পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ।
বুধবার (৩০ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সালমা বাহিনীকে ২৮ রানে হারিয়েছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করে, ৭ উইকেটে ১১৭ রান করে স্বাগতিকরা। জবাবে, ৮ উইকেট হারিয়ে ৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।
লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে, আগের দুই ম্যাচের জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলায় এ ম্যাচে বেশ নির্ভার হয়ে মাঠে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই আয়শার উইকেট হারিয়ে ধাক্কা খায় তারা। তবে, ৫৪ রান করে দলকে এগিয়ে নেন জাভেরিয়া।
এরপর উমাইয়া সোহাইলের ৩১ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে পাকিস্তান। ১২ রানে তিনটি উইকেট নিয়েছেন জাহানারা আলম। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১২ রানেই চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে সালমারা। নিগার সুলতানা ৩০ ও ফারজানা ২৭ রান করে কোনরকমে মান বাঁচান টাইগ্রেসদের।
৮ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রানে আটকে যায় বাংলাদেশ। ২৮ রানের হারে শেষ হয় তাদের টি টোয়েন্টি সিরিজ।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment