টাকায় মিলে অবৈধ গ্যাস সংযোগ

গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত রেখেছে। তবে অভিযান চলার সময় রাতের আঁধারে একটি দালাল চক্র মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। এতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।

গাজীপুর মহানগরের কাশিমপুর মৌজার লস্কর চালা এলাকায় কয়েক দিন ধরে রাতে তিন শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ রয়েছে। আর অভিযোগের তীর উঠেছে শহিদুল্লাহ নেতৃত্বাধীন চক্রের বিরুদ্ধে। এক সময়ে জমির দালাল হিসেবে পরিচিত শহিদুল্লাহ তিতাস গ্যাস কার্যালয়ের অসাধু কর্মকর্তার যোগসাজশে অবৈধ গ্যাস সংযোগের সুযোগ পায়। এতে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ও পুলিশের ছায়া আছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, শহীদুল্লাহসহ তার অনুসারীদের বিরুদ্ধে ডজন খানেকের বেশি মামলা থাকলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা। পুলিশ তাদের গ্রেফতার না করায় তারা আরো বেপরোয়া হয়ে উঠছে।

কাশিমপুর থানার ওসি আকবর আলী খান বলেন, মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা যতই শক্তিশালী হউক, তাদের আইনের আওতায় আনা হবে।

গাজীপুর তিতাস গ্যাস কার্যালয়ের ম্যানেজার অজিত চন্দ্র দেব জানান, অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলমান রয়েছে। এ অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা করছে। এরইমধ্যে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় শত শত অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করে কয়েক হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

কয়েক দিন আগে গাজীপুর মহানগরীর নগপাড়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় একটি ফ্যাক্টরিকে অবৈধ গ্যাস সংযোগের দায়ে জরিমানা করা হয়। এছাড়া গাজীপুর সদরের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ থেকে একটি কলেজের কক্ষে আগুন লাগে। সংবাদ পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি অবৈধ সংযোগ দেয়ার অভিযোগে স্থানীয় প্রভাবশালী নেতাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়।

বার্তাবাজার/কে.জে.পি



Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত