্রযুক্তি গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক এমএ আউয়াল হিটলু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম (বগুড়া), প্রচার সম্পাদক মো. তৌহিদুল আলম তৌহিদ, শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সা...

[১] শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র মৈত্রীর

Image
শরীফ শাওন: [২] সংগঠনের সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল বলেন, শিক্ষাখাতে রাষ্ট্রীয়ভাবে সরকারের বিনিয়োগ করার কথা থাকলেও প্রতি অর্থবছরে এই খাতে বরাদ্দের ব্যাপারে উদাসীনতা দেখতে পাই। অতীতে বিভিন্ন সময়ে শিক্ষার সাথে প্রযুক্তিকে জুড়ে দিয়ে অতি চাতুরতার এই খাতে বেশি বরাদ্দ দেখিয়ে আসছে। বিগত ১০ বছরে সরকার এখাতে ১৫ শতাংশ বরাদ্দ অতিক্রম করতে পারেনি। উপরন্তু কমেছে। [৩] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি জানান, গত ১০ বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে ভগ্নাংশের হিসাবে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ ছিল। ওই বছর ১৪ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০১৭-১৮ অর্থবছরে যা ১২ দশমিক ৬ শতাংশ এবং পরের দুই অর্থবছরে যথাক্রমে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ, ১১ দশমিক ৬৮ শতাংশ। চলতি অর্থবছরে তা দশমিক শূন্য এক শতাংশ বেড়ে ১১ দশমিক ৬৯ শতাংশে এসে দাঁড়ায়। অর্থাৎ বাজেট বড় হওয়ার কারণে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লে কমেছে শতাংশের হিসাবে। [৪] জুয়েল বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে, কমছে চাকরিতে প্রবেশের বয়সও। করোনা মহামারিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়ে শিক্ষা ও শিক্ষার্থীরা। করোনাকালে শিক্ষাব্যবস্থ...

[১] ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা স্থগিত

Image
শরীফ শাওন: [২] করোনা পরিস্থিতিতে দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় পরীক্ষাগুলো সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। [৩] শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এ খায়ের জানান, ১, ২, ৩ এবং ৫ জুন অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসকল পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।   The post [১] ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা স্থগিত appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

Image
জুলফিকার আমীন:[২] পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ হাতে ৪০ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাজাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবস্য়ীকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। [৩] বৃহস্পতিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশের উপ পরিদর্শক দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্বে মঠবাড়িয়া পৌর শহরে মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের পিছনে কাদের মাওলানার বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। [৪] গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের নূরুল আমীনের ছেলে শাহীন রেজা (৪২) ও একই গ্রামের মৃত করিম তহশিলদারের ছেলে ছগিরুল ইসলাম (৪৫)। [৫] মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। The post [১] মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] পুটিয়ায় অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা সুফলের মুখ দেখেনি

Image
আবু হাসাদ: করোনা মহামারিতে গত এক বছর যাবত দেশে লকডাউনের কারণে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারী নিদর্শনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হয়। তবে নানা জটিলতার কারণে রাজশাহীর পুঠিয়ায় স্কুল-কলেজ গুলোতে অনলাইন ক্লাস আলোর মূখ দেখেনি। [৩] উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট কলেজের সংখ্যা ১৮ টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৮ টি, প্রাথমিক বিদ্যালয় ৮৯ টি এবং মাদ্রসা রয়েছে ১৪ টি। এ সকল প্রতিষ্ঠানে প্রথম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজারের অধিক রয়েছে। এছাড়া ব্যাক্ত মালিকানা প্রাইভেট কিন্ডার গার্ডেন রয়েছে প্রায় ২৫ টি। [৪] আজিজুর রহমান নামের একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার একটি ছেলে নবম ও মেয়ে ৫ম শ্রেণীতে পড়ে। করোনার প্রভাবের কারণে কাজ অনেক কমে গেছে। দীর্ঘদিন থেকে সংসার চলছে টেনেকষে। এর মধ্যে ভালো মানের ফোন বা কম্পিউটার কেনার মত সমর্থ আমার নেই। এরকম শুধু আমি একা নেই, আমার মত অনেক শ্রমজীবি পরিবারের ছেলে মেয়েদের একই অবস্থা। স্কুল গুলোতে অনলাইন ক্লাস চললেও প্রযুক্তির অভাবে আমাদের সন্তানরা এতে অংশ নিতে পারেনি। তারা...

[১] গুইমারতে নন-এমপিও ১২৭ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ

Image
আবদুল আলী: [২] করোনা প্রাদুর্ভাবে গৃহবন্দী কর্মজীবি মানুষের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন জেলার গুইমারা উপজেলার নন-এমপিও শিক্ষক ও কর্মচারীগণ। এ পরিস্থিতিতে এসব শিক্ষক-কর্মচারীদের প্রতি মানবিক সহয়তার হাত প্রসারিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। [৩] শনিবার (২৯ মে) বেলা সাড়ে ১২টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাসেরর কারণে ক্ষতিগ্রস্ত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে জেলা প্রশাসকের তহবিল থেকে এককালীণ অনুদান বিতরণ করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাইদ। [৪] বর্তমান সরকারকে শিক্ষা ও শিক্ষকবান্ধব উল্লেখ করে বলেন, করোনাকালে সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসকের পক্ষ থেকে গুইমারা উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষক কর্মচারীর অনুকুলে নগদ ১ লাখ ২৭ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। [৫] এসময় গুইমারা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ...

[১] শিবচরে আগুনে পুড়ে নারীর মৃত্যু

Image
অনন্যা আফরিন: [২] মাদারীপুর জেলার শিবচরে আগুনে পুড়ে শিল্পী বেগম (৩৭) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালুকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। [৩] শিল্পী বেগম ওই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে। বেশ কয়েক বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। [৪] জানা গেছে, শিল্পী বেগম বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মাঝে মধ্যে নিজ পরিবার ও এলাকার লোকজনকে গালাগালি করতেন। একপর্যায়ে গত কয়েকদিন ধরে তাকে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। [৫] শুক্রবার রাতে হঠাৎ করে আগুন লাগলে মুহূর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় পুড়ে মারা যান শিল্পী বেগম। মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। [৬] শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থল যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা একজন নারী পুড়ে মারা যায়। আমরা মরদেহটি উদ্ধার করে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। [৭] শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ ...

[১] সিলেটে ফের নিত্য পণ্যের বাজার অস্থিরতা

Image
আবুল কাশেম:[২] সিলেটে ফের নিত্য পণ্যের বাজার অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি লিটার সয়াবিনের দাম এক লাফে বেড়েছে ১০ থেকে ১২ টাকা। আরও দাম বাড়ার আশঙ্কায় ক্রেতারাও বেশি বেশি সয়াবিন তেল কিনছেন। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি রসুনের দাম বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা। [৩] আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। লবঙ্গের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। শুধু তাই নয়, নতুন ধানের চাল বাজারে আসার পরও বেড়েছে চালের দাম।শনিবার (২৯ মে) নগরীর খুচরা বাজারে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সব ধরনের চাল কেজিতে ২-৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি সব ধরনের ডালের দামও বেড়েছে। [৪] এর ফলে গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি নিত্যপণ্য কিনতে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাদের।গত সপ্তাহে ১১৮ টাকায় খোলা সয়াবিন তেল পাওয়া যেতো। তবে এই সপ্তাহে সেই খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১২৬ টাকা। ৬৩৫ টাকার ৫ লিটার বোতল এখন বিক্রি হচ্ছে ৬৮০ টাকায়। ১৩৫ টাকার এক লিটার বোতল বিক্রি হচ্ছে ১৫০ টাকা। [৫] বাজারে দেখা যায়, ১০৭ টাকা লিটার খোলা পামওয়েল বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১১৪ টাকা। ১১০ টাকা লিটার সুপার বিক্রি হচ্ছে ১১৮ টাকা।এদিক...

[১] আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৬, বাস জব্দ

Image
ইমদাদুল হক : [২] বোনের বাড়ি থেকে নিজ বাসায় যাওয়ার পথে আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপর একজন পালিয়ে যায়। [৩] শুক্রবার (২৮ মে) রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।শনিবার (২৯ মে) সকাল বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত জিয়াউল ইসলাম। তিনি বলেন, ভুক্তভোগী তরুণী বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন। [৪] পরে সকল যাত্রীকে গন্তব্যে যাওয়ার আগেই নামিয়ে দেন বাসের চালক-হেলপার। তারা ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নবীনগর নিয়ে আসে। এ সময় বাসের জানালা-দরজা বন্ধ করে ভুক্তভোগী তরুণীকে দলবেধে ধর্ষণ করে বাসের চালক, হেলপারসহ ৬ জন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন   The post [১] আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৬, বাস জব্দ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

বিশ্বে করোনা শনাক্ত ১৭ কোটি ছাড়ালো, মোট মৃত্যু ৩৫ লাখ

The post বিশ্বে করোনা শনাক্ত ১৭ কোটি ছাড়ালো, মোট মৃত্যু ৩৫ লাখ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি ও চেলসি মুখোমুখি

Image
স্পোর্টস ডেস্ক : [২] অপেক্ষার পালা শেষ পর্যায়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ। প্রাথমিকভাবে, তুরস্কের ইস্তানবুলে হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে বদলে যায় ভেন্যু। শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে পর্তুগালের পোর্তোয়। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। [৩] নানা প্রতিকূলতা পেরিয়ে শেষের দোড়গোড়ায় চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার সিটি ও চেলসি। প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে খেলতে যাচ্ছে সিটি। আর ২০১১-১২ আসরের চ্যাম্পিয়ন চেলসির এটি ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় তৃতীয় ফাইনাল। [৪] বার্সেলোনার হয়ে তিনবার ইউরোপিয়ান কাপ জিতেছেন বর্তমানে সিটির কোচ পেপ গুয়ার্দিওলা-একবার খেলোয়াড় হিসেবে, আর কোচ হিসেবে দুইবার। তবে ২০১১ সালের পর থেকে এই স্বাদ পাননি এই স্প্যানিয়ার্ড। চেলসি কোচ টমাস টুখেলের এটি টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। গত আসরে শিরোপা লড়াইয়ে তার সেই সময়ের দল পিএসজি হেরেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে। [৫] চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে য...

[১] টিকা নিয়ে মৃত্যুর পর ৪১ বছরের কম বয়সীদের টিকাদান বন্ধ করল বেলজিয়াম

Image
রাশিদুল ইসলাম : [২] মৃত্যু ছাড়াও দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াও। ৪০ বছরের উর্ধে হলেই শুধু নাগরিকদের জনসন অ্যান্ড জনসনের কোভিড ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক করল বেলজিয়াম সরকার। দি ওয়াল [৪] কিছুদিন আগে এক অনূর্ধ্ব ৪০ বছরের নারী জনসনের টিকা নেওয়ার পর থ্রম্বসিস ধরা পড়ে। হু হু করে নামতে থাকে রক্তের প্লেটলেটের পরিমাণ। কয়েকদিন পর মারাও যান তিনি। খবর জানাজানি হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি আলোচনার পর ভ্যাকসিন বন্ধের ঘোষণা করা হয়। [৫] আগামী দিনে জনসনের টিকা ফের চালু হবে কিনা, সেটা ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সিসের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। [৬] জনসন অ্যান্ড জনসনের এই টিকা সিঙ্গল ডোজ। অর্থাৎ, একবার দিলেই কাজ শেষ। দ্বিতীয় ডোজের দরকার পড়ে না। যে কারণে বেলজিয়ামের তরুণ নাগরিকদের পাশাপাশি শারীরিকভাবে অক্ষম বয়স্ক মানুষ এবং ভবঘুরেদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। মৃত্যুর ঘটনায় কম বয়সিদের ভ্যাকসিনেশন আপাতত বন্ধ হলেও বাকিদের আগের মতোই টিকা দেওয়া হবে। সরকারি নির্দেশিকায় একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। The post [১] টিকা নিয়ে মৃত্যুর পর ৪১ বছরের কম বয়সীদের টিকাদান বন্ধ করল বেলজিয়াম appeared firs...

[১] দরজা কেটে ট্রাক চালককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

Image
সুজন কৈরী : [২] রাজধানীর বিমানবন্দর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার ও একটি ড্রামবাহি ট্রাক। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। [৩] প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর সড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ড্রামবাহি ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রাক চালক এবং হেলপার আহত হন। হেলপার আরিফ হোসেন (২৭) ট্রাকটিতে আটকা পড়েন। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে ট্রাকের দরজা কেটে আরিফকে উদ্ধার করেন। পরে তাকে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। [৪] কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, পূর্বাচল ৩০০ ফিট থেকে গাজীপুর যাওয়ার পথে এয়ারপোর্ট রোডে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রামবাহি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৪০৮১) দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে আহত অবস্থায় ট্রাক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে...

[১] সোনাইমুড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ

Image
মাহবুবুর রহমান : [২] নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৯নং সোনাপুর ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহ ঢেউটিন বিতরণ করা হয়। [৩] শুক্রবার জুমার নামাজের পরে সোনাপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের দেবগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা ও ডেউটিন বিতরণ করা হয়। [৪] এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য জনাব আবু সায়েম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আব্দুর রহিম শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী। [৫] উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৬ টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায় এবং এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষণিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সয়াহতা প্রদান করা হয়। The post [১] সোনাইমুড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] রাঙামাটিতে পারিবারিক জমি নিয়ে বিরোধে হামলায় নিহত এক, আহত ৩

Image
চৌধুরী হারুন: [২] পৈত্রিক সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে ভাই-বোনসহ স্বজনদের হামলায় গুরুত্বর আহত তিন সন্তানের জনক আব্দুল মজিদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। [৩] বুধবার রাতে শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকায় এই নির্মম হামলার ঘটনা ঘটে। এই হামলায় নিহত আব্দুল মজিদ এর ১৫ বছর বয়সী বড় ছেলে ইব্রাহিম আলভীন পিয়াল ও স্ত্রী নুর বানু বেগম(৩৫) গুরুত্বর আহত হয়। আহত মা-ছেলে উভয়েই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। [৪] শুক্রবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি ঘটলে আব্দুল মজিদকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আর এমও ডাঃ শওকত আকবর খান। [৫] এদিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই আব্দুল মজিদ মারা গেছেন বলে নিশ্চিত করেছে তার আহত পুত্র পিয়াল। ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের কব্জি কেটে যাওয়া নুর বানু জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন, তাহার মরহুম শ^শুর জীবিত থাকাকালে সামান্য খাস জমি তার স্বামীর নামে লিখে দিয়ে যায়। [৬] কারন আব্দুল মজিদই তার বৃদ্ধ বাবাকে খেদমত করতো এবং ভর...

[১] গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে পেটানো সেই দপ্তরী আটক

Image
আল আমীন: [২] শ্রেণীকক্ষ খুলে পরিষ্কার করতে বলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে পেটানো দপ্তরি রাকিবকে আটক করা হয়েছে। [৩] শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। [৪] মনসুর আলম বলেন, এ ঘটনা জানার পর অপরাধীকে দ্রুত আটকের নির্দেশ দেয়া হয়। রাতে সেই দপ্তরি কাম প্রহরীকে আটক করেছে পুলিশ। রাকিব অস্থায়ী ভিত্তিতে কাজ করতো। তাকে কর্মস্থল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু ঘটনাটি দিবালোকে ঘটানো হয়েছে, তাই এ বিষয়ে তদন্ত করার প্রয়োজন নেই। অপরাধী বর্তমানে পুলিশের কাছে বন্দি রয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। [৫] জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা খানম স্কুলে ডাকেন দপ্তরি রাকিবকে। রাকিবকে ডেকে তিনি শ্রেণীকক্ষ পরিষ্কার করতে বলেন। কিন্তু রাকিব সরাসরি ক্লাসরুম পরিষ্কার করতে অপারগতার কথা জানান। বন্ধে কোনোরকম কাজ করতে পারবে না বলে উত্তর দেন তিনি। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষক নিলুফার মাথায় ঘুষি মেরে বসেন রাকিব। এসময় রাকিবের ভাই এসে...

[১] মিরপুরের গ্যালারি ফাঁকা, নেই দর্শকদের গর্জন

Image
রাহুল রাজ: [২] ২০১৯ সালে ভিআরএ অ্যামস্টেলভিনের প্রধান অনুশীলনী মাঠে কাতার বনাম নেপালে খেলা অনুষ্ঠিত হচ্ছিল। পুরো গ্যালারি ছিল ফাঁকা। কারণ ছিল ভিন্ন দেশে আইসিসির সহযোগী দলের খেলা দেখতে দর্শকদের তেমন কোন আগ্রহ ছিল না। কিন্তু ঘরের মাঠে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের খেলায় নেই কোন দর্শক। গ্যালারি থেকে ভেসে আসছে না কোন হৈই চৈই। চার-ছয় বা বিপক্ষের উইকেট পতনে গর্জে উঠছে না বাঘের গর্জন। [৩] করোনা প্রভাবে দর্শকবিহীন ক্রিকেট ম্যাচে ছিল কোন টাইগার ভক্তদের আবেগ। রাত জেগে টিকিট কিনতে ছিল না লম্বা লাইন। হাতে মুখে প্রিয় দলের প্রতিকৃতি আঁকার জন্য ছিল না রং তুলি হাতে কোন সৌখিন শিল্পী। বাঘের সাজে গ্যালারিতে দেখা যায়নি টাইগার শোয়েবকে। [৪]শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৩ নম্বর গেটের বাইরে দেখা যায়, মোবাইলে বেতারে খেলার ধারাবর্ননা শুনছেন কিশোর এক ছেলে। স্টেডিয়াম এলাকায় আসার কারণ প্রসঙ্গে ১৭ বছরের রাসেলে জানায়, আমার বাসা মিরপুর-১৪। অন্য সময় খেলা থাকলে নিয়োমিত মাঠে বসে খেলা দেখি। যেহেতু এবার মাঠের ভিতরে ঢুকতে পারছি না তাই স্টেডিয়ামের সামনে বসেই খেলা শুনছি। এতে মনে হচ্ছে আমি মাঠের ভিতরেই আ...

অভিনেতা সুশান্ত মৃত্যু মামলায় গ্রেপ্তার ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানি

Image
ডেস্ক নিউজ: প্রায় এক বছর হতে চললো, তবুও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উদঘাটন হয়নি আজও। আর ঠিক এ সময়ে চাঞ্চল্য বাড়িয়ে গ্রেফতার হলেন সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানি। প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুরু থেকেই সিবিআই এবং এনসিবি-র আতসকাচের তলায় ছিলেন সিদ্ধার্থ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকেও পাঠিয়েছিল সিবিআই। এবার সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তদন্তের নতুন দিক খুলে গেল। উল্লেখ্য, গত সপ্তাহে এনগেজমেন্ট হয় সিদ্ধার্থের৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে৷ সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁর বহু বন্ধুই ছিল পুলিশের নজরে৷ সকলের জবানবন্দি নেয় পুলিশ৷ এদের মধ্যে অন্যতম ছিলেন সিদ্ধার্থ পাঠানি৷ একই বাড়িতে থাকার ফলে, তিনিই প্রথম সুশান্তের ঝুলন্ত দেহ দেখতে পান এবং পুলিশ এবং হাসপাতালে খবর দেন৷ ‍ সূত্র: নিউজ ১৮   The post অভিনেতা সুশান্ত মৃত্যু মামলায় গ্রেপ্তার ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] নেগেটিভ মা জন্ম দিলেন পজেটিভি শিশু

Image
হ্যাপি আক্তার: [২] মা করোনা নেগেটিভ কিন্তু জন্মের পরই করোনা পজিটিভ হলো তাঁর সদ্যোজাত সন্তান। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। কি কারণে এমনটি সম্ভব হলো তা ভেবে পাচ্ছেন না ডাক্তার ও হাসপাতালের কর্মীরা।  সংবাদ প্রতিদিন [৩] গত ২৪ মে ২৬ বছর বয়সী এক অন্তঃসত্ত্বাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এসএস হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাঁর করোনা পরীক্ষায় দার নেগেটিভ আসে। এরপর ২৫ মে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। সদ্যোজাতের করোনা পরীক্ষায় তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এমন আশ্চর্য ঘটনা দেখে সকলেই বিস্মিত হয়ে গিয়েছেন। আপাতত বিষয়টি খতিয়ে দেখছেন ডাক্তাররা। [৪] জন্ম দেয়া মা ও আত্মীয়রাও চমকে গিয়েছেন এ খবরে। সদ্যোজাতের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা খুব বিরল নয় কিন্তু যেখানে মা সংক্রমিত নন, সেখানে জন্মের পরই সদ্যোজাতের শরীরে কী করে মারণ ভাইরাসের সন্ধান পাওয়া গেল, সেটাই হয়ে উঠেছে বড় প্রশ্ন। [৫] উত্তরপ্রদেশের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই আবারও মা ও সন্তান, দু’জনেরই করোনা পরীক্ষা করে দেখা হবে। [৬] হাসপাতালের মেডিকেল সুপারিটেন্ডেন্ট ডা. কে ...

[১] সাকিব আল হাসান একটি উইকেটের অপেক্ষায়

Image
নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণছেন কখন বল মাঠে গড়াবে। আর মাত্র ১ উইকেট নিলেই এককভাবে দুটি রেকর্ডের মালিক হবেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি হতে আর মাত্র ১টি উইকেট প্রয়োজন সাকিবের। সেটি আজ শুক্রবার (২৮ মে) শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করে পূর্ণ করতে চান। [৩] বর্তমানে সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সমান ২৬৯ উইকেট রয়েছে সাকিবের নামের পাশে। আর ১টি উইকেট শিকার করলেই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব। মাশরাফী ২১১টি ও সাকিব ২১৮টি ম্যাচ খেলেছেন। [৪] এ ছাড়া এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবার সুযোগ সাকিবের সামনে। সেটি করতে পারলে, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন সাকিব। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম। আর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট রয়েছে সাকিবের। তাই আকরামকে টপকে যেতে ১ উইকেট প্রয়োজন সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ৩ উইকেট নিয়েছেন সাকিব। ...

[১] ব্লাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করলো দিল্লি রাজ্য সরকার

Image
রাকিবুল রিফাত:[২] রাজস্থান তেলেঙ্গানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গের পর এবার দিল্লিও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে। বৃহস্পতিবারই রাজ্যটির উপ রাজ্যপাল অনিল বৈজল এ নির্দেশনা জারি করেছেন। বিজনেস স্ট্যার্ন্ডান্ট [৩] ভারতে করোনার মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। বিভিন্ন রাজ্যে এরইমধ্যে অনেক রোগীর সন্ধান পাওয়া গেছে। বর্তমানে দিল্লিতে ব্লাক ফাঙ্গাসে ছয়শোর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। [৪] ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানায় এই ছত্রাকটি বিশেষ করে করোনায় আক্রান্ত রোগীদের ফুসফুসে আক্রান্ত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই এটি আরোও বিপদজনক। ভারতে এ পর্যন্ত ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১২ হাজার। ব্লাক ফাঙ্গাস ছাড়াও ইয়োলো ও হোয়াইট ফাঙ্গাস নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। সম্পাদনা : রাশিদ The post [১] ব্লাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করলো দিল্লি রাজ্য সরকার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] করোনাকালে মাতৃমৃত্যু বেড়েছে ১৭%, সেবা নেওয়ার হার কম

Image
অনন্যা আফরিন:[২] আজ ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস। ১৯৯৭ সাল থেকে দিবসটি দেশে পালন করা হচ্ছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অন্যান্য বছর দিবসটি নানা আয়োজনে উদযাপিত হলেও এবার করোনার কারণে সীমিত আকারে পালন করা হবে। [৩] নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সকল নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণই হল নিরাপদ মাতৃত্ব। [৪] দিবসটি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।গত কয়েক বছর ধরেই বাংলাদেশ সরকার মিডওয়াইফ’র মাধ্যমে নিরাপদ মাতৃ স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি এবং জরুরি প্রসব সেবাসহ প্রসবকালীন জটিলতায় সঠিক রেফারেল সেবা দেয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। [৫] স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৯ সালে ৯৬৭ জন ও ২০২০ সালে ১ হাজার ১৩৩ জন মায়ের প্রসবকালীন মৃত্যু হয়েছ...

[১] য‌শো‌রে ক‌রোনায় নারীর মৃত্যু

Image
র‌হিদুল খান: [২] যশোরে করোনায় আক্রান্ত হয়ে বিউটি খাতুন (৩৭) নামে এক নারী মারা গেছেন। তিনি যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। [৩] বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় তিনি মারা যান। তিনি যশোর শহরতলীর নওদাগ্রামের সাহেব আলীর স্ত্রী। [৪] হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহমেদ জানান, গত ২৩ মে সকাল সাড়ে আটটার দিকে বিউটি খাতুন হাসপাতালে ভর্তি হন। আগে থেকেই তিনি করোনা পজেটিভ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে তিনি মারা যান। মৃতকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য সকল উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি The post [১] য‌শো‌রে ক‌রোনায় নারীর মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] মিঠাপুকুরে ১০ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের পর জবাই করে হত্যা

Image
আফরোজা সরকার: [২] রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মসিমপুর বুজরুগ সন্তোষপুর গ্রামের ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র কে ধর্ষণ করে জাবাই করে নৃশংসভাবে হত্যা করেছে রাজা মিয়া নামে এক যুবক। হত্যা করার পর নিহত শিশুর লাশ ঘরের ভেতরে খাটের নীচে গর্ত করে পুতে রাখা হয়। [৩] এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযুক্ত রাজার বাড়ি ঘেরাও করে ঘরে পুঁতে রাখা অবস্থায় নিহত শিশুদের মরদেহ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। [৪] পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুর থেকে বজরুক সন্তোষপুর গ্রামের রবিউল ইসলামের ১০ বছরের শিশু কন্যার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। স্বজনরা বিভিন্ন স্থানে দিনভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে রাতে এলাকায় মাইকিং করে। তবে রাতে পার্শ্ববর্তী শাহিন মিয়ার ছেলে রাজা মিয়া (২০) এর গতিবিধি ও চাল চলনে এলাকাবাসীর সন্দেহ হয়। বিষয়টি টের পেলে অভিযুক্ত রাজা মিয়া পালিয়ে যায়। এরপর রাতভর এলাকাবাসী ও স্বজনরা রাজা মিয়ার বাড়ি ঘেরাও করে মিঠাপুকুর থানায় খবর দেয়া হয়। ঘটনাস্থলে এসে পুলিশ বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত রাজা মিয়ার নানী হালিমা খাতুনের ঘরের ভেতর থেকে গর্ত করে পুতে রাখা অবস্থায় নিহ...

কাকন রেজা: বিমান ছিনতাই এবং সাংবাদিকতার শক্তি

Image
কাকন রেজা : সাংবাদিকতার শক্তি কতোটা তার প্রমাণ বেলারুশের সাংবাদিক রোমান প্রোতাসেভিচ। যাকে ধরতে ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’ হিসেবে খ্যাত বেলারুশেরপুর প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো বিমান ছিনতাইয়ের মতন ঘটনা ঘটিয়েছেন। বোমা হামলার ভয় দেখিয়ে রোমানকে বহনকারী বিমানের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছেন তিনি! শাসকরা সাংবাদিকদের ভয় পান। এমনকি যারা সামাজিক মাধ্যমে লেখেন, তাদেরও ভয় পান তারা। নিরীহ কবিদের কবিতাকে নিয়েও ভয় তাদের। যেন কবিতা ভয়ংকর বিস্ফোরক কোনো। ফলে মরতে হয় মিয়ানমারের কবি খেত থি’কে। যিনি লিখেছিলেন, ‘তারা মাথায় গুলি করে, কিন্তু তারা জানে না বিপ্লব থাকে হৃদয়ে।’ আর ভারতের আমির আজিজে’র কথা সবারই জানা। সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে’, এই লাইনটাকে কী পরিমাণ ভয় পায় ভারতের হিন্দুত্ববাদী শাসকরা। ২৭ বছর ধরে ক্ষমতায় আছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো। মানসাঙ্কের হিসেবে সাংবাদিক রোমানের জন্ম তারও একবছর পর। যার ক্ষমতার সমান বয়স নয়, তাকে ভয় পান সেই প্রবল প্রতাপের প্রেসিডেন্ট। কেন ভয় পান তার জবাবটা তুলে দিই সামাজিকমাধ্যমে করা এক বেলারুশ নাগরিকের বক্তব্য থেকেই। যে বক্তব্য প্রক...