সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক শিশুর মৃত্যু
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে।
এ ঘটনায় আহত ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি ১৫ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার রাতেই বিস্ফোরিত সিলিন্ডারের গ্যাসে ফোলানো বেলুন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার এগারো নাম্বার রোডে একটি বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলেই নিহত হয় রমজান, নুপুর, শাহীন, ফারজানা এবং অজ্ঞাত একজন শিশু।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুদের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া আহত অবস্থায় উদ্ধারকৃতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment