সাকিব এমন ভুল করবে কখনও আশা করিনি : আশরাফুল
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, সাকিব আল হাসান এমন ভুল করবে তা কখনও আশা করিনি। তবে এখন তার পাশে থাকা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুল যে ম্যাচে ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, সেই ম্যাচেই সাকিব ব্যাট-প্যাড ছুড়ে বলেছিলেন, এটা তো ফিক্সিং হচ্ছে। গত বছর আশরাফুলের […]
The post সাকিব এমন ভুল করবে কখনও আশা করিনি : আশরাফুল appeared first on Zoom Bangla News.
Comments
Post a Comment