আগুন থেকে ঐশ্বরিয়ার ম্যানেজারকে বাঁচালেন শাহরুখ
বচ্চন পরিবারে রোববার ধুমধাম করে চলছিলো দীপাবলির অনুষ্ঠান চলছে। সে সময় সবাই মেতে উঠেছেন আনন্দে। আচমকাই রাতে আগুন ধরে যায় ঐশ্বরিয়া রায় বচ্চনের বহুদিনের ম্যানেজার অর্চনা সদানন্দের পোশাকে।
হঠাৎই ‘হিরো’-র ভূমিকায় অবতীর্ণ হলেন শাহরুখ খান। অর্চনাকে বাঁচাতে গায়ের জ্যাকেট খুলে সেটি পরিয়ে দেন অর্চনার গায়ে। শাহরুখের উপস্থিত বুদ্ধিতে এবং সাহসে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, অর্চনার দেহের ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। অর্চনাকে উদ্ধার করতে গিয়ে অল্প জখম হয়েছেন শাহরুখও। তারও হাতের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। তবে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।
জানা গিয়েছে, সেদিন পার্টিতে রাত তিনটা হওয়ার কারণে অতিথিদের অনেকেই বাড়ি চলে গিয়েছিলেন। অর্চনা কথা বলছিলেন এক পরিচালকের সঙ্গে। সে সময়ই ঘটে বিপদ। শাহরুখ না বাঁচালে সেদিন প্রাণনাশও হতে পারত অর্চনার।
ঝুঁকি ছিল, তা সত্ত্বেও নিজের বিপদকে তোয়াক্কা না করেই এগিয়ে যান শাহরুখ। শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও যে তিনি ‘সুপারহিরো’ প্রমাণ মিলল আরো এক বার।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment