সাকিবকে ছাড়াই আজ ভারত সফরে যাচ্ছে টাইগাররা
আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিবকে ছাড়াই আজ ভারত সফরে যেতে হচ্ছে টাইগারদের।
মুমিনুল হককে অধিনায়ক করে ভারত সফরে টাইগারদের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই সাথে টি-টোয়েন্টি দলেও এসেছে পরিবর্তন। বিশ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ইনজুরির কারণে সাইফউদ্দিন ছিটকে গেছেন আগেই। তার জায়গায় ডাক পেয়েছেন আবু হায়দার রনি। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। সেই জায়গায় দলে থাকছেন মোহাম্মাদ মিঠুন।
সাকিব এক বছর নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় তাইজুল ইসলাম দলে ফিরেছেন। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান নাইম শেখ ও সাইফ হাসান। টেস্ট স্কোয়াডে ফিরেছেন ইমরুন কায়েস ও আল আমিন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়ন্টি দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।
ভারত সফরে বাংলাদেশ টেস্ট স্কোয়াড
সাইফ হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment