দর্শকের ওপর চড়াও মুশফিক, শোকজের জবাব দিলেন সাকিব
ভারত সফরের আগে বিতর্ক পিছু ছাড়ছে না। প্রস্তুতি ম্যাচে ব্যর্থ মুশফিক গ্যালারিতে সমালোচনা মানতে পারেননি। মেজাজ হারিয়ে শাসিয়েছেন এক দর্শককে। অন্যদিকে বিপাকে পড়া সাকিব বিসিবির শোকজের জবাব দিয়েছেন। মাঠের প্রস্তুতিতে ব্যস্ত সময় গেছে কোচিং স্টাফের। স্পিন কোচ ভেট্টরি ম্যাচ পরিস্থিতিতে শিষ্য বিপ্লব-সানিদের পরামর্শ দিয়েছেন।
দুপুরে ইউনিসেফের অনুষ্ঠানে হাসিখুশি সাকিব নতুন ভূমিকায়। পালন করলেন উপস্থাপকের দায়িত্ব। খুশমেজাজ বেশিক্ষণ থাকেনি। সভাপতির তলবে বসতে হয়েছে আলোচনায়। বিসিবির নিয়ম ভঙ্গ করে ফোন কোম্পানির সাথে চুক্তি করে বিপদে পড়েছেন।
শোকজের জবাব দিয়েছেন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। বিসিবির কর্তারা তার দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বলে জানা গেছে।
নাটকীয়তার শেষ এখানে নয়। সাকিব খেলেননি অনুশীলন ম্যাচ। অন্যদিকে খেলতে নেমে তালগোল পাকিয়ে বির্তকে মুশফিক। আউট হওয়ার পর দর্শকের সমালোচনা নিতে পারেননি সাবেক অধিনায়ক। গ্যালারিতে উঠে শাসিয়েছেন সেই ভক্তকে।
মাঠের খেলাতেও ছিল নাটকীয়তা। কাড়িকাড়ি টাকা দিয়ে ভেট্টরিকে নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে সেরা সার্ভিস পেতে বিপ্লবের বোলিংয়ের সময়ে আম্পায়ারের পাশে দাঁড়িয়ে দেখেছেন বোলিং। দিয়েছেন পরামর্শ। নতুন কোচের পরামর্শেই কি সফল বিপ্লব। ১৭ রানে তুলেছেন তিন উইকেট।
ক্রিকেটারদের অনুশীলন বিসিবির নানা ইস্যুতে এদিনেও মাঠে আসেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে দীর্ঘ অপেক্ষার পর ক্যামেরার সামনে আসতে চাননি বোর্ড কর্তারা।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment