ক্যালিফোর্নিয়ার আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অব্যাহত দাবানল আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে। সান ফ্রান্সিসকোর উত্তরে উইন্সসোর ও হেল্ডসবার্গ শহরে নতুন করে ৫০ হাজার বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে, আগুনের ভয়াবহতা কমাতে ৩৬টি কাউন্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে বলে জানানো হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে প্রায় ৯ লাখ ৪০ হাজারের বেশি পরিবার এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এদিকে, লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার।
দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আগুন নেভাতে তাদের কয়েক হাজার সদস্য দিনরাত কাজ করে গেলেও তীব্র বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment