সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চার বগি উদ্ধার কাজ সম্পন্ন। ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়।
ফাতেমানগর স্টেশন মাস্টার তাজউদ্দিন খান জানান, রাতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিচ্যুত হওয়া ইঞ্জিন ও চার বগি উদ্ধার করলে সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ত্রিশাল উপজেলার ফাতেমা নগর স্টেশনের কাছাকাছি এসে লাইনচ্যুত হয়।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনে ঢোকার মুখে দুটি লাইনের সংযোগস্থলে ট্রেনটির ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রাজধানীর সঙ্গে ময়মনসিংহের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বার্তাবাজার/এমকে
Comments
Post a Comment