Posts

Showing posts from November, 2019

আজ তিন দফা জানাযার পর চট্টগ্রামে এমপি বাদলের দাফন

Image
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল এমপি’র প্রথম নামাজে জানাযা আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। দুপুরে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হবে এবং বাদ জোহর বন্দর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে বাদ […] Source The post আজ তিন দফা জানাযার পর চট্টগ্রামে এমপি বাদলের দাফন appeared first on Zoom Bangla News .

৬০ বছরের মধ্যে ২য় বার আসছে এমন ঘূর্ণিঝড়

Image
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। শনিবার সন্ধ্যার পর থেকে যে কোনো সময় আঘাত হানতে পারে এটি। ইতিমধ্যেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দুটি নৌবন্দরে ৭ নম্বর এবং একটিতে ৬ নম্বর বিপদ সংকেত জারি করে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় প্রশাসন উপকূলবাসীকে সতর্ক করে ঝড় মোকাবলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। ছুটি বাতিল করা হয়েছে ২২টি মন্ত্রণালয়ের সারাদেশের কর্মকর্তা-কর্মচারিদের। এবারের ঘূর্ণিঝড়টি অন্য ঘূর্ণিঝড়ের মতো নয়। ব্যতিক্রমী চরিত্রের এমন ঘূর্ণিঝড় সর্বশেষ ১৯৬০ সালের পর দ্বিতীয়বার জন্ম নিলো। মূলত অন্য আরেকটি ঘূর্ণিঝড় থেকেই বুলবুলের জন্ম। গত ২৪ অক্টোবর ফিলিপাইন সাগরে জন্ম নেয়া ঘূর্ণিঝড় ‘মাতমো’ পরবর্তীতে ৩০ অক্টোবর দক্ষিণ চীন সাগরে এসে বড় ঝড়ের আকার ধারণ করে। এর আগে ফিলিপাইনে প্রচুর বৃষ্টি এবং বন্যা ঘটায় এটি। ঘূর্ণিঝড়ের চরিত্র অনুযায়ী ‘মাতমো’ এরপর পশ্চিম বরাবর এগোতে থাকে। ৩১ অক্টোবর ভিয়েতনাম উপকূলে আঘাত হানে এটি। তখন ঘণ্টায় ওই ঝড়ের গড়িবেগ ছিল ১১২ কিলোমিটার, এবং ভিয়েতনামের কুই নন শহরে ২০০ মিলিমিটার বৃষ্টি হয় ওইদিন। কোনো উপকূলে আঘাত হানার পর পশ্চ...

নিখোঁজ প্রথম শ্রেণীর ছাত্রীর নগ্ন লাশ উদ্ধার

Image
বরগুনার বেতাগী উপজেলায় স্কুলে যাওয়ার পর নিখোঁজ প্রথম শ্রেীর এক শিক্ষার্থীর লাশ নগ্ন অবস্থায় বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। বৃহস্পতিবার সন্ধ্যার পর শিশুটির লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু শিক্ষার্থীর নাম তামিমা আক্তার (৭)। সে বেতাগী উপজেলার ৪ নং মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মো: শহিদুল ইসলাম হাওলাদারের মেয়ে ও স্থানীয় মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাফেজ উসমান গনি নামে এক ব্যক্তির পরিত্যক্ত পুকুরে তামিমার লাশ ভাসতে দেখা যায়। এ বিষয়ে স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে স্কুলে যায় তামিমা। বিদ্যালয় ছুটি শেষে বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি ছাড়াও এলাকায় নিখোঁজ সংবাদ জানিয়ে মাইকিং করা হয়। অবশেষে সন্ধ্যার দিকে বাড়ির অদূরে ডোবার পানির মধ্যে দুই প্রতিবেশী দেখতে পেয়ে তাদের পরিবারকে জানায়। স্থানীয় মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহবুবুল আলম সুজন বলেন, লাশ ও আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে...

গাজীপুরে আগুনে পুড়েছে দোকান-ঝুটের গুদাম

Image
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ঝুটের ৪টি গুদাম, দুইটি দোকান ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় পৌণে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকারিয়া খান ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় একটি ঝুট […] Source The post গাজীপুরে আগুনে পুড়েছে দোকান-ঝুটের গুদাম appeared first on Zoom Bangla News .

চাঁদা দিতে না চাইলে ব্যবসায়ীর দোকানে তালা ঝোলাত কাউন্সিলর মঞ্জু

Image
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করেছে র‌্যাব। ওয়ারী থানার একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ড্রাইভার মো. সাজ্জাদ হোসেনকেও গ্রেফতার করে র‌্যাব। গতকাল বেলা সাড়ে ১২টায় কাউন্সিলর ও তার ড্রাইভারের গ্রেফতারের খবরে এলাকার ব্যবসায়ীরা উল্লাস প্রকাশ করে মিষ্টি বিরতণ করেন। গ্রেফতারের পর কাউন্সিলর মঞ্জুকে সঙ্গে নিয়ে র‌্যাব-৩ তার টিকাটুলীর বাসায়ও অভিযান চালায়। র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি খেলনা স্টিলের পিস্তল, ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল মদ ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর কাউন্সিলর মঞ্জুকে র‌্যাব-৩ কার্যালয়ে আনা হয়েছে। কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেট থেকে মাসে কোটি ...

ভারত সফরে মেরকেল

Image
ভারতে সফর করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লিতে পা রাখেন মেরকেল। তার এই সফরে জার্মানি এবং ভারতের মধ্যে ২০টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো এই দুই নেতার সাক্ষাত হচ্ছে। শুক্রবার খুব ব্যস্ত সময় কাটাবেন মেরকেল। সকালে তাকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। সেখানে প্রধানমন্ত্রী মোদি তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি রাজঘাটে মহত্মা গান্ধী স্মৃতিসৌধে যাবেন। রাজধানী দিল্লিতে ইন্ডিয়া-জার্মানি ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশনের (আইজিসি) পঞ্চম সভায় অংশ নেবেন মেরকেল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার এক টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাত করবেন মেরকেল। এরপর তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন। তাদের এই বৈঠকে দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বার্তাবাজার/কে.জে.পি

সিরাজদিখানে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Image
মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস.এম সোহরাব হোসেন। বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোঃ...

৩ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন মেসি

Image
দুর্নীতি অভিযোগ তোলায় ৩ মাসের জন্য আর্জেন্টিনা দলে নিষিদ্ধ হন লিওনেল মেসি। কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ হয় আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি। গত ৩রা আগস্ট জনপ্রিয় এ ফুটবল তারকাকে নিষেধাজ্ঞা দেয়া হয়। সে হিসেব অনুযায়ী ৩রা নভেম্বর তার শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন, কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ হন মেসি। নিষেধাজ্ঞা শেষ হতেই ব্রাজিলের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন মেসি। ২৬ সদস্যের দলে মেসির সঙ্গে দলে ফিরেছেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ১৫ই নভেম্বর সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর ঠিক তিন দিন পর ইসরায়েলের মাঠে খেলতে নামবে উরুগুয়ের বিপক্ষে। মেসি-আগুয়েরো ফিরলেও ডাক পাননি পিএসজি’র দুই তারকা ফুটবলার ডি মারিয়া আর মাউরো ইকার্দি। বার্তাবাজার/কে.জে.পি

ভয়ংকর ‘জ্বীন’ পূজা চেরি, প্রকাশ্যে এল সেই কাহিনী

Image
পূজা চেরি। দেশে মাত্র দুইটি ছবি করেই সবার নজরে চলে আসেন তিনি। তার অভিনয়ের গুণে মুগ্ধ সবাই। কিন্তু এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর ভয়ংকর ‘জ্বীন’ রূপ। পাঠক একটু বিচলিত হচ্ছেন তো? ভাবছেন লাস্যময়ী এ নায়িকার অশ্বরীরি কোন আত্মার কথা? যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। ব্যপারটা একটু খোলাসা করা যাক। নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ সিনেমা অভিনয় করছেন নায়িকা পূজা চেরি। আর ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। যেখানে নায়িকা ভয়ংকর ‘জ্বীন’ রূপে হাজির হয়েছেন। জাজ মাল্টিমিডিয়া বৃহস্পতিবার রাতে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এর ফার্স্টলুক প্রকাশ করেন। যেখানে ভয়ংকর এক জ্বীনের বেশে দেখা মেলে পূজা চেরির। জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন এর আগে বলেন, ‘জ্বীন’র কাজ সমানতালে চলছে। শুটিং প্রায় শেষের পথে। বাকি আছে গানের কিছু শুটিং। পরিচালক নাদের চৌধুরী জানান, এটি একটি সাইকো থ্রিলার গল্পের ছবি। ছবিতে পূজা মোনালিসা চরিত্রে অভিনয় করেন। দেখা যাবে তার ওপর একটা জ্বিন ভর করেছে। আর নানা রকম ঘটনা ঘটাতে থাকে সে। পূজা চেরি বলেন, আমার ক্যারিয়ারে যে কয়টা সিনেমা করেছি তার মধ্যে এটা একেবারেই আলাদা একটা গল্পের সিনেম...

নরসিংদীতে আ.লীগ নেতা সুইডেন আতাউর গ্রেপ্তার

Image
নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণার মামলায় আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। আতাউর রহমান জানিয়েছেন, তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং সুইডেন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি। পুলিশ জানায়, আতাউর রহমান ভূমিদস্যু। তার বিরুদ্ধে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে নরসিংদীতে শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের জমি দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় অবস্থিত শত কোটি টাকার মোল্লা স্পিনিং মিল দখল করে সুইডেন-বাংলা টেক্সটাইল নামে পরিচালনা করছেন। এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আতাউর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ বেলাল হোসেনের দায়ের করা মামলায় দখলদার উচ্ছেদের দাবি জানানো হয়। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও সুইডেন আতাউরের প্রভাব ও নানা তদবিরে তা বাধাগ্রস্ত হয়। এর পরিপ্রেক্ষ...

মসজিদে দুর্ধর্ষ চুরি

Image
গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের প্রতিটি তলার কয়েকটি গেইটের তালা কেটে ভিতরে ঢুকে সিসিটিভি’র সিডিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ও মালামাল নিয়ে গেছে। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জিএমপি’র সদর থানা থেকে মাত্র কয়েকগজ ব্যবধানের এ মসজিদে চুরির ঘটনায় মুসল্লিরাসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি গাজীপুর মহানগর এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ও জয়দেবপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, মসজিদ কমিটির হিসাব রক্ষক মোঃ মোশারফ হোসেন ও সদস্য মাসুদ জানান, গাজীপুর জেলা শহরের প্রাণ কেন্দ্র জয়দেবপুর বাজার এলাকায় দোতলা বিশিষ্ট এ মসজিদে বৃহষ্পতিবার রাতে দুর্বৃত্তরা হানা দেয়। তারা মসজিদের উত্তরের ও ভিতরের কলাপসিবল গেইটের তালা কেটে ভিতরে ঢুকে প্রতিটি তলাতেই প্রবেশ করে। দুর্বৃত্তরা মসজিদের অফিস রুমে রক্ষিত মসজিদের সিসিটিভির ডিভিআর ভেঙ্গে হার্টডিক্স ও সিডি এবং মাইকের এমপ্লিফায়ারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে যায়। এছাড়াও নীচতল...

ইসলামাবাদে ঢুকলো লাখো জনতার আজাদি মার্চ

Image
পাকিস্তান ইমরান খানের পদত্যাগের দাবিতে প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের আজাদি মার্চ রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে। সোমবার করাচি থেকে শুরু হওয়া এ আজাদি মার্চ বৃহস্পতিবার রাতে রাজধানী ইসলামাবাদ পৌঁছায়। এই মার্চে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা ফজলুর রহমান। এছাড়া বেনজির ভূট্টোর পিপিপি ও মুসলিম লীগ, মুসলিম লিগসহ (নওয়াজ) বেশ কয়েকটি দল এই মার্চে যোগ দিয়েছে। বৃহস্পতিবার রাতে আজাদি মার্চের অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন পিপিপি প্রধান ও বেনজির ভূট্টোর পুত্র বিলওয়াল ভুট্টো জারদারি। মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। বৃহস্পতিবার রাতে লাখো জনতার বহর নিয়ে ইসলামাবাদে ঢুকলেন মাওলানা ফজলুর রহমান। ইসলামাবাদে প্রবেশের সময় পিপিপি ও মুসলিম লীগের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ জন্য বিভিন্ন স্থানে স্বাগত শিবিরও স্থাপন করেছে তারা। পাকিস্তানি ও দলীয় পতাকা উত্তোলন করে কয়েক হাজার গাড়ি নিয়ে এ পদযাত্রায় অংশ নিয়েছে আন্দোলনকারীরা। ইমরানবিরোধী ‘গো নিয়াজি গো’ স্লোগানসহ সরকারবিরোধী প্রচারণায় পুরো সড়ক পথ মুখরিত করে রেখ...

ঢাকায় এখন আরেক মাফিয়া

Image
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আরেক মাফিয়া সিজার এখন ঢাকায় অবস্থান করছেন। ঢাকায় তার বড় ধরনের কোনো মিশন থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছেন। মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাই তার উকিল শ্বশুর বলে জানা গেছে। সিজার অনেক দিন ধরে কানাডায় অবস্থান করলেও হঠাৎ তার ঢাকায় আসার বিষয়টি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা সিজারের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। খুন-জখম, অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকের অর্থ আত্মসাৎ, অপরের জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর বনানীতে গৃহপরিচারিকাসহ আমেরিকা প্রবাসী ফারুক হত্যা, গেন্ডারিয়ার সন্ত্রাসী ঠেডা মালেক হত্যাসহ বেশ কয়েকটি হত্যার অভিযোগ রয়েছে সিজারের বিরুদ্ধে। লালবাগের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী হাতকাটা আমান ছিল সিজারের বড় ধরনের অস্ত্র সরবরাহকারী। ফ্রিডম আমানকে মাতুয়াইল কোনাপাড়ায় আশ্রয় দিয়ে তার সব অস্ত্র নিজ নিয়ন্ত্রণে নেয়ার পর সিজারের নির্দেশে তাকে হত্যা করা হয়। ওই হত্যারহস্য আজো অজানা অনেকের কাছে। দনিয়ার স্থানীয় প্রভাবশালী যুবক আদিলকে হত্যা করে সিজারের সেকেন্ড ইন কমান্ড টুপি মিন্টু। এ ছাড়া হাতকাটা শাহআলম হত্যাসহ পুরান ঢাকার অনেক খুনের সাথে এ সিজারে...

কলকাতার টেস্টের জন্য ৭২ গোলাপি বল অর্ডার

Image
কলকাতার ইডেন প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামবে ভারত-বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর মুখোমুখি হবে দু’দল। ইতোমধ্যে ঐতিহাসিক দিবারাত্রির ম্যাচের জন্য ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজিকে ৭২টি গোলাপী বল সরবরাহের অর্ডার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ দলের আসন্ন সফরে কলকাতায় অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিবারাত্রিতে আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রস্তাব দেয় বিসিসিআই। গত মঙ্গলবার বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ঐতিহাসিক এ ম্যাচ আয়োজনে বিভিন্ন পরিকল্পনা শুরু করে ভারতীয় বোর্ড। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, দিবারাত্রির টেস্টে এসজি বলই ব্যবহার করা হবে। সৌরভ ও বোর্ডের ইচ্ছা যথা সম্ভব নিখুঁতভাবে টেস্ট ম্যাচটি হোক। রাতের ম্যাচের জন্য বল এবং পিচ দুটোই গুরুত্বপূর্ণ। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে বেশ সংখ্যক বল আনিয়ে রাখা হচ্ছে। তবে এসজি বল নিয়ে কিছুটা সংশয় আছে ক্রিকেট মহলে। কারণ এর আগে এ সংস্থার বলে দিবারাত্রির ম্যাচ হয়নি। প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে এসজির বল ব্যবহৃত না হওয়ায় কিছুটা হলে চিন্তায় থাকবে আয়োজকরা। এর আগে ভারতের ঘরোয়া দুলিপ...

বিশ্বকাপের ট্রফি উন্মোচন পর্বে কারিনা কাপুর

Image
পরিবারের কোনো সদস্য ক্রিকেটার ছিলেন না। সাইফ আলী খানের সঙ্গে বিয়ে হওয়ার পর ‘বুক ফুলিয়ে’ বলতে পারছেন, আমার শ্বশুর কিংবদন্তী ক্রিকেটার। তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন।’ সেকারণেই হয়তো বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ক্রিকেটের প্রতি মায়া জন্মেছে। এবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন পর্বে দেখা যাবে এই সুন্দরীকে। আগামীবছর বৈশ্বিক এই আসরের ট্রফি উন্মোচিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। নারী ও পুরুষ দুই বিভাগের আসরের ট্রফি উন্মোচন করবেন কারিনা। বলিউডের এই অভিনেত্রী বেশ গর্বের সঙ্গে বলেন, ‘মর্যাদাপূর্ণ এই আয়োজনের অংশ হতে পেরে সম্মানিতবোধ করছি। যেসব নারী তাদের স্বপ্নপূরণে নিজ দেশের হয়ে খেলেন আমি তাদের উত্সাহিত করতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের মাথা উঁচু করে দাঁড়ানো নিঃসন্দেহে ক্ষমতায়নের উদাহরণ।’ কারিনা আরো বলেন, ‘এমন একটি আসরে অংশ নেওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। অভিনয়ের পাশাপাশি এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত হলে আরো বেশি মানুষের ভালোবাসা পাওয়া যায়। আমি সেটাই চাই। বার্তাবাজার/এমকে

‘বাবার নামে এতিমখানা করতে চাই’

Image
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ‘দেহরক্ষী’ ছবিটি তাকে ঢালিউডে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। অভিনয়ের পাশাপাশি ববি বর্তমানে সিনেমা প্রযোজনাও করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই নায়িকা কথা বলেন তার পছন্দ-অপছন্দ, চাওয়া-পাওয়াসহ নানা বিষয় নিয়ে। তিন শব্দে নিজেকে বর্ণনা করুন আমি বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং অনুগত বন্ধু। আপনার শৈশবের প্রিয় স্মৃতি কোনটি? আমার প্রিয় স্মৃতিগুলো বাবাকে ঘিরে। আমি কখনোই ভুলতে পারব না তিনি সেদিন কতটা গর্বিত ছিলেন, যেদিন আমি স্কুলের কঠিন ভর্তি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলাম। আপনাকে যদি কোনও দৈবশক্তি দেয়া হয়, কোনটি নেবেন? আমি অদৃশ্য হয়ে যাওয়ার শক্তি চাইবো। যাতে বুঝতে পারি, আমার অনুপস্থিতিতে মানুষ আমার সম্পর্কে কী ভাবে। এছাড়া অদৃশ্য থেকে মানুষকে সাহায্যও করতে চাই। আপনার ইচ্ছে তালিকার প্রথম তিনটি কী কী? প্রথমত, আমি বিশ্ব ভ্রমণে যেতে চাই। দ্বিতীয়ত, বিদেশে অবস্থানরত আমার বোনের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চাই। তৃতীয়ত, আমার উচ্চতাভীতি (উড়োজাহাজে ভ্রমণ) আছে। এটা দূর করতে চাই। সুযোগ পেলে কোন আন্তর্জাতি...

মিষ্টি হাসির শ্বেতা

Image
স্টার জলসায় ‘সিঁদুর খেলা’ সিরিয়ালের ‘সিমন্তী’ চরিত্রের মাধ্যমে সপ্তম শ্রেণির ছাত্রী শ্বেতা সাহা দারুনভাবে প্রবেশ পড়লেন দুই বাংলার দর্শকের ড্রইংরুমে। জনপ্রিয় সিরিয়ালটির প্রচার শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তাকে দেখা গিয়েছিল ‘ভালোবাসা ডট কম’-এর মিঠি চরিত্রে। মিষ্টি হাসির মেয়েটি দর্শকের প্রিয় হয়ে উঠলেন সহজেই। এরপর ‘তুমি রবে নীরবে’ সিরিয়ালেও তাকে খুঁজে পেলেন টিভি দর্শকরা। দেখা গেছে ‘জড়োয়ার ঝুমকো’ সিরিয়ালের প্রধান চরিত্র ঝুমকোর ভূমিকায়। বর্তমানে কালার্স বাংলায় প্রচার চলছে শ্বেতা অভিনীত সিরিয়াল ‘কনক কাঁকন’। বর্তমানে কলকাতার টিভি নাটকের জনপ্রিয় তারকা হলেও শ্বেতার জন্মস্থান দার্জিলিং। আর পিতৃনিবাস বাংলাদেশের রংপুরে। অভিনেত্রী শ্বেতা সময়-সুযোগ পেলেই তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে আসেন। তার বড় বোন রুজিরা বর্তমানে দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস দলীয় সাংসদ। বোনের জন্য ভোটের কাজ করতে গিয়ে শ্বেতা নিজেও জড়িয়ে গেছেন রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের গ্রীন সিগন্যাল মিলেছে তার। এই প্রসঙ্গে শ্বেতা জানান, সম্ভাবনা আছে আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভোট যুদ্ধে নামার। অভিনেত্রী শ্বেতা জানান, তার অভিনয়ে আসার...

প্রধানমন্ত্রীকে আগেই জানানো উচিত ছিল সাকিবের

Image
সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা দেশের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্রেসিডেন্ট মুস্তফা কামাল আরও বলেন, সাকিবের উচিত ছিল বিষয়টি আগেই প্রধানমন্ত্রীকে জানানো। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিব আল হাসান খুবই সহজ মানুষ, তাই তিনি এ ভুল করেছেন। এক বছরের জন্য তার নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় ক্ষতি। তিনি বলেন, নিজের ভুল স্বীকার করে সাকিব সততার প্রমাণ দিয়েছেন। তবে বিষয়টি বিসিবি কিংবা প্রধানমন্ত্রীকে জানানো উচিত ছিল তার। এক ভারতীয় জুয়াড়ির সঙ্গে কথোপকথনের তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে সম্প্রতি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে এক বছরের সাজা স্থগিত করা হয়েছে। বার্তাবাজার/এমকে

ভারত-বাংলাদেশ ম্যাচ বাতিল চান গম্ভীর!

Image
ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দিল্লি পৌঁছেছেন মুশফিকরা। আগামী ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টিতে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। গতকাল দিল্লিতে অনুশীলনও করেছেন মুশফিক, রিয়াদ, লিটন, সৌম্যরা। তবে এ অনুশীলন আর ১০টা অনুশীলনের মতো হয়নি। দিল্লিতে যে পরিবেশ দূষণ চরম মাত্রায় পৌঁছেছে। আকাশ পুরো ঘোলা হয়ে আছে, বাতাসও ভারি, ঠিক যেন শীতের সকাল। এমন পরিবেশে ঠিকভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। এর মধ্যে লিটন দাসকে তো দেখা গেল মাস্ক পরেই ক্যাচিং অনুশীলন করতে। পরে ব্যাটিংয়ের সময় অবশ্য মাস্ক খুলে নেন তিনি। ভারতের সাবেক ওপেনার ও বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীর অবশ্য খেলা নিয়ে ভাবছেন না। তার ভাবনা, দিল্লির পরিবেশ দূষণ নিয়ে। এখানে ম্যাচ হওয়ার চেয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের কথা ভাবাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি বাতিলের পক্ষেই ভারতের সাবেক এ ক্রিকেটার। গম্ভীর বলেন, ‘দিল্লিতে ক্রিকেট বা অন্য কোনো ম্যাচ আয়োজনের চেয়ে বেশি মারাত্মক অবস্থা বিরাজ করছে। আমাদের দিক থেকে দেখলে, আমার মনে হয়, দিল্লিতে বসবাসরত মানুষদের এ পরিবেশ নিয়েই বেশি চি...

জাপান সাগরে জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

Image
আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবার এ পরীক্ষা চালিয়েছে জাপান সাগরে। বৃহস্পতিবার উপকূল থেকে সাগরের দিকে জোড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ নিয়ে চলতি বছর ১২তম বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি। এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী জানায়, তারা সাগরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের এ পরীক্ষা সফল হয়েছে। পাশাপাশি জাপান সাগরে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। খবর এএফপির। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থনৈতিক সমুদ্র সীমার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে বলে জানিয়েছে তারা। তবে সেগুলো কী ধরনের এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সে সম্বন্ধে বিস্তারিত জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার ছোড়া ‘প্রজেক্টাইলগুলো’ দক্ষিণ পিয়ংগান প্রদেশ থেকে ছোড়া হয়েছে বলে তাদের ধারণা। চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ছোড়া যায় এমন নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছিল। ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলেও জানিয়েছিল তারা। সা...

ফুটবল ম্যাচ দেখতে গিয়েও ‘সাকিব, সাকিব’ স্লোগান

Image
দুই বছর আগে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন জুয়াড়িদের কাছ থেকে। কিন্তু তা গোপন রেখেছিলেন আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) কাছে। এ তথ্য গোপন করার অভিযোগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। বিশ্বসেরা এই অলরাউন্ডার শাস্তি পেয়েছেন আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘন করার অপরাধে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সব কটি দায় মেনে নিয়েছেন। যদি নিষেধাজ্ঞার সময় শাস্তির সব বিধিনিষেধ মেনে চলেন, তাহলে ২০২০ সালের ২৯ অক্টোবর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। এদিকে, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আর সাকিবকে নিষিদ্ধ করার প্রতিক্রিয়ায় প্রতিবাদে ফেটে পড়েছে সারাদেশের কোটি কোটি ক্রিকেটভক্ত। দেশের বিভিন্ন জায়গায় তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার ফুটবল ম্যাচ দেখতে গিয়েও ‘সাকিব, সাকিব’ স্লোগান। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহ...

সড়ক দুর্ঘটনায় দুই পুলিশসহ নিহত ৫

Image
নওগাঁর ধামইরহাট ও দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে। নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নওগাঁর আগরাদিগুন মোড়ে যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে আহত হন মোটর সাইকেল আরোহী পুলিশের দুই সদস্য। উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, জেলা ডিবি পুলিশের এএসআই বাশির হোসেন ও কনস্টেবল মুনির উদ্দীন। এদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে রড বোঝাই ট্রাক্টর উল্টে চালকসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক্টর চালক আল আমিন (১৮), দুই সহকারী সাজ্জাদ হোসেন (২০) ও আলামিন। পুলিশ জানায়, বিরামপুর থেকে রড় নিয়ে ফুলবাড়ী আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। ট্রাক্টরে থাকা রডের নিচে চাপা পড়ে চালক আল আমিন ও হেলপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে নিহত হন। অপর আহত হেলপার আলামিনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কম...

সাকিবের বিকল্প ৫ জন!

Image
সব রকম ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশকে এক বছর কাটাতে হবে সাকিব ছাড়াই। এ নিয়ে ভক্তদের দুশ্চিন্তার শেষ নেই। বিপাকে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদও। এই দলের নির্ভরযোগ্য তারকা সাকিব। নিষিদ্ধ থাকায় তিনি আইপিএল খেলতে পারবেন না। সাকিবের শূন্যস্থান কিভাবে পূরণ করা যায় তা নিয়ে এখুনি কাজ শুরু করেছে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং-বোলিং, যিনি দুটোতেই সেরা সেখানে সাকিবের বিকল্প খুঁজে বের করা কম কথা নয়। পাঁচজন ক্রিকেটারের কথা তারা ভাবছেন। পারফরম্যান্স যাচাই করে এ পাঁচজনকেই তারা সাকিবের বিকল্প মনে করছেন। কথা হচ্ছে দলে তো নেওয়া হবে একজনকে। বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, দক্ষিণ আফ্রিকার যোজেস হেনরি, ইংল্যান্ডের ক্রিস ওকস নিউজিল্যান্ডের জেমস নিশাম ও অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল। সাকিব নিষিদ্ধ হওয়ায় রীতিমতো চাপে পড়ে গেছে সানরাইজার্স। কলকাতা থেকে প্রকাশিত শীর্ষ দৈনিক আনন্দবাজার উল্লেখ করেছে সাকিব কেন বিশ্বসেরা এতেই উত্তর খুঁজে পাওয়া যায়। তার অভাব পূরণ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বার্তাবাজার/কে.জে.পি

সড়ক পরিবহন আইন কার্যকর, যে অপরাধে যে শাস্তি

Image
আজ শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’। প্রণয়নের এক বছরেরও বেশি সময় পর আইনটি বাস্তবায়ন হতে যাচ্ছে। পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে এতদিন আইনটি বাস্তবায়নে যায়নি সরকার। গত ২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। মোটরযান মালিক, মোটরযান শ্রমিক, পথচারীসহ সকল অংশীজনকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর একাদশ অধ্যায়ে বর্ণিত অপরাধ, বিচার ও দণ্ডের বিষয়গুলো জেনে তা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আইনের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। এছাড়া বিভিন্ন অপরাধের জন্য জেল-জরিমানার সঙ্গে চালকের পয়েন্ট কাটা হবে। অপরাধ, বিচার ও দণ্ড ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও গণপরিবহন চালনার বিধি-নিষেধ সংক্রান্ত ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘনের দণ্ড- যদি কোনো ব্যক্তি ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘন করেন এ জন্য তিনি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর সংক্রান্ত ধারা ৬ এর বিধ...

আলফাডাঙ্গায় নবগঠিত পৌর আ’লীগের কর্মী সমাবেশ

Image
মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর আওয়ামীলীগের নবগঠিত আহবায়ক কমিটির কর্মী সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর এলাকার দামুদার আখড়া প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলফাডাঙ্গা পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আশরাফ আলী বাশারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন। সাবেক ছাত্রলীগের সভাপতি ও পৌর কমিশনার মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তাঁরা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন,বানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাতুল আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রমুখ। সমাবেশ শেষে এক আনন্দ মিছিল বের হয়।মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। উল্লেখ্য, গত ২২ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় পৌর মেয়র সাইফুর রহমান সাইফারকে আহবায়ক ও সৈয়দ আশরাফ ...

সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক

Image
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চার বগি উদ্ধার কাজ সম্পন্ন। ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়। ফাতেমানগর স্টেশন মাস্টার তাজউদ্দিন খান জানান, রাতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিচ্যুত হওয়া ইঞ্জিন ও চার বগি উদ্ধার করলে সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ত্রিশাল উপজেলার ফাতেমা নগর স্টেশনের কাছাকাছি এসে লাইনচ্যুত হয়।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনে ঢোকার মুখে দুটি লাইনের সংযোগস্থলে ট্রেনটির ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রাজধানীর সঙ্গে ময়মনসিংহের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বার্তাবাজার/এমকে