৩ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন মেসি
দুর্নীতি অভিযোগ তোলায় ৩ মাসের জন্য আর্জেন্টিনা দলে নিষিদ্ধ হন লিওনেল মেসি।
কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ হয় আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি। গত ৩রা আগস্ট জনপ্রিয় এ ফুটবল তারকাকে নিষেধাজ্ঞা দেয়া হয়। সে হিসেব অনুযায়ী ৩রা নভেম্বর তার শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন, কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ হন মেসি।
নিষেধাজ্ঞা শেষ হতেই ব্রাজিলের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন মেসি। ২৬ সদস্যের দলে মেসির সঙ্গে দলে ফিরেছেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ১৫ই নভেম্বর সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর ঠিক তিন দিন পর ইসরায়েলের মাঠে খেলতে নামবে উরুগুয়ের বিপক্ষে। মেসি-আগুয়েরো ফিরলেও ডাক পাননি পিএসজি’র দুই তারকা ফুটবলার ডি মারিয়া আর মাউরো ইকার্দি।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment