মাত্র ২০ টাকায় চা, কলা, ডিমসহ সকালের নাস্তা!
মাত্র ২০ টাকায় পাওয়া যাচ্ছে চা, পাউরুটি, ঘুগনি, কলা ও ডিমসহ সকালের নাস্তা। ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এমনই একটি বিজ্ঞাপন। দোকানটি ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে অবস্থিত।
এক ক্রেতা দোকানদারের অনুরোধে ছবিটি পোস্ট করেছেন, আর তা রীতিমতো ভাইরাল হয়েছে। ফেসবুকে এক তরুণী লিখেছেন, কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় ২০ টাকায় চা, পাউরুটি, ঘুগনি, কলা, ডিম পাওয়া যাচ্ছে। ওই দোকানদার অনুরোধ করেছিলেন ছবিটি ফেসবুকে প্রচার করতে, যাতে তার ক্রেতা বাড়ে।
ওই দোকানির আবেদনে সাড়া দিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তরুণী। আর তা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জেটগতির যুগেও মানুষ শেয়ার করছেন। পাশে দাঁড়াচ্ছেন।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment