প্রেমিকার সামনেই প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর রায়েরবাজারে প্রেমিকাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আরিফুল ইসলাম সজল নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সজল।
সজলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজারীবাগের সানজিদা আক্তার দোলনের সঙ্গে সজলের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সজল ওই মেয়টির সঙ্গে দেখা করতে রায়েরবাজারের বেড়িবাঁধ এলাকায় যায়। সেখানে স্থানীয় কয়েকজন ছেলেদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে সজলকে ছুরিকাঘাত করে জখম করে।
পরে স্থানীয়দের সহায়তায় সজলকে প্রথমে সিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment