সেই পাগলী ও তার সন্তানকে নতুন জামা-কাপড় দিল পুলিশ
ভোলার লালমোহনে একজন ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক নারী।
বৃপস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের সিরাজ মিয়ার বাড়িতে ওই নারী সন্তান প্রসব করেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীরের নির্দেশে লালমোহন থানার এএসআই আবু ইউসুফ ও মো. হাসান ঘটনাস্থলে গিয়ে ওই পাগলী ও তার সদ্যজাত সন্তানকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে ওই নারী ও তার সন্তানকে হাসপাতালে গিয়ে নতুন জামা-কাপড় উপহার দেন পুলিশ সদস্যরা। এছাড়াও ওসি মীর খায়রুল কবীরের নির্দেশে ওই মহিলা ও সন্তানের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন পুলিশ সদস্যরা।
এএসআই আবু ইউসুফ জানান, ওই নারীর কাছে তার পরিচয় জানতে চাইলে সে এক সময় এক কথা বলছে। তবে তার সর্বশেষ বক্তব্য অনুযায়ী তার বাবার বাড়ি পটুয়াখালীর দশমনিয়া উপজেলার বহরামপুর এলাকায়।
বার্তাবাজার/এম.কে
from Bartabazar.com https://ift.tt/31NIMd4
via IFTTT
Comments
Post a Comment