সড়ক দুর্ঘটনায় দুই পুলিশসহ নিহত ৫
নওগাঁর ধামইরহাট ও দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে।
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নওগাঁর আগরাদিগুন মোড়ে যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে আহত হন মোটর সাইকেল আরোহী পুলিশের দুই সদস্য। উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, জেলা ডিবি পুলিশের এএসআই বাশির হোসেন ও কনস্টেবল মুনির উদ্দীন।
এদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে রড বোঝাই ট্রাক্টর উল্টে চালকসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাক্টর চালক আল আমিন (১৮), দুই সহকারী সাজ্জাদ হোসেন (২০) ও আলামিন।
পুলিশ জানায়, বিরামপুর থেকে রড় নিয়ে ফুলবাড়ী আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। ট্রাক্টরে থাকা রডের নিচে চাপা পড়ে চালক আল আমিন ও হেলপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে নিহত হন। অপর আহত হেলপার আলামিনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত সবার বাড়ি বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামে।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment