‘ক্লিন সাতক্ষীরা, গ্রিণ সাতক্ষীরা’ উদ্যোগে নাট্য উৎসবের উদ্বোধন

‘নাটক জীবনের কথা বলে, নাটক হোক সমাজ বিকাশের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিণ সাতক্ষীরা’ সামাজিক আন্দোলন বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ ব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বিনোদনের মধ্য দিয়ে ও মানুষকে সামাজিক আন্দোলন সম্পর্কে সচেতন করা সম্ভব। জঙ্গি সন্ত্রাস মাদক ও বাল্য বিবাহ মুক্ত সাতক্ষীরা গড়তে সকলের সহযোগিতা দরকার। আমরা নিজেরা সুন্দর হলে সাতক্ষীরাও সুন্দর হবে। মুষ্টিমেয় কিছু কিছু মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দিয়ে ঐ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে। ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিণ সাতক্ষীরা’ সামাজিক আন্দোলন বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী নাট্য উৎসব ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করার হাতিয়ার হিসেবে এই নাট্য উৎসব একটি প্রতিবাদী উৎসব।

তিনি বলেন, সাতক্ষীরায় সাংস্তিক বিপ্লব ঘটাতে মুজিব বর্ষ উপলক্ষ্যে ২ নভেম্বর কুইজ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব, ১৪ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বই মেলা, ২২ নভেম্বর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট এবং তার পরই যাত্রাপালার আয়োজন করা হবে। তিনি জেলাবাসীকে দুর্নীতিমুক্ত ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়ন সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সপ্তাহব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, স্থানীয় সরকার উপপরিচালক সাতক্ষীরা হোসেন শওকত, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমুখ। নাট্য উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় নাটক ‘কবর’। এছাড়াও ২৫ অক্টোবর মঞ্চস্থ হবে নাটক ‘রক্ত কবরী’। ২৬ অক্টোবর নাটক ‘ওরা কদম আলী’, ২৭ অক্টোবর নাটক ‘১৯৭১’ ও ‘সাত পাগলের হাট’, ২৮ অক্টোবর নাটক ‘মাইকেল মধুসূদন’, ২৯ অক্টোবর নাটক ‘বউ’ ও ‘এবং কালো মানুষ’, ৩০ অক্টোবর নাটক ‘সত্যি ভূতের গল্প’ ও ‘ফুটপাত’ এবং ৩১ অক্টোবর মঞ্চস্থ হবে নাটক ‘ডালিম কুমার’। সপ্তাহ ব্যাপী নাট্য উৎসবের সকল নাটক পরিবারের সকলকে নিয়ে উপভোগ করার জন্য জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

বার্তাবাজার/এম.কে



from Bartabazar.com https://ift.tt/2pfRL9N
via IFTTT

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত