ফুটবল ম্যাচ দেখতে গিয়েও ‘সাকিব, সাকিব’ স্লোগান

দুই বছর আগে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন জুয়াড়িদের কাছ থেকে। কিন্তু তা গোপন রেখেছিলেন আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) কাছে। এ তথ্য গোপন করার অভিযোগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

বিশ্বসেরা এই অলরাউন্ডার শাস্তি পেয়েছেন আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘন করার অপরাধে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সব কটি দায় মেনে নিয়েছেন। যদি নিষেধাজ্ঞার সময় শাস্তির সব বিধিনিষেধ মেনে চলেন, তাহলে ২০২০ সালের ২৯ অক্টোবর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

এদিকে, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আর সাকিবকে নিষিদ্ধ করার প্রতিক্রিয়ায় প্রতিবাদে ফেটে পড়েছে সারাদেশের কোটি কোটি ক্রিকেটভক্ত। দেশের বিভিন্ন জায়গায় তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার ফুটবল ম্যাচ দেখতে গিয়েও ‘সাকিব, সাকিব’ স্লোগান।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও তেরেঙ্গানু এফসি। এ খেলা চলাকালেই স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ‘সাকিব, সাকিব’ স্লোগানে মাঠ মাতিয়েছে।

ফাইনালে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে সমর্থন জানাতে ৩৫ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন এম এ আজিজ স্টেডিয়ামে তিল পরিমাণ জায়গা খালি ছিল না। এরই মাঝে খেলাচলাকালে ও খেলা শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ দর্শক ‘সাকিব, সাকিব’ স্লোগান তুলে চারপাশ মাতিয়ে তোলে।

এদিন, চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু। ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মালয়েশিয়ার ক্লাবটি।

১৫ থেকে ২০- এই ৬ মিনিটের একটা ঝড় বইয়ে দিয়ে ম্যাচটা নিজেদের করে নেয় মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব। ১৬ মিনিটে হাকিম ও ২০ মিনিটে আলিয়াস গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন অতিথি দলটিকে। দুর্দান্ত হয়েছিল চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয়ার্ধের শুরুটা। ৪৮ মিনিটেই স্বাগতিকরা ব্যবধান ২-১ করে লুকার গোলে। এরপর লুকা একাধিক সুযোগ পেয়েও গোল পাননি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী।

বার্তাবাজার/কে.জে.পি



Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত