ক্ষুদে ভক্তকে গ্লাভস জোড়া দিয়ে আলোচনায় ওয়ার্নার
জন্মদিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে, ৫৬ বলে সেঞ্চুরি করা অস্ট্রেলিয় এ ওপেনার আলোচনায় এলেন ভিন্ন একটি কারণে। অবশ্য মাঠে তাণ্ডব চালানোর আগেই করেছেন কাজটি।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামার আগে মাঠে প্র্যাকটিস করছিলেন ওয়ার্নার। প্র্যাকটিস থেকে ড্রেসিং রুমে ফেরার পথে এক হাতে ব্যাট আর অপর হাতে ছিল দু’টি গ্লাভস। দ্রুত মাঠ থেকে ড্রেসিং রুমে যাওয়ার সময় গ্লাভস দু’টি গ্যালারিতে থাকা এক ক্ষুদে ভক্তকে দিয়ে দেন তিনি। এতে শিশুটি আনন্দে হতবিহ্বল হয়ে যায়। এমন একটি ভিডিও প্রকাশ করেছে ক্রিকেট.কম.এইউ।
ভিডিওতে দেখা যায়, এক হাতে ব্যাট আর অপর হাতে গ্লাভস নিয়ে প্র্যাকটিস থেকে ফিরছিলেন ওয়ার্নার। এমন সময় গ্যালারির র্যালিং ধরে দাঁড়িয়েছিল বেশ কিছু ক্ষুদে শিশু। এরমধ্যে একজনকে ওয়ার্নার তার গ্লাভস জোড়া দিয়ে দেন। এতে শিশুটি আনন্দে হতবিহ্বল হয়ে পড়ে।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment